সাধারণ জ্ঞান : অর্থ ব্যবস্থা

অর্থ ব্যবস্থা
মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয়? – ১৯৯১ সালে।

GNI-এর পূর্ণরূপ কী? – Gross National Income.

VAT কী? – Value Added Tax বা মূল্য সংযোজন কর (মূসক)।

সর্বশেষ অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী কে ঢাকায় আসেন? – অমত্য সেন (২০১২)।

বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি কীরূপ? – মিশ্র প্রকৃতির।

মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়? – সরকারি (রাষ্ট্রায়ত্ত) এবং বেসরকারি (ব্যক্তি মালিকানা) খাতের সমন্বয়ে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা।

বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি প্রচলিত রয়েছে? – মুক্তবাজার অর্থনীতি (১৯৯১ সালে চালু হয়)।

বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার প্রধান কারণ কী কী? – মূলধনের অভাব, প্রযুক্তির অভাব, কর্মদক্ষতার অভাব ইত্যাদি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর ইংরেজি নাম কী? – Banking and Financial Division.

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কবে গঠন করা হয়? – ৭ জানুয়ারি ২০১০।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর পূর্ব নাম কী? – External Resources Division. (১৯৯০ সালে ERD নামকরণ করা হয়)।

বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? – বৈদেশিক সাহায্য।

বাংলাদেশের জাতীয় আয়ের সিংহ ভাগ আসে কোন খাত হতে? – কৃষি খাত হতে।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাপকাঠি কী? – প্রকৃত মাথাপিছু আয়।

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কী ভাবে প্রতিষ্ঠা করা হয়? – ১৯৭২ সালের ৭৬নং প্রেসিডেন্টস অর্ডারের মাধ্যমে।

জাতীয় রাজস্ব বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনে? – অর্থ মন্ত্রণালয়ের অধীন।

বাংলাদেশের রাজস্বের প্রধান উৎস কোনটি? – কর।

জাতয়ি অর্থনীতি কাউন্সিলের চেয়ারম্যান কে? – প্রধানমন্ত্রী।

বাংলাদেশে রেশনিং ব্যবস্থা বন্ধ করা হয় কবে? – ১৯৮৬ সালে।

GNI-এর পূর্ণরূপ কী? – Gross National Income.

বাংলাদেশের সবচেয়ে কম লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কোন জেলায়? – কুষ্টিয়া জেলায়।

বাংলাদেশের সবচেয়ে বেশি লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কোন জেলায়? – ময়মনসিংহ জেলায়।

অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কতটি ও কী কী? – ৪টি। যথা : ১. অর্থ বিভাগ, ২. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রতিষ্ঠা কবে? – ২১ এপ্রিল ১৯৭৯।

সিজিএ (Office of the Controller General of Accounts-CGA) কবে করা হয়? – ১৯৮৫ সালে।

কত সালে কাস্টমস, এক্সসাইজ এবং ভ্যাট অ্যাপিলিয়েট ট্রাইবুনাল গঠিত হয়? – ১৯৯৫ সালে। অর্থ আইন ১৯৯৫ এর আওতায় এটি গঠিত হয়।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) কবে প্রতিষ্ঠিত হয়? – ১ অক্টোবর ১৯৭৬ সালে।

প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোন কর? – আয়কর।

VGD-এর পূর্ণরূপ কী? – Vulnerable Group Development

VGF-এর পূর্ণরূপ কী? – Vulnerable Group Feeding

কাবিটা কী? – কাজর বিনিময়ে টাকা।

কাবিখা কী? – কাজের বিনিময়ে খাদ্য।

OMS-এর পূর্ণরূপ কী? – Open Market Sale.

TR-এর পূর্ণরূপ কী? – Test Relief.

VAT-এর পূর্ণরূপ কী? – Valu Added Tax বা মূল্য সংযোজন কর (মূসক)।

মূসক-এর পূর্ণরূপ কী? – মূল্য সংযোজন কর (VAT)

VAT চালু হয় কত সালে? – ১ জুলাই ১৯৯১।

VAT কী ধরনের কর? – পরোক্ষ কর।

GDP কী? – Gross Domestic Production বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।

GNP-এর পূর্ণরূপ কী? – Gross National Production (মোট জাতীয় উৎপাদন)।

নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মতে বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় কী? – অর্থনৈতিক ও সামাজিক সমতা।

অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী কে ঢাকায় আসেন? – অমত্য সেন (২০১২)।

বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের বর্তমান নাম কী? – ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস।

বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর আবাসিক মিশন কোথায় অবস্থিত? – বাংলাদেশ ব্যাংক ভবন, মতিঝিল, ঢাকা।

বাংলাদেশে অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংক এর আবাসিক মিশন কোথায় অবস্থিত? – শেরেবাংলা নগর, ঢাকা।

বাংলাদেশকে কত সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা হয়েছে? – ২০২০ সালের মধ্যে।

একটা দেশের দারিদ্র্যসীমা নিরূপণ করা যায় কীভাবে? – স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান দিয়ে।

প্রাচীন বাংলার অর্থনীতি বিষয়ক গ্রন্থ কোনটি? – চাণক্য বা কৌটিল্য রচিত ‘অর্থশাস্ত্র’।

বাংলাদেশে সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে? – ৩১ মার্চ-৩১ মে ২০১৩ সালে।

চট্টগ্রামকে কবে দেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়? – ২৮ সেপ্টেম্বর, ১৯৯৪।
Post a Comment (0)
Previous Post Next Post