সাধারণ জ্ঞান : মুঘল আমল / মধ্য যুগ

মুঘল আমল 

মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? – সম্রাট বাবর (জহির উদ্দিন মুহাম্মদ) ১৫২৬ সালে।

বাবর কখন ভারত আক্রমণ করেন তখন দিল্লীর শাসক ছিলেন কে? – ইব্রাহিম লোদী।

বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? – ১৫২৬ সালে।

১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়? – আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।

১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ কোন কোন পক্ষ অংশ নেয়? – আহমদ শাহ আবদালী ও মারাঠা শক্তি।

পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কোনটি? – রক্তাক্ত প্রান্তর।

কোন মহাকাব্য পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত হয়েছে? – কায়কোবাদের ‘মহাশ্মশান’।

বাবরের কোন পুত্র দিল্লীর সম্রাট হন? – হুমায়ুন।

হুমায়ুন কার সাথে যুদ্ধে পরাজিত হন? – শেরশাহ।

কে গৌড়ের চমৎকার প্রাসাদ আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দেন ‘জান্নাতাবাদ’? – সম্রাট হুমায়ুন।

কে ‘গ্রান্ড ট্যাংক রোড’ নির্মাণ করেন? – শেরশাহ।

আধুনিক ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে কোন আমলে? – মুঘল আমলে (শেরশাহের সময়)।

ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ প্রচলন করেন কে? – শেরশাহ।

আকবর কত বছর বয়সে দিল্লীর সিংহাসন আরোহন করেন? – ১৩ বছর।

‘দ্বীন-ই-ইলাহি’ ধর্মের ও ‘বাংলা নববর্ষের’ প্রবর্তক কে? – সম্রাট আকবর।

‘জিজিয়া কর’ ও ’তীর্থকর’ কে রহিত করেন? – সম্রাট আকবর।

‘মনসবদারী প্রথা’ কে প্রচলন করেন? – আকবর।

সম্রাট আকবর কত সালে বাংলা বিজয় করেন? – ১৫৫৬ সালে।

সম্রাট আকবরের সভাকবি কে ছিলেন? – আবুল ফজল।

তানসেন কে? – আকবরের রাজসভার গায়ক।

কে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন? – আকবরের রাজস্বমন্ত্রী টোডরমল।

মীর জুমলা কে? – আওরঙ্গজেবের সেনাপতি।

কোন যুদ্ধের ফলে বাংলাদেশে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? – রাজমহলের যুদ্ধে।

রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারী প্রথা প্রবর্তন করেন? – মুর্শিদকুলি খান।

বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন কে? – মুর্শিদকুলি খান।

বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? – শের খান সুর।

চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? – শায়েস্তা খান।

ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেছিলেন? – রাজমহল থেকে (১৬১০)।

লালবাগ কেল্লার গেটের সামনে এক গম্বুজওয়ালা কারুকাজমণ্ডিত স্থাপত্য নিদর্শনটি কী? – পরিবিবির মাজার।

পরিবিবি কে ছিলেন? – নবাব সুবেদার শায়েস্তা খানের কন্যা।

পরিবিবির আসল নাম কী? – ইরান দুখত।

অন্যান্য তথ্য : মধ্য যুগ

কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন? – শামসুদ্দিন ইলিয়াস শাহ।

কোন সুলতানের আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন? – দাউদ কররাণী।

ফখরুদ্দিন মোবারক শাহ কখন সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন? – ১৩৩৮ খ্রিস্টাব্দে।

কুরআনের আদেশ ও উলামাদের উপেক্ষা করে কোন শাসক নিজের মতামতের ভিত্তিতে রাজ্য শাসন করতেন? – আলাউদ্দিন খলজী।

মূল্য নিয়ন্ত্রণ নীতির প্রবক্তা কে? – আলাউদ্দিন খলজী।

চেঙ্গিস খাঁর আসল নাম কী? – তেমুজিন (মঙ্গোলিয়ার অধিবাসী ছিলেন)।

চেঙ্গিস কথার অর্থ কী? – শক্তিশালী।

কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? – ইলতুৎমিশ।

ভারতের কোন বাদশাহকে বাগদাদের খলিফা কর্তৃক স্বীকৃতি ও উপাধি দেয়া হয়? – ইলতুৎমিশকে।

