মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও গ্রন্থ / মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় / বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ


ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধপূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র

চলচ্চিত্র
পরিচালক
সাল
জীবন থেকে নেয়া
জহির রায়হান
১৯৭০
Let Their be Light
জহির রায়হান
১৯৭০

মক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র

চলচ্চিত্র
পরিচালক
সাল
ডেডলাইন বাংলাদেশ
গীতা মেহতা
১৯৭১
Stop Genocide
জহির রায়হান
১৯৭১
Liberation Fighters
আলমগীর কবির
১৯৭১
Innocent Millions
বাবুল চৌধুরী
১৯৭১
A State is Born
জহির রায়হান
১৯৭২
নাইন মান্থস টু ফ্রিডম
এস সুখদেব
১৯৭২
মুক্তির গান (বাংলা)
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
১৯৯৫
মক্তির কথা
ক্যাথরিন মাসুদ
১৯৯৯

চলচ্চিত্র
পরিচালক
সাল
ওরা ১১ জন
চাষী নজরুল ইসলাম
১৯৭২
রক্তাক্ত বাংলা
মমতাজ আলী
১৯৭২
বাঘা বাঙালি
আনন্দ
১৯৭২
অরণোদয়ের অগ্নিসাক্ষী
সুভাষ দত্ত
১৯৭২
আবার তোরা মানুষ হ
খান আতাউর রহমান
১৯৭৩
ধীরে হবে মেঘনা
আলমগীর কবির
১৯৭২
আমার জন্মভূমি
আলমগীর কুমকুম
১৯৭৩
আলোর মিছিল
নারায়ণ ঘোষ মিতা
১৯৭৪
কলমি লতা
শহীদুল হক খান
১৯৭৪
কার হাসি কে হাসে
আনন্দ
১৯৭৪
সংগ্রাম
চাষী নজরুল ইসলাম
১৯৭৪
বাঙালার ২৪ বছর
মোহাম্মদ আলী
১৯৭৪
মেঘের অনেক রঙ
হারুনুর রশিদ
১৯৭৬
রূপালী সৈকত
আলমগীর কবির
১৯৭৯
বাঁধন হারা
এ.জে.মিন্টু
১৯৮১
চিৎকার
মতিন রহমান
১৯৮২
আগুনের পরশমনি
হুমায়ুন আহমেদ
১৯৯৫
হাঙ্গর নদীর গ্রেনেড
চাষী নজরুল ইসলাম
১৯৯৭
এখন অনেক রাত
খান আতাউর রহমান
১৯৯৭
ইতিহাস কন্যা
শামীম আখতার
১৯৯৯

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র

চলচ্চিত্র
পরিচালক
একাত্তরের যীশু, ১৯৯৪
নাসির উদ্দিন ইউসুফ
নদীর নাম মধুমতি, ১৯৯২
তানভীর মোকাম্মেল
হুলিয়া (নির্মলেন্দুগুণের মুলিয়া কবিতা অবলম্বনে), ১৯৮৪
তানভীর মোকাম্মেল
প্রত্যাবর্তন
মোস্তফা কামাল
পতাকা
এনায়েত করিম বাবুল
আগামী, ১৯৮৪
মোরশেদুল ইসলাম
দুরন্ত
খান আখতার হোসেন
একজন মুক্তিযোদ্ধা
দিলদার হোসেন
নীর দংশ
সুমন আহম্মেদ
ধূসর যাত্রা, ১৯৮৯
আবু সায়ীদ
বখাটে
হাসিবুল ইসলাম হাবিব
আমরা তোমাদের ভুলবো না
হারুনুর রশীদ
শরৎ একাত্তর
মোরশেদুল ইসলাম
হরিযকীয়
গোলাম মোস্তফা শিমুল

