সাধারণ জ্ঞান : মৌলিক অর্থনীতি

মৌলিক অর্থনীতি
অর্থশাস্ত্রের জনক কে? – এ্যাডাম স্মিথ।

উদ্বৃত্ত মূল্য তত্ত্ব’টি কার? – কার্ল মার্কস।

বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়? – মূল্য সংযোজন কর।

বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে মোট জনসংখ্যার – ৩১.৫% (২০১৩)।

মুদ্রার অবমূল্যায়নের মুখ্য উদ্দেশ্য কী? – রপ্তানি বৃদ্ধি করা।

বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধানতম উৎস – কর।

অর্থনীতির জনক কে? – এ্যাডাম স্মিথ।

এ্যাডাম স্মিথ অর্থনীতিকে কী রূপে গণ্য করেছেন? – সম্পদের বিজ্ঞান।

আধুনিক অর্থনীতিবিদদের অন্যতম কে? – এল. রবিন্স।

নয়া ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদদের অন্যতম কে? – আলফ্রেড মার্শাল।

১৭৭৬ সালে প্রকাশিত অর্থনীতির প্রথম প্রামাণ্য গ্রন্থ “The Wealth of Nations” গ্রন্থটির রচয়িতা কে? – এ্যাডাম স্মিথ।

অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? – গ্রীসে।

অর্থনীতি মূলত কী ধরনের বিজ্ঞান? – সামাজিক বিজ্ঞান।

‘Principle of Economics’ গ্রন্থটির রচয়িতা কে? – মার্শাল।

অর্থনীতিতে ‘পরিবার পরিচালনার বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন কে? – এরিস্টটল।

‘Global Hero’ বলা হয় কাকে? – ড. মুহম্মদ ইউনূসকে।

অমর্ত্য সেন কোন বিষয়ের উপর গবেষণা করে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? – দারিদ্র্য ও দুর্ভিক্ষ।

GDP কী? – Gross Domestic Product বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।

GNP কী? – Gross National Product বা মোট জাতীয় উৎপাদন।

কত সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়? – ১৯৯১ সালে।

কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেছেন? – এ্যাডাম স্মিথ।

কোন বিপ্লব ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পথ সুগম করে? – ফরাসি বিপ্লব (১৭৮৯)।

কার নেতৃত্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? – লেলিন (রাশিয়ায় ১৯১৭ সালে)।

উৎপাদনের উপকরণ কয়টি? – ৪টি।

আলফ্রেড মার্শাল কাকে ‘Captain of the Industry’ বলে অভিহিত করেছেন? – সংগঠককে/উদ্যোক্তাকে।

দ্রব্যের দাম কমলে – চাহিদা বাড়ে।

দ্রব্যের দাম বাড়লে – চাহিদা কমে।

কোন দ্রব্যের দাম বাড়লে – যোগান বাড়ে।

কোনো দ্রব্যের দাম কমলে – যোগান কমে।

বাংলাদেশ কোন ধরনের দেশ? – উন্নয়নশীল।

কোনটি সামাজিক অবকাঠামো? – শিক্ষা।

কোনটি অর্থনৈতিক অবকাঠামো? – সেতু নির্মাণ।

অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়? – ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ।

ডুয়োপলি (Duopoly) কী? – যে বাজারে বিক্রেতা মাত্র দু’জন কিন্তু ক্রেতা অসংখ্য।

একজন বিক্রেতার বাজারকে কী বলে? – মনোপসনি।

ব্যবসায়ের অতি প্রাচীনরূপ কোনটি? – এক মালিকানা কারবার।

কোন দেশে সর্বপ্রথম যৌথ মূলধনী কারবারের সূত্রপাত ঘটে? – ইংল্যান্ডে।

কোনটি ‘স্পেকুলেশন’ বা ‘ফটকা’ বাজার? – শেয়ার বাজার।

শেয়ার বাজারের সূত্রপাত ঘটায় কারা? – ব্রিটিশরা (১৮৬২ সালে)।

পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প কোনটি? – কৃষি।

কোনটি কৃষি ঋণের প্রতিষ্ঠানিক উৎস? – বাংলাদেশ কৃষি ব্যাংক।

রিকার্ডোর খাজনা তত্ত্বটি কিসের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়? – মার্শালের জনসংখ্যা তত্ত্ব।