হযরত শাহজালাল (রা) কোন শাসনামলে বাংলায় আসেন? – শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে।

কোন সুলতানের আমলে বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে? – শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে।

বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে? – আলাউদ্দিন হোসেন শাহ (৪৫ বছর রাজত্ব করেন)।

বাংলা ভাষায় প্রথম মহাভারত রচিত হয় কার পৃষ্ঠপোষকতায়? – পরাগন খান ও ছুটি খান।

বাংলার আকবর বলা হতো কাকে? – হোসেন শাহকে।

উত্তর আফ্রিকার (মরক্কো) পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় এসেছিলেন কার আমলে? – মুহম্মদ বিন তুঘলক।

কার শাসনামলে পীর খান জাহান আলী বাগেরহাট অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন? – নাসিরুদ্দিন মাহমুদ।

ঢাকার ধোলাই খাল কে খনন করেন? – সুবেদার ইসলাম খান।

পাঞ্জাবের অমৃত সরে আধুনিক স্বর্ণমন্দির প্রতিষ্ঠা করেন কে? – গুরু অর্জ্জুন।

কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলি খান স্বাধীনভাবে বাংলা শাসন করেন? – আওরঙ্গজেব।

ভারতে কে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করে? – মোহাম্মদ ঘুরী।

মোহাম্মদ ঘুরী ও পৃথ্বিরাজের মধ্যে কোন যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? – তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ।

‘কাশ্মীরের আকবর’ বলা হয় কাকে? – জৈন-উল-আবেদিনকে।

‘বাংলার আকবর’ বলা হয় কাকে? – আলাউদ্দিন হোসেন শাহকে।

শেরশাহ কোন শাসক ছিলেন? – আফগান।

ভারত বর্ষে ‘দাম’ মুদ্রার প্রচলন করেন কে? – শেরশাহ।

রাজপুত নীতির প্রবর্তক কে? – সম্রাট আকবর।

ফতেপুরসিক্রির সঙ্গে কোন মুঘল সম্রাটের নাম জড়িত? – আকবর।

ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল? – আসাম যুদ্ধে।

ওসমানি উদ্যানের সামনে রক্ষিত কামানটি কে ব্যবহার করেন? – মীর জুমলা।

ঢাকা গেইট কে নির্মাণ করেন? – মীর জুমলা।

শাহজাহানের স্ত্রীর নাম কী? – মমতাজ।

তাজমহলের স্থপতি কে ছিলেন? – ওস্তাদ ঈসা সিরাজী।

‘ময়ুর সিংহাসনের’ শিল্পী কে ছিলেন? – শিল্পী বেবাদল খাঁন।

মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? – শিবাজী।

ইতিহাসে ‘পার্বত্য মুষিক’ নামে কে পরিচিত? – শিবাজী।হুমায়ুনের পিতার নাম — বাবর

হুমায়ুন সিংহাসনচ্যুত হয় — ১৭ মে, ১৫৪০ সালে।

হুমায়ুন ও শেরখার মধ্যে কণৌজ যুদ্ধ হয় — ১৫৪০ সালে।

বাংলাকে 'জান্নাতবাদ' বলে ঘোষনা করেন – সম্রাট হুমায়ুন

শের শাহের প্রকৃত নাম — ফরিদ খান। তবে তিনি শের খান নামেও পরিচিত।

শের শাহ তার সাম্রাজ্যকে কতটি সরকার বা ভাগে ভাগ করেন — ৪৭ টি

'কবুলিয়ত' ও 'পাট্টা' প্রথার প্রচলন করেন — শের শাহ

'দাম' নামক মুদ্রার প্রচলন করেন — শের শাহ

'গ্রান্ড–ট্রাঙ্ক' রোড নির্মান করেন — শের শাহ

'গ্রান্ড–ট্রাঙ্ক' রোড অন্য কি নামে পরিচিত — সড়ক–ই–আজম

ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' ব্যবস্থার প্রচলন করেন — শের শাহ