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ

গ্রন্থের নাম
রচয়িতা
বাংলা ও বাঙালীর কথা
আবুল মোমেন
বাংলাদেশ ও বঙ্গবন্ধু
মোনায়েম সরকার
বাংলাদেশ কথা কয়
আবদুল গাফফার চৌধুরী
বাংলাদেশ আমার বাংলাদেশ
রামেন্দ্র মজুমদার
বাংলাদেশ ও রক্তের ঋণ
এ্যান্থনী মাস কারেনহাস
একাত্তরের রণাঙ্গন
শামসুল হুদা চৌধুরী
একাত্তরের দিনগুলো
জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরি
সুফিয়া কামাল
একাত্তরের যীশু
শাহরিয়ার কবির
একাত্তরের ঢাকা
সেলিনা রহমান
একাত্তরের গেরিলা
জহিরুল ইসলাম
একাত্তর কথা বলে
মনজুর আহমেদ
একাত্তর নিশান
রাবেয়া খাতুন
একাত্তরের সাহিত্য
বশির আল হেলাল
পূর্ব-পশ্চিম
সুনীল গঙ্গোপাধ্যায়
মিলির হাতে স্টেনগান
আখতারুজ্জামান ইলিয়াস
আমি বিজয় দেখেছি
এম. আর. আখতার মুকুল
আমি বীরাঙ্গনা বলছি
নীলিমা ইব্রাহিম
আমরা বাংলাদেশী না বাঙালী
আব্দুল গাফফার চৌধুরী
হৃদয়ে বাংলাদেশ
পান্না কায়সার
আরেক ফাল্গুন
জহির রায়হান
আমার কিছু কথা
শেখ মুজিবুর রহমান
ইতিহাস কথা বলে
সৈয়দ নূর আহমেদ
বিজয় ‘৭১
এম. আর. আখতার মুকুল
জন্ম যদি হয় বঙ্গে
শওকত ওসমান
ফেরারী সূর্য
রাবেয়া খাতুন
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
মেজর জলিল
একাত্তরের কথামালা
বেগম নূর জাহান
একাত্তরের বর্ণমালা
এম আর আখতার মুকুল
একাত্তরের বিজয় গাঁথা
মেজর রফিকুল ইসলাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
গাজীউল হক
কালো পঁচিশের আগে ও পরে
আবুল আসাদ
ঢাকার কথা
মুনতাসির মামুন
দ্য রেইপ অব বাংলাদেশ
রবীন্দ্রনাথ ত্রিবেদী
দ্য লিবারেশন অব বাংলাদেশ
মেজর সুখওয়ান্ত সিং
বাতাসে বারুদ রক্ত উল্লাস
জুবাইদা গুলসান আরা
মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন
হাসান হাফিজুর রহমান
মুক্তিযুদ্ধ ও তারপর
ড. আনিসুজ্জামান
যুদ্ধে যুদ্ধে একাত্তরের নয় মাস
আবুল হাশেম চৌধুরী
বুকের ভেতর আগুন
জাহানারা খাতুন
রাইফেল রুটি আওরাত
আনোয়ার পাশা
জাহান্নাম হতে বিদায়
শওকত ওসমান
যুদ্ধে যাবার সময়
মঞ্জু সরকার
অবরুদ্ধ নয় মাস
আতাউর রহমান খান
মুক্তিযুদ্ধের চেতনা
আব্দুল নুর
দুই সৈনিক
শওকত ওসমান
নিষিদ্ধ লোবান
সৈয়দ শামসুল হক
মুক্তিযুদ্ধের ইতিহাস
মেজর রফিকুল ইসলাম
নির্বাসন
হুমায়ুন আহমেদ
লক্ষ্য প্রাণের বিনিময়ে
মেজর রফিকুল ইসলাম
আমার একাত্তর
আনিসুজ্জামান
স্মৃতি শহর
শামসুর রহমান
বিধ্বস্ত রোদের ঢেউ
সরদার জয়েন উদ্দিন
মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র
আমজাদ হোসেন
হাঙ্গর নদী গ্রেনেড
সেলিনা হোসেন
উপমহাদেশ
আল মাহমুদ
মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী
মেজর রফিকুল ইসলাম
একাত্তরের চিঠি
সংকলন গ্রন্থ
দুইশত ছিষট্টি দিনের স্বাধীনতা
মোহাম্মদ নুরুল কাদির
বাঙ্গালি হত্যা এবং পাকিস্তানের ভাঙন
মাসুদুল হক
আমার জীবন কথা ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম
এ আর মল্লিক
Making of a Nation Bangladesh
নুরুল ইসলাম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়? – ২৩ অক্টোবর ২০০১।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা কী কী? – বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার ট্রাস্ট (BFFWT), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (JAMUKA).

বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম কী? – মুক্তিবার্তা।

মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কী? – বিজয় কেতন।

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? – ভারত।

ভারত কোন তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? – ৬ ডিসেম্বর, ১৯৭১ সাল।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? – ভূটান।

ভুটান কোন তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? – ৭ ডিসেম্বর, ১৯৭১ সাল।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? – ইরাক।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? – মালয়েশিয়া (যদিও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া একই দিনে স্বীকৃতি দেয়)। (N.B. মুসলিম রাষ্ট্র হিসেবে প্রথম সেনেগার বাংলাদেশকে স্বীকৃতি দেয়।)

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কেনটি? – সেনেগাল।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি? – পোল্যান্ড। (মতান্তরে বুলগেরিয়া)।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? – পোল্যান্ড। (১২ জানুয়ারি ১৯৭২)।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ কোনটি? – কানাডা (১৪ ফেব্রুয়ারি ১৯৭২)।

দেশ
স্বীকৃতির তারিখ
ভারত
৬ ডিসেম্বর ১৯৭১
ভুটান
৭ ডিসেম্বর ১৯৭১
যুক্তরাজ্য, পশ্চিম জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরাইল
৪ ফেব্রুয়ারি ১৯৭২
জাপান
১০ ফেব্রুয়ারি ১৯৭২
ফ্রান্স ও কানাডা
১৪ ফেব্রুয়ারি ১৯৭২
যুক্তরাষ্ট্র
৪ এপ্রিল ১৯৭২
পাকিস্তান
১৫ আগস্ট ১৯৭৫
সৌদি আরব, সুদান
১৬ আগস্ট ১৯৭৫
চীন
৩১ আগস্ট ১৯৭৫

Post a Comment (0)
Previous Post Next Post