সাধারণ জ্ঞান : মেগাসিটি ও মেটাসিটি / জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট / বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র

মেগাসিটি ও মেটাসিটি

মেগাসিটি ও মেটাসিটি কাকে বলে? – এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে সাধারণভাবে মেগাসিটি ও ২ কোটি বা ২০ মিলিয়নের অধিক হলে সেটিকে মেটাসিটি বলে। 

জাতিসংঘ তথ্য মতে বর্তমানে বিশ্বে মেগাসিটি কতটি? – ২১টি। [www.citypopulation.de; এর তথ্য মতে ২৮টি]

বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় কবে? – ১৯৮০ সালে।

জাতিসংঘ তথ্য মতে বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? – নবম। [www.citypopulation.de মতে ১৭ তম]

বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি ও মেটাসিটি কোনটি? – টোকিও, জাপান।

বিশ্বের মেটাসিটি কয়টি? – ৩টা। টোকিও, নয়াদিল্লী ও সাওপাওলো।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

কত সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপিত হয়? – জুলাই, ১৯৯৭ সালে।

কত সালে এ প্রতিষ্ঠানে একটি গবেষণা ইউনিট পুল চালু হয়? – ১৯৭৯ সালে।

কত সাল থেকে এ প্রতিষ্ঠানটি মাতৃ ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনার কর্মসূচির মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আংশিক দায়িত্ব নেয়? – ১৯৮৩ সাল থেকে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (NIPORT) সদর দফতর কোথায় অবস্থিত? – আজিমপুর, ঢাকা।

NIPORT কী? – জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র

বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র কতটি? – ৩টি। (২টি কিশোর, ১টি কিশোরী) [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন]

জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? – টঙ্গী, গাজীপুর; অপরটি পুলেরহাট, যশোর।

একমাত্র জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? – কোনাবাড়ী, গাজীপুর (উদ্বোধন ১০ ডিসেম্বর ২০০২)।

বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত? – ৭-১৬ বছর

জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৮ সালে (টঙ্গী)।

জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রের পূর্ব নাম কী? – কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্র।

1 Comments

Post a Comment
Previous Post Next Post