ইতিহাস : আধুনিক যুগ (১৭৬৬-১৯৪৭)
উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর কে? – লর্ড ক্লাইভ
সতীদাহ প্রথা বিলোপ করেন কে? – বেন্টিঙ্ক।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কাদের আগমন ঘটে? – পর্তুগিজ।
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন – রাজা রামমোহন রায়।
ইলা মিত্র অংশগ্রহণ করেন – তেভাগা আন্দোলনে।
চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তত হয়? – ১৭৯৩ সালে।
বাংলায় ইউরোপী বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? – পর্তুগীজ।
চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? – লর্ড কর্নওয়ালিস।
ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।
বঙ্গবঙ্গ কোন সনে রদ করা হয়? – ১৯১১ সালে।
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সনে? – ১৮৫৮ সালে।
কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্র পথে ভারত আগমন করেন? – ভাস্কো-দা-গামা
কোন সালে ছিয়াত্তরের মন্বন্তর ঘটে? – বাংলা ১১৭৬ সালে।
বঙ্গভঙ্গের বছর কোনটি? – ১৯০৫ সাল।
বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে? – হাজী শরিয়তউল্লাহ।
ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন? – র্যাডক্লিফ কমিশন।
উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেছিল কারা? – ফরাসিরা।
ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ (উত্তমাশা অন্তরীপ হয়ে) আবিষ্কৃত হয় কত সালে? – ১৪৮৭ সালে।
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারত বর্ষে আসার পথ আবিষ্কার করেন কে? – বার্থোলোমিউ দিয়াজ।
পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আগমন করেন কত সালে? – ১৪৯৮ সালে।
ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতবর্ষে আগম করেন? – পর্তুগীজ।
ভারতবর্ষে আগমনকারী প্রথম ইউরোপীয় ‘পর্তুগীজ’ কত সালে বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করেন? – ১৫১৬ সালে। (১৫১০ সালে যদিও পর্তুগীজরা ঝটিকা সফরে সমুদ্রপথে ভারতবর্ষে এসেছিল)।
পর্তুগীজরা বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? – চট্টগ্রামে।
পর্তুগীজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আগমন করেন? – ওলন্দাজরা/ডাচরা (১৬০২ সালে)।
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় তাদের বাণিজ্য কুঠির স্থাপন করেছিল? – চেন্নাই ও পশ্চিম বাংলায়।
কত সালে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়? – ১৬০০ সালে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাণিজ্যের জন্য বাংলায় আসেন? – ১৯০৮ সালে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল কারা? – ইংরেজরা।
ইংরেজরা বাংলার কোন স্থানে প্রথম কুঠি স্থাপনের অনুমতি লাভ করে? – সুরাটে (১৬০৮ সালে)।
ইংরেজরা সুরাটে কুঠির নির্মাণের জন্য কোন মুঘল সম্রাটের অনুমতি লাভ করে? – জাহাঙ্গীরের।
দিনেমার (ডেনমার্ক) কত সালে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন? – ১৬১৬ সালে।
কত সালে দিনেমার’রা ইংরেজদের নিকট সকল বাণিজ্য কুঠি বিক্রি করে চলে যায়? – ১৬৪৫ সালে।
ইউরোপীয় বনিকদের মধ্যে ফরাসীরা কত সালে বাংলায় আগমন করেন? – ১৬৬৮ সালে।
বাংলার প্রথম স্বাধীন নবাব কে? – মুর্শিদকুলি খাঁ।
বাংলার শেষ স্বাধীন নবাব কে? – নবাব সিরাজউদ্দৌলা।
কোন সালে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খাঁ সিংহাসন আরোহন করেন? – ১৭১৭ সালে।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসন আরোহণ করেন কবে? – ১৭৫৬ সালে।
কত সালে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন? – ২০ জুন ১৭৫৬ সালে।
বর্গী নামে পরিচিত কারা? – মারাঠারা।
কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? – ১৭৫৭ সালের ২৩ জুন।
পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদৌলার সেনাপতি ছিল কে? – বিশ্বাসঘাতক মীর জাফর।
১৭৬৪ সালে ‘বক্সারের যুদ্ধ’ কোন পক্ষদ্বয়ের মধ্যে সংঘটিত হয়? – ইংরেজ ও মীর কাসিম।
বাংলার প্রথম ইংরেজ গভর্নর কে ছিলেন? – লর্ড ক্লাইভ।
পলাশীর যুদ্ধের উপর ভিত্তি করে ‘পলাশীর যুদ্ধ’ গ্রন্থটি কার লেখা? – নবীনচন্দ্র সেন।
অন্ধকূপ হত্যার পরিকল্পনাকারী কে? – হলওয়েল।
‘অন্ধকূপ হত্যা’ কী? – হলওয়েল কর্তৃক সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার।
‘অন্ধকুপ হত্যা’ সংঘটিত হয় কত সালে? – ১৭৫৬ সালে।
কলকাতার নাম পরিবর্তন করে সিরাজউদ্দৌলা কী রাখেন? – আলিনগর (১৭৫৬ সালে)।