মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ
মানুষের প্রতি মানুষের বিশ্বাস না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাপ যেমন আগুনের মত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, মানুষের প্রতি মানুষের বিশ্বাসহীনতাও তেমনি মানুষের মনে সন্দেহ, জিঘাংসা জাগায়, ধ্বংস ডেকে আনে। তাই যারা প্রকৃতই মানুষ, তাদের প্রতি বিশ্বাস হারানো পাপ প্রায়শ্চিত্ত অনিবার্য।
বিশ্বাসের বলেই সবকিছুই টিকে আছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মানুষের মনোভাব প্রকাশের মত অভ্যন্তরীণ ব্যাপারটি থেকে শুরু করে, সৌন্দর্য, প্রেম-প্রীতি-ভালোবাসা, সুসম্পর্ক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এককথায় সব ধরনের লেন-দেন, আদানপ্রদান সম্পন্ন হয় বিশ্বাসের উপর ভিত্তি করে। নিজের দুঃসময়ে অন্যকে বিশ্বাস করে, পরম আস্থায় মানুষ প্রশান্তি লাভ করে। বিশ্বাসহীনতা থাকলে মানুষ এসব কাজ করতে পারত না। মানুষের প্রতি যখন মানুষের বিশ্বাসহীনতা জাগে তখন কোন সম্পর্কই আর তার সাথে টিকে থাকে না। চরম অবিশ্বাসে চরম তিক্ততা জন্মে। সৃষ্টি হয় দ্বন্দ্ব-সংঘাত, প্রতিহিংসা ও প্রতিশোধ নেওয়ার পালা। পৃথিবীতে আজ পর্যন্ত যত দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ-বিসংবাদ সংঘটিত হয়েছে তার মূল কারণ ছিল মানুষের প্রতি মানুষের অবিশ্বাস। বিশ্বাসহীনতা পরম বন্ধুকেও চরম শত্রু বানায়। মধুর সম্পর্ক বিষাক্ত করে দেয়। সুধাপাত্রে বিষ ঢালে। তাই মানুষের প্রতি যেমন বিশ্বাস হারানো পাপ তেমনি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করাও পাপ। এ দুয়ের পাপাগ্নি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এর হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় মানুষের প্রতি বিশ্বাস বা আস্থা রাখা। এবং বিশ্বাসঘাতকতা না করা।
বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। আর অবিশ্বাস মানুষকে পাপের মত ধ্বংসের মুখে ঠেলে দেয়।