সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ
সুশীল সমাজ (Civil Society)
সামাজিক ব্যবস্থায় সমাজের অন্তর্ভূক্ত কতকগুলো বিষয় হলো : ব্যক্তিগত ক্ষেত্র, স্বেচ্ছাসেবক সংগঠন, সমাজকল্যাণমুখী সংগঠন, পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন, সম্প্রদায়ভিত্তিক সংগঠন, বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী, বিবিধ সাংস্কৃতিক সংগঠন, মিডিয়া বা গণমাধ্যম, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group)
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমমনোভাব এবং স্বার্থের বিত্তিতেই পরস্পরের সাথে আবদ্ধ হন। এরা এমন এক সংগঠিত গোষ্ঠী যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক নেতৃবৃন্দদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।
চাপ সৃষ্টিকারীগোষ্ঠী গঠিত হয সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন, স্বার্থ আদায় বা স্বার্থরক্ষার জন্য বহুমুখী, ব্যাপক সামাজিক বা জাতীয় স্বার্থের ভিত্তিতে।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজকে নির্দল বা অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত সামাজিক গোষ্ঠী। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই।
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য
- সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
- রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা প্রকাশ্য।
- রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না।
সুশীল সমাজ ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ভূমিকা
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর প্রভাব বিস্তার করে।
- উদারনৈতিক গণতন্ত্র সরকার ব্যবস্থায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো ভূমিকা অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উদ্দেশ্য অনুসারে কয়েক ধরনের হতে পারে।
- উন্নয়নমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।
- ব্রিটেনে পশুপাখির স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারিবারিক স্বার্থ রক্ষা ছাড়াও প্রভৃত্তি বিষয় নিয়ে কাজ করার জন্যে বিভিন্ন ধরনের চাপসৃষ্টিকারী গোষ্ঠী গড়ে উঠেছে।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য যে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করা।
- সরকারী কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায় সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
- অশিক্ষিত মানুষের রাজনৈতিক জ্ঞান পিপাসা নিবৃত হয় সভা-সমিতির মাধ্যমে।
- জনমত গঠনের প্রভাবশালী বাহন সংবাদপত্র।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে।
- সুশীল সমাজ (সিভিল সোসাইটি) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী গণতান্ত্রিক সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়।
- গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র জনমত।