কখনো হয়তোবা কোনো ছোট ক্লাসের ছাত্র বা ছাত্রীর জন্য তৈরি করেছিলাম, কম্পিউটারে খুঁজে পেলাম তাই দিয়ে দিলাম।
Tense
Present
Present Indefinite Tense
Æ বর্তমান কালের কোন কাজ বা ঘটনার নিকট ভবিষ্যত, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক ঘটনা প্রভৃতি প্রকাশ করলে verb এর Present Indefinite Tense হয়।
Subject + Verbpresent(s/es) + Object
P Subject যদি 3rd Person Singular Number হয় তবে verb এর সাথে s/es যুক্ত হবে।
উদাহরণ: He reads a book. They go to school. My mother pries eggs. The boy plays football.
Present Continuous Tense
Æ বর্তমান কালে বা এই মুহুর্তে কোন কাজ চলতেছে বুঝালে verb এর Present Continuous Tense হয়।
Subject + am/is/are + Verb(ing) + Object
P শুধুমাত্র I এর সাথে am হয়। 3rd Person Singular Nuber এর ক্ষেত্রে is হয়, বাকি সকল ক্ষেত্রে are হবে।
উদাহরণ: I am eating rice. They are playing football. We are reading English. He is catching fish.
Present Perfect Tense
Æ বর্তমান কালে বা এই মুহুর্তে কোন কাজ শেষ হয়েছে বুঝালে verb এর Present Perfect Tense হয়।
Subject + have/has + Verbpast participle + Object
P 3rd Person Singular Nuber এর ক্ষেত্রে has হয়, বাকি সকল ক্ষেত্রে have হবে।
উদাহরণ: I have done the work. He has finished the work. We have come here. We have eaten rice.
Present Perfect Continuous Tense
Æ কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে বুঝালে verb এর Present Perfect Continuous Tense হয়
Subject + have/has + been + Verb(ing) + Object
P সময় উল্লেখ থাকে।
উদাহরণ: I have been reading for two hours. It has been raining sings morning. He has been catching fish for three hours.
Past
Past Indefinite Tense
Æ অতীতে কোন কাজ হয়েছিলো বুঝালে verb এর Past Indefinite Tense হয়।
Subject + Verbpast + Object
উদাহরণ: He came. We played yesterday. I went to school. They did it. You broke the glass.
Past Continuous Tense
Æ অতীতে কোন কাজ চলতেছিলো বুঝালে verb এর Past Continuous Tense হয়।
Subject + was/were + Verb(ing) + Object
P 3rd Person Singular Nuber এর ক্ষেত্রে was হয়, বাকি সকল ক্ষেত্রে were হবে।
উদাহরণ: You were reading the book. We were playing football. He was doing the work. They were walking slowly.
Past Perfect Tense
Æ অতীতে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিলো সেটি Past Perfect Tense এবং বাকি যেটি পরে সম্পন্ন হয়েছিলো সেটি Past Indefinite Tense হবে।
Subject + had + Verbpast participle + Object
উদাহরণ: The patient had died before the doctor came. I had reached the college before the examination began.
Past Perfect Continuous Tense
Æ কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে অতীতে কিছু সময় ধরে চলতেছিলো বুঝালে verb এর Past Perfect Continuous Tense হয়।
Subject + had + been + Verb(ing) + Object
P সময় উল্লেখ থাকে।
উদাহরণ: I have been reading for two hours. The student had been playing in the field since tiffin period.
Future
Future Indefinite Tense
Æ ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে বুঝালে verb এর Future Indefinite Tense হয়।
Subject + shall/will + Verbpresent + Object
P সাধারণত 3rd Person Singular Nuber ও They এর পর will হয়, বাকি সকল ক্ষেত্রে shall হবে। তবে বর্তমানে সকল ক্ষেত্রেই will ব্যবহার করা হয়।
উদাহরণ: We will go there. He will come. I shall read the book. The will do this.