শ্রমিকদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে কী বলে? – শ্রমিক সংঘ (Trade Union)।

কোনটি প্রত্যক্ষ কর? – আয় কর (Income Tex)।

কোনটি পরোক্ষ কর? – মূল্য সংযোজন কর (VAT)।

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে কী বলে? – আবগারি শুল্ক।

‘বাজেট’ শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? – ১৭৩৩ সালে।

যে বাজেটে আয়-ব্যয় সমান হয় তাকে কী বলে? – সুষম বাজেট।

বাংলাদেশের বাজেট মূলত – ঘাটতি বাজেট।

অর্থের মূল্য কী? – অর্থের ক্রয়ক্ষমতা।

বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কী? – অর্থের যোগান বৃদ্ধি।

পৃথিবীতে কত সালে মহামন্দা দেখা দেয়? – ১৯৩৩ সালে।

কোনটিকে ‘নিকাশ ঘর’ ‘Clearing House) বলা হয়? – কেন্দ্রীয় ব্যাংক।

‘বীমা’ ব্যবসার শুরু হয় কোথায়? – ইতালিতে।

প্রথম জীবন বীমার প্রচলন হয় কোথায়? – ইংল্যান্ডে (১৮৯৬ সালে)।

ডাম্পিং কী? – ইচ্ছাকৃতভাবে কোন দেশের শিল্প কাঠামো ধ্বংস করার জন্য সে দেশে অতি স্বল্প দামে পণ্য দ্রব্য রপ্তানি করা।

‘ওয়েজ আর্নারস স্কীম’ – বাংলাদেশে কত সালে চালু হয়? – ১৯৭৫ সালে।

EPZ এর পূর্ণ অর্থ কী? – Export Processing Zone.

ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুসারে জনসংখ্যা বাড়ে কী হারে? – জ্যামিতিক হারে।

প্রথম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার নীল নকশা করে কোন দেশ? – সোভিয়েত ইউনিয়ন (১৯২৮ সালে)।

বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ কোনটি? – ইয়ংওয়ান (দক্ষিণ কোরিয়া)।

অর্থনীতি বিষয়ক বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
ত্ত্ব
প্রবক্তা / জনক
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
কার্ল মার্কস ও এসেলস
ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব
আলফ্রেড মার্শাল
নিম খাজনা
আলফ্রেড মার্শাল
অর্থের পরিমাণ তত্ত্ব
আরভিং ফিশার
জনসংখ্যার জৈবিক ও সামাজিক তত্ত্ব
টমাস রবার্ট ম্যালথাস
লেইসে ফেয়ার নীতি
এ্যাডাম স্মিথ
New Deal Policy
রুজভেল্ট
সামাজিক চয়ন তত্ত্ব
অমর্ত্য সেন
মজুরি তহবিল তত্ত্ব
জন স্টুয়ার্ট মিল
ক্ষুদ্র ঋণ তত্ত্ব
ড. মুহাম্মদ ইউনূস
সমষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি
র‌্যাগনার ফ্রেশ
খাজনা তত্ত্ব
ডেভিড রিকার্ডো
স্বাভাবিক মুনাফা
আলফ্রেড মার্শাল
তুলনামূলক খরচ তত্ত্ব
ডেভিড রিকার্ডো
কাম্য জনসংখ্যা তত্ত্ব
ডালটন
দারিদ্র্যের দুষ্টচক্র
নার্কস
অভাব সাম্যের তত্ত্ব
হ্যান্স সিংগার
উদ্বৃত্ত মূল্য তত্ত্ব (Surplus Value)
কার্ল মার্কস
শ্রম বিভাগ তত্ত্ব
এ্যাডাম স্মিথ
সুদের নগদ পছন্দ তত্ত্ব
লর্ড কীনস
Post a Comment (0)
Previous Post Next Post