আকবর জন্মগ্রহণ করেন — ১৫ অক্টোবর ১৫৪২ সালে

তার পুরো নাম — আলালউদ্দীন মুহাম্মদ আকবর

আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন — ১৪ বছর

'বিক্রমাদিত্য' উপাধি ছিল — হিমুর

মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন — সম্রাট আকবর

আকবর বাংলা বিজয় করেন — ১৫৭৬ সালে

'মনসবদারী প্রথা' প্রচলন করেন — আকবর

'জিজিয়া কর' ও 'তীর্থ কর' রহিত করেন — সম্রাট আকবর

টোডরমলের নাম সংস্করণের সাথে জড়িত — রাজস্ব

বাংলা সন প্রবর্তন করেন — সম্রাট আকবর

বাংলা সন গণনা কার্যকর করা হয় — ৫ নভেম্বর ১৫৫৬ (হিজরি ১৯৬৩)

আইন–ই–আকবরী গ্রন্থের রচয়িতা — আবুল ফজল

মানসিংহ কে ছিলেন — আকবরের সেনাপতি

কোন সম্রাটের আমলে ইংরেজরা বাংলায় বাণিজ্য করার অনুমতি পায় — জাহাঙ্গীর

নূরজাহান ছিলেন — জাহাঙ্গীরের স্ত্রী

আগ্রার দুর্গ নির্মান করেন — সম্রাট জাহাঙ্গীর

সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম — মেহেরুন্নিসা

শাহজাহানের বাল্যনাম — খুররম

গুজরাট ও দাক্ষিণাত্যে দুর্ভিক্ষ দেখা দেয় — ১৬৩০ সালে

বাংলাদেশকে ভারতের 'শস্য ভান্ডার' বলেছিলেন — বার্ণিয়ার

আগ্রার তাজমহল নির্মাণ করেন — শাহজাহান

তাজমহল অবস্থিত — আগ্রার যমুনা নদীর তীরে

তাজমহলের স্থপতি — ওস্তাদ ঈশা খাঁ

Prince of Builders নামে খ্যাত — শাহজাহান

সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম — ময়ূর সিংহাসন

কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন — পারস্যের সম্রাট নাদির শাহ ( ১৭৩৯ সালে)

কোন যুদ্ধের ফলে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় — রাজমহলের যুদ্ধ

ঢাকার আগে বাংলার রাজধানী ছিল — রাজমহলে

লালবাগ দুর্গ নির্মানের কাজ করেন — শায়েস্তা খান

বাংলায় সুবেদারী শাসন প্রতিষ্ঠিত হয় — বার ভুঁইয়াদের আমলে

ঢাকায় ১ম বাংলার রাজধানী করেন — ইসলাম খান (১৬১০ সালে)

ঢাকার নাম জাহাঙ্গীরনগর করেন — ইসলাম খান

দোলাইখাল নির্মান করেন — ইসলাম খান

বড় কাটরা নির্মান করেন — শাহ সুজা

ঢাকা গেট নির্মান করেন — মীর জুমলা

লালবাগ কেল্লা নির্মান করেন — শায়েস্তা খান

শায়েস্তা খানের আমলে চালের দাম — টাকায় আট মণ

চট্টগ্রাম ও সন্দীপ দখল করেন — শায়েস্তা খান

মুঘল সাম্রাজ্যের পতন হয় — ১৮৫৭ সালে

মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল — (১৬২৬-১৮৫৭) সাল

পানিপথের তৃতীয় যুদ্ধ — ১৭৬১ সালে

মীর জুমলা ছিলেন — সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি

মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন — দ্বিতীয় বাহাদুর শাহ

সিপাহি বিদ্রোহের সাথে স্মৃতিবিজড়িত স্থান — বাহাদুর শাহ পার্ক
Post a Comment (0)
Previous Post Next Post