সাধারণ জ্ঞান : বাংলাদেশে আদমশুমারি / পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট ২০১১

বাংলাদেশে আদমশুমারি

আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা? – বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? – ১৯৭৪ সালে।

অবিভক্ত বাংলায় প্রথম কখন আদমশুমারি শুরু হয়? – ১৮৭২ সালে।

বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? – ১৮৭২ সালে।

আদমশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়? – ১০ বছর।

বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? – ২০১১ সালে।

স্বাধীন বাংলাদেশে আদমশুমারি

কততম
সাল
জনসংখ্যা (জন)
বৃদ্ধির হার%
প্রথম
১৯৭৪
৭,১৪,৭৯,০০০
-
দ্বিতীয়
১৯৮১
৮,৭১,২০,০০০
২.৩২
তৃতীয়
১৯৯১
১০,৬৩,১৫,০০০
২.০১
চতুর্থ
২০০১
১২,৪৩,৫৫,০০০
১.৫৮
পঞ্চম
২০১১
১৫,২৫,১৮,০১৫
১.৩৭


পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট ২০১১

পঞ্চম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? – ১৫-১৯ মার্চ ২০১১।

পঞ্চম আদমশুমারি ২০১১ এর চুড়ান্ত রিপোর্ট কবে প্রকাশ করা হয়? – ১৬ জুলাই ২০১২।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? – ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পুরুষের সংখ্যা কত? – ৭,৬৩,৫০,৫১৮ জন।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মহিলার সংখ্যা কত? – ৭,৬১,৬৭,৪৯৭ জন।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? – ১.৩৭%। (২০০১ সালে ছিল ১.৫৮%)

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) কত? – ১০১৫ জন।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের অনুপাত কত? – ১০০:১০০.৩।

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে? – সিলেট বিভাগে।

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে? – ঢাকা বিভাগে (প্রতি বর্গকিলোমিটারে ১৫০২ জন)

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন বিভাগে? – বরিশাল বিভাগে (প্রতি কিলোমিটারে ৬১৩ জন)।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জেলা হিসাবে জনসংখ্যার ঘনত্ব বেশি কোন জেলায়? – ঢাকা জেলা (প্রতি বর্গকিলোমিটারে ৮২২৯ জন)।

পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জেলা হিসাবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? – বান্দরবান (প্রতি বর্গকিলোমিটারে ৮৭ জন)।

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী গৃহের সংখ্যা কত? – ১ কোটি ৮ লাখ ২ হাজার ১০০।

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে পরিবার/খানার সংখ্যা কত? – ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন।

পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী দেশে পরিবারের গড় সদস্য সংখ্যা কত? – ৪.৪ জন।

পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা সর্বাধিক কোন জেলায়? – ঢাকা (১,২০,৪৩,৯৭৭ জন)।

পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা কম কোন জেলায়? – বান্দরবান (৩,৮৮,৩৩৫ জন)।
Post a Comment (0)
Previous Post Next Post