মৌলিক অর্থনীতি
অর্থশাস্ত্রের জনক কে? – এ্যাডাম স্মিথ। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব’টি কার? – কার্ল মার্কস।
বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়? – মূল্য সংযোজন কর।
বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে মোট জনসংখ্যার – ৩১.৫% (২০১৩)।
মুদ্রার অবমূল্যায়নের মুখ্য উদ্দেশ্য কী? – রপ্তানি বৃদ্ধি করা।
বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধানতম উৎস – কর।
অর্থনীতির জনক কে? – এ্যাডাম স্মিথ।
এ্যাডাম স্মিথ অর্থনীতিকে কী রূপে গণ্য করেছেন? – সম্পদের বিজ্ঞান।
আধুনিক অর্থনীতিবিদদের অন্যতম কে? – এল. রবিন্স।
নয়া ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদদের অন্যতম কে? – আলফ্রেড মার্শাল।
১৭৭৬ সালে প্রকাশিত অর্থনীতির প্রথম প্রামাণ্য গ্রন্থ “The Wealth of Nations” গ্রন্থটির রচয়িতা কে? – এ্যাডাম স্মিথ।
অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? – গ্রীসে।
অর্থনীতি মূলত কী ধরনের বিজ্ঞান? – সামাজিক বিজ্ঞান।
‘Principle of Economics’ গ্রন্থটির রচয়িতা কে? – মার্শাল।
অর্থনীতিতে ‘পরিবার পরিচালনার বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন কে? – এরিস্টটল।
‘Global Hero’ বলা হয় কাকে? – ড. মুহম্মদ ইউনূসকে।
অমর্ত্য সেন কোন বিষয়ের উপর গবেষণা করে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? – দারিদ্র্য ও দুর্ভিক্ষ।
GDP কী? – Gross Domestic Product বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।
GNP কী? – Gross National Product বা মোট জাতীয় উৎপাদন।
কত সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়? – ১৯৯১ সালে।
কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেছেন? – এ্যাডাম স্মিথ।
কোন বিপ্লব ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পথ সুগম করে? – ফরাসি বিপ্লব (১৭৮৯)।
কার নেতৃত্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? – লেলিন (রাশিয়ায় ১৯১৭ সালে)।
উৎপাদনের উপকরণ কয়টি? – ৪টি।
আলফ্রেড মার্শাল কাকে ‘Captain of the Industry’ বলে অভিহিত করেছেন? – সংগঠককে/উদ্যোক্তাকে।
দ্রব্যের দাম কমলে – চাহিদা বাড়ে।
দ্রব্যের দাম বাড়লে – চাহিদা কমে।
কোন দ্রব্যের দাম বাড়লে – যোগান বাড়ে।
কোনো দ্রব্যের দাম কমলে – যোগান কমে।
বাংলাদেশ কোন ধরনের দেশ? – উন্নয়নশীল।
কোনটি সামাজিক অবকাঠামো? – শিক্ষা।
কোনটি অর্থনৈতিক অবকাঠামো? – সেতু নির্মাণ।
অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়? – ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ।
ডুয়োপলি (Duopoly) কী? – যে বাজারে বিক্রেতা মাত্র দু’জন কিন্তু ক্রেতা অসংখ্য।
একজন বিক্রেতার বাজারকে কী বলে? – মনোপসনি।
ব্যবসায়ের অতি প্রাচীনরূপ কোনটি? – এক মালিকানা কারবার।
কোন দেশে সর্বপ্রথম যৌথ মূলধনী কারবারের সূত্রপাত ঘটে? – ইংল্যান্ডে।
কোনটি ‘স্পেকুলেশন’ বা ‘ফটকা’ বাজার? – শেয়ার বাজার।
শেয়ার বাজারের সূত্রপাত ঘটায় কারা? – ব্রিটিশরা (১৮৬২ সালে)।
পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প কোনটি? – কৃষি।
কোনটি কৃষি ঋণের প্রতিষ্ঠানিক উৎস? – বাংলাদেশ কৃষি ব্যাংক।
রিকার্ডোর খাজনা তত্ত্বটি কিসের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়? – মার্শালের জনসংখ্যা তত্ত্ব।
শ্রমিকদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে কী বলে? – শ্রমিক সংঘ (Trade Union)।
কোনটি প্রত্যক্ষ কর? – আয় কর (Income Tex)।
কোনটি পরোক্ষ কর? – মূল্য সংযোজন কর (VAT)।
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে কী বলে? – আবগারি শুল্ক।
‘বাজেট’ শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? – ১৭৩৩ সালে।
যে বাজেটে আয়-ব্যয় সমান হয় তাকে কী বলে? – সুষম বাজেট।
বাংলাদেশের বাজেট মূলত – ঘাটতি বাজেট।
অর্থের মূল্য কী? – অর্থের ক্রয়ক্ষমতা।
বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কী? – অর্থের যোগান বৃদ্ধি।
পৃথিবীতে কত সালে মহামন্দা দেখা দেয়? – ১৯৩৩ সালে।
কোনটিকে ‘নিকাশ ঘর’ ‘Clearing House) বলা হয়? – কেন্দ্রীয় ব্যাংক।
‘বীমা’ ব্যবসার শুরু হয় কোথায়? – ইতালিতে।
প্রথম জীবন বীমার প্রচলন হয় কোথায়? – ইংল্যান্ডে (১৮৯৬ সালে)।
ডাম্পিং কী? – ইচ্ছাকৃতভাবে কোন দেশের শিল্প কাঠামো ধ্বংস করার জন্য সে দেশে অতি স্বল্প দামে পণ্য দ্রব্য রপ্তানি করা।
‘ওয়েজ আর্নারস স্কীম’ – বাংলাদেশে কত সালে চালু হয়? – ১৯৭৫ সালে।
EPZ এর পূর্ণ অর্থ কী? – Export Processing Zone.
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুসারে জনসংখ্যা বাড়ে কী হারে? – জ্যামিতিক হারে।
প্রথম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার নীল নকশা করে কোন দেশ? – সোভিয়েত ইউনিয়ন (১৯২৮ সালে)।
বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ কোনটি? – ইয়ংওয়ান (দক্ষিণ কোরিয়া)।
অর্থনীতি বিষয়ক বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
তত্ত্ব
|
প্রবক্তা / জনক
|
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
|
কার্ল মার্কস ও এসেলস
|
ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব
|
আলফ্রেড মার্শাল
|
নিম খাজনা
|
আলফ্রেড মার্শাল
|
অর্থের পরিমাণ তত্ত্ব
|
আরভিং ফিশার
|
জনসংখ্যার জৈবিক ও সামাজিক
তত্ত্ব
|
টমাস রবার্ট ম্যালথাস
|
লেইসে ফেয়ার নীতি
|
এ্যাডাম স্মিথ
|
New Deal Policy
|
রুজভেল্ট
|
সামাজিক চয়ন তত্ত্ব
|
অমর্ত্য সেন
|
মজুরি তহবিল তত্ত্ব
|
জন স্টুয়ার্ট মিল
|
ক্ষুদ্র ঋণ তত্ত্ব
|
ড. মুহাম্মদ ইউনূস
|
সমষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি
|
র্যাগনার ফ্রেশ
|
খাজনা তত্ত্ব
|
ডেভিড রিকার্ডো
|
স্বাভাবিক মুনাফা
|
আলফ্রেড মার্শাল
|
তুলনামূলক খরচ তত্ত্ব
|
ডেভিড রিকার্ডো
|
কাম্য জনসংখ্যা তত্ত্ব
|
ডালটন
|
দারিদ্র্যের দুষ্টচক্র
|
নার্কস
|
অভাব সাম্যের তত্ত্ব
|
হ্যান্স সিংগার
|
উদ্বৃত্ত মূল্য তত্ত্ব
(Surplus Value)
|
কার্ল মার্কস
|
শ্রম বিভাগ তত্ত্ব
|
এ্যাডাম স্মিথ
|
সুদের নগদ পছন্দ তত্ত্ব
|
লর্ড কীনস
|