Future Continuous Tense
Æ ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বুঝালে verb এর Future Continuous Tense হয়।
Subject + shall/will + be + Verb(ing) + Object
উদাহরণ: I Shall be reading the book. I will be going there. Mother will be cooking rice.
Future Perfect Tense
Æ ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ সম্পন্ন হবে বুঝালে verb এর Future Perfect Tense হয়।
Subject + shall/will + have + Verbpast participle + Object
P সময় উল্লেখ থাকে।
উদাহরণ: I shall have finished the work before 5pm. They will have reached home before evening.
Future Perfect Continuous Tense
Æ ভবিষ্যতে কোন কাজ আরম্ভ হবে কিন্ত তার আগে অন্য একটি কাজ চলতে থাকবে বুঝালে যে কাজটি চলতে থাকবে তা Future Perfect Continuous Tense হবে। পরে যে কাজটি হবে তা Present Indefinite বা Future Indefinite যে কোন একটি অনুসারে গঠন করতে হবে।
Subject + shall/will + have + been + Verb(ing) + Object
উদাহরণ: We will have been walking for two days until we reach there. You will have been reading before the will come. I shall playing football with you before you go there.
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- 3rd Person Singular Number = He/She/It/এক জন মানুষ বা বস্তু বুঝালে।
Verb এর সাথে s/es যুক্ত করার নিয়ম:
- Verb এর শেষে ss, sh, ch ( “চ”এর মত উচ্চারিত), x, z, o থাকলে es যুক্ত হয়। যেমন: rushes, watches, boxes, goes
- Verb এর শেষে y থাকলে ও y এর আগে consonant থাকলে y কে i এ পরিবর্তীত করে শেষে es যোগ করতে হবে। যেমন: carry→carries, try→tries, cry→cries, hurry→hurries
- কিন্তু y এর আগে vowel থাকলে y পরিবর্তীত হবে না ও পরে শুধু s যোগ হবে। যেমন: say→says, obey→obeys, enjoy→enjoys
Verb এর সাথে ing যুক্ত করার নিয়ম:
- Verb এর শেষে একটি মাত্র e থাকলে ing যুক্ত করার সময় e বাদ যায়। যেমন: come→coming, hope→hoping, make→making, issue→issuing
- কিন্তু Verb এর শেষে ee থাকলে ing যুক্ত করার সময় একটি e ও বাদ যায় না। যেমন: see→seeing, agree→agreeing, flee→fleeing
- এক syllable বিশিষ্ট্য Verb এর শেষে একটি মাত্র consonant ও তার আগে একটি মাত্র vowil থাকলে ing যুক্ত হওয়ার সময় consonant টি দ্বিত্ব বা double হয়। যেমন: bid→bidding, cut→cutting, dig→digging, put→putting, swim→swimming
- কিন্তু শেষে একটির বেশি consonant বা শেষ consonant টির আগে একটির বেশি vowel থাকলে শেষ consonant টি দ্বিত্ব বা double হবে না। যেমন: drink→drinking, stick→sticking, beat→beating, meet→meeting
- একাদিক syllable বিশিষ্ট্য Verb এর শেষে একটি মাত্র consonant ও তার আগে একটি মাত্র vowel থাকলে এবং শেষ syllable এ জোর পড়লে ing যোগ করার সময় শেষ consonant টি দ্বিত্ব বা double হয়। যেমন: begin→beginning, prefer→preferring
- Verb এর শেষে l (L) থাকলে এবং l এর আগে একটি মাত্র vowel থাকলে ing যুক্ত করার সময় l দ্বিত্ব বা double হয়। যেমন: signal→signalling, quarrel→quarrelling
- Verb এর শেষে ie থাকলে ing যুক্ত করার সময় ie এর স্থলে y হয়। যেমন: die→dying, lie→lying, tie→tying
- Verb এর শেষে c থাকলে ing যুক্ত করার সময় c এর স্থলে ck হয়। যেমন: frolic→frolicking, mimic→mimicking