Basic Microsoft Word 2016 Bangla Tutorial for Beginners

History 📡 Page Views
Published
13-Oct-2017 | 07:53 AM
Total View
1.7K
Last Updated
27-Apr-2025 | 09:53 AM
Today View
0
মাইক্রোসফ্ট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসর। আপনি এর মাধ্যমে ঘরে, বাড়িতে, স্কুলে অথাব অফিসে কাজ করতে পারবেন। এর সব থেকে বড় সুবিধা হলো এর মাধ্যমে আপনি নিজেই নিজের প্রয়োজন মত নিজের ডকুমেন্ট ইডিট, সেইভ বা প্রিন্ট দিতে পারবেন। অথাব অন্য কারো ডকুমেন্টে নিজের মত কাজ করতে পারবেন। প্রথম প্রথম মাইক্রোসফ্ট ওয়ার্ডকে খুব কঠিন মনে হতে পারে। তবে চর্চা ও নিয়মিত কাজ করার মাধ্যমে এটাকে আয়ত্বে নিয়ে আসতে পারবেন।

মাইক্রোসফ্ট ওয়ার্ড তাদের পুরোনো সংস্করণগুলো পিছনে ফেলে তারা নতুন নতুন আপডেট দিচ্ছে। যা কাজের গতিকে আরো তরান্বিত করে।

যেসকল কারণে মাইক্রোসফ্ট ওয়ার্ড বেশি ব্যবহৃত হয় তা হলো-
১. এটা ব্যবসায়ের ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় যেখানে হয়তো ছবি, টেবল, চার্ট বা ডায়াগ্রাম থাকতে পারে।
২. এখানে আগে থেকে তৈরি অনেক ফরমেট আছে।
৩. চাকুরির জন্য সিভি বা বাইও ডাটা তৈরি করতে ব্যবহার করা যায়।
৪. অফিসিয়াল মেমো বা আইনি ডকুমেন্ট খুব সহজেই তৈরি করা যায়।

ইতিমধ্যেই নিশ্চয় বুঝতে পেরেছেনে যে মাইক্রোসফ্ট ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ সকরলের জন্য।
মাইক্রোসফ্ট ওয়ার্ড লিখা লিখির জন্য বহুল পরিচিত তথা জনপ্রিয় একটি অফিস পোগ্রাম।

আপনি যেকোনো বিষয়ে পন্ডিত হননা কেন। আধুনিক কর্ম জীবনে অফিস কোর্স যদি ভালো ভাবে জানা থাকে তবে আপনার সকল জ্ঞান মূল্যহীন। তাই অবশ্যই শিক্ষা অর্জনের মাঝেই এই দক্ষতা অর্জন করে ফেলতে হবে। অফিস কোর্স শিখার জন্য আমাদের দেশে সরকারি -বেসরকারি নানা প্রতিষ্ঠান আছে। সাধারণত এই সব কোর্স তিন মাস বা ছয় মাস মেয়াদী হয়ে থাকে। কোর্স শেষ হওয়ার পর কারিগরি শিক্ষা বোর্ডের একটি সার্টিফিকেট পাবেন। এমন অনেকেই আছেন যারা অফিস কোর্স শিখার কথা ভাবছেন বা অনেকে আছে যারা অফিস কোর্স করছেন।

যারা নতুন করে মাক্রোসফ্ট ওয়ার্ড শিখা শুরু করছেন বা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে তিন মাস বা ছয় মাস মেয়াদী কম্পিউটার কোর্স করতে চাইছেন তারা এই শিটটি চর্চা করলে খুবই উপকার পাবেন। মূলত আমি এই শিটটি কারিগরি শিক্ষা বোর্ডের কোর্সগুলোর জন্যই তৈরি করেছি।

যেসকল বিষয় নিয়ে এই শিটে আলোচনা করা হয়েছে তার একটা লিস্ট নিচে দেয়া হলো-

MS Word Tutorial Sheet
Microsoft Word
Starting Microsoft Word, What is Document Area, What are in Document Area, Cursor Move Functions, Text Selection, Delete
File
New, Open, Save, Save As, Print, Close, Options
Home
Copy – Paste, Cut – Paste, Undo – Redo, Font, Size, Change Case, BOLD, ITALIC, UNDERLINE, Strikethrough, Subscript – Superscript, Text Effects & Typography, Text Highlight, Color, Font Color , Clear All , Keyboard “Tab”, Bullets & Number, Increase & Decrease Intend, Short, Show Paragraph or Enter Marks, Change Alignment , Line & Paragraph Spacing, Shading, Borders, Replace, Select
Insert
Cover Page, Blank Page, Page Break, Tables, Design, Layout, Row-Column, Split Table, Cell Size, Distribute Row-Column, Alignment, Sort, Convert to Text, Formula, Online Pictures, Shapes, SmartArt, Screenshot, Chart, Header-Footer, Page Number, Test Box, Explore Quick Parts, Add a Signature Line, Date & Time, Object, Drop Cap, Word Art, Equation, Symbol
Design
Watermark, Page Color, Page Borders, Margins, Orientation, Size, Column – Breaks, Proofing, View
Layout
Margins, Orientation, Size, Column – Breaks
Mailings

Review 
Proofing, View, Zoom

তাই দ্রুত এই শিটটি নিজের কাছে রাখুন এবং এই শিটের প্রতিটি লেসন ভালো করে চর্চা করুন।
শিটটির জন্য এখানে ক্লিক করুন
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)