এই সাইট থেকে আয় করুন

এই সাইট থেকে আয় করুন
earn with learn

আপাতত কাজ বন্ধ আছে

এই ব্লগে পড়াশুনার পাশাপাশি আয়ও করতে পারবেন। নিচে এর বিস্তারিত দেয়া হলো-

সেকশন : ১
প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমরা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করো বা কিভাবে পড়লে, কি ভাবে লিখলে, বা গত পরীক্ষাগুলোতে তুমি কিভাবে লিখে ভালো রেজাল্ট করেছো তা আমার মেইলে লিখে পাঠাতে পারো। আমি তোমার নাম সহ এই সাইটে প্রকাশ করবো।

সম্মানিত শিক্ষক আপনারাও চাইলে আমার সাইটে লিখা পাড়াতে পারেন। কিভাবে লেখাপড়া করলে ভালো ফলাফল পাবে, কিভাবে পড়বে, কিভাবে লিখবে, ইত্যাদি। আমি আপনাদের নাম, ফোন নাম্বার (আপনার অনুমতিতে) সহ প্রকাশ করবো।

প্রথম ১ থেকে ৫০টি পোস্ট = ১০ থেকে ২০০ টাকা।*
পরের ৫১ - ১০০টি পোস্ট = ২০১ থেকে ৫০০ টাকা।*
পরের ১০১ - ১৫০টি পোস্ট = ৫০১ থেকে ১০০০ টাকা।*
পরের ১৫১ থেকে বাকিগুলো = ১০০০ এর উপর।*

* উল্লেখিত টাকার রেঞ্জর ভিতর কন্টেন্টের কোয়ালিটি এবং দৈর্ঘ্যের উপর ভিত্তি করে দরাদরি হতে পারে।

লিখা পাঠাবেন নিচের ইমেইলে :

অথবা
My All Garbage
My All Garbage


সেকশন : ২
বানান ভুল :
প্রতিটার জন্য ৫০ পয়সা

তথ্যগত ভুল/আপডেট :
প্রতিটার জন্য ১ টাকা

ব্যাকরণগত/Grammatical ভুল:
প্রতি লাইনের জন্য ১ টাকা

নতুন তথ্য যোগ করলে:
(অন্য সাইট থেকে কপি/পেস্ট গ্রহণ যোগ্য নয়)

রচনা / Composition : ২ টাকা (মোবাইলে তোলা ছবি পাঠালে)
রচনা / Composition : ৫ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে)

Paragraph : ১ টাকা (মোবাইলে তোলা ছবি পাঠালে)
Paragraph : ২.৫০ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে)

বাংলা অনুচ্ছেদ : ২ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে)

অন্য যে কোনো নতুন লিখা যোগ করলে বিবেচনা স্বরূপ টাকা প্রদান করা হবে।


পাঠাবেন নিচের ইমেইলে :

অথবা

My All Garbage
My All Garbage

যে পেইজে ভুল তার লিংক সহ ভুল এবং শুদ্ধ উল্লেখ করে উপরের ঠিকানায় ইমেইল করতে হবে। নতুন লিখাও একইভাবে ইমেইল করতে হবে। এই ওয়েবসাইটে আছে এমন রচনা, ভাবসম্প্রসারণ, Composition, Essay ইত্যাদি পাঠানোর প্রয়োজন নেই। আর অবশ্যই ইমেইলে নাম এবং ফোন নাম্বার উল্লেখ করতে হবে। [ মোবাইল নাম্বার আবশ্যক ]

পেমেন্ট পদ্ধতি :
সর্বনিম্ন পেমেন্ট : ১০ টাকা
বিকাশ অথবা মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা পাঠানো হবে। আপনি কিভাবে পেমেন্ট নিবেন তা ইমেইলে উল্লেখ করতে হবে।

সেকশন ২ এর জন্য নোট :
১. আগে-পরে মিলিয়ে মোট ১০০০ টাকা পেমেন্ট পাওয়ার পর থেকে, উপরের প্রক্রিয়ায় আপনার যা আয় হবে তার দ্বিগুণ টাকা পেমেন্ট করা হবে।

২. একই বিষয়ে সবার আগে যে ইমেইল করবে তার ইমেইল গ্রহণ যোগ্য হবে।

* সকল ক্ষমতা ব্লগ এডমিনের।

13 Comments

  1. বেকার ও সল্প আয়ের মানুষদের জন্য উত্তম একটি সুযোগ। এ প্রস্তাবের জন্য স্বাগত জানাচ্ছি।

    ReplyDelete
  2. খুব ভালো সাইট

    ReplyDelete
  3. অসাধারন ভাললাগা রইল ও ভালবাসা

    ReplyDelete
  4. অনেক মজার ব্যাপার।*****
    I LIKE IT.

    ReplyDelete
  5. *Useful site Thank you so much*

    ReplyDelete
  6. Pls, erokom aro kno site thakle link ta den.tnx
    Eta o onek vlo site ,tnx so much.😊

    ReplyDelete
  7. Amio cai kinto bondo.😭

    ReplyDelete
Post a Comment