Human Resource Management-HRM

এখানে আরেকটি শিট দিলাম মানব সম্পদ ব্যবস্থাপনা বা Human Resource Management (HRM) এর উপর।

এটিও আমার MBA সময়কার শিট। আশা করি এটাও কারো না কারো কাজে লাগবে।

এই শিটে সেকল লেসন আছে তার একটি তালিকা দিলাম-
  • Human Resource Management
  • Human Resource Planning
  • Job Analysis
  • Staffing The Organization Recruitment
  • Staffing The Organization Selection
  • Training And Development
  • Appraising And Compensating Employees
  • Wage And Salary Administration
  • Unionization And Collective Bargaining
Human Resource Management Sheet
শিটটির জন্য এখানে ক্লিক করুন

বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব দিন দিন বাড়ছে। উন্নত দেশগুলোতে এই সেক্টরটি অনেক উপরের পর্যায়ে চলে গেলেও আমাদের দেশ অতিতে এই সেক্টর নিয়ে তেমন কোনো কাজই করে নি। তবে আশার কথা হচ্ছে এই যে, আমাদের দেশ গত ১০ বছর ধরে এই সেক্টরে খুব উন্নতি লাভ করছে এবং বর্তমানে ৯০ শতাংশের বেশি প্রতিষ্ঠানে মানব সম্পদ সেকশন রয়েছে।

তাই যারা এই HRM-এর উপর পড়াশুনা করতে চান তাদের জন্য অন্তর থেকে শুভ কামনা রইলো।

Post a Comment (0)
Previous Post Next Post