সফ্টওয়্যারের ধারণা
সফ্টওয়্যার হচ্ছে হর্ডওয়্যারগুলোর – প্রাণ।
প্রোগ্রাম হল কতকগুলো – নির্দেশমালা।
কম্পিউটারের নিজস্ব বুদ্ধির পরিমাণ কত? – নেই।
অপারেটিং সিস্টেম
কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে – অপারেটিং সিস্টেম।
অপারেটিং সিস্টেমের কাজ করার পদ্ধতি
সুইচ অন করার সাথে সাথে কম্পিউটার কী দেখে? – র্যাম স্পেস।
কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম কী পরীক্ষা করে নেয়? – র্যাম স্পেস।
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফ্টওয়্যার থাকে তাকে কী বলে? – স্টার্টআপ ডিস্ক।
Start-up Disk-এ কী থাকে? – System Software.
অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে – সেতু রচনা করে।
কোনটি অপারেটিং সিস্টেমের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ? – ব্যবস্থাপনা।
কোনটি হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? – অপারেটিং সিস্টেম।
অপারেটিং সিস্টেমের গঠন
কোনটি নিয়ন্ত্রণ অংশের সংশ্লিষ্ট প্রোগ্রাম? – সুপারভাইজর প্রোগ্রাম।
সেবামূলক প্রোগ্রামের অংশ কয়টি? / সেবামূলক প্রোগ্রামকে কয়ভাগে ভাগ করা যায়? – দুটি।
সেবামূলক প্রোগ্রামের দুইটি অংশ রয়েছে, প্রক্রিয়াকরণ প্রোগ্রাম এবং – উপযোগ প্রোগ্রাম।
অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে বলা হয় - / অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল - / আধুনিক সিস্টেম সফ্টওয়্যারের নিউক্লিয়াস কোনটি? – কারনেল।
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি? – উইন্ডোজ।
কোনটির উপর ভিত্তি করে সিস্টেম সফ্টওয়্যার গড়ে উঠে? – কারনেল।
কোন বিষয়টি কম্পিউটার বুঝতে পারে? – নিজস্ব ভাষা।
কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে – মেশিন ভাষা।
কম্পিউটারের কয়েকটি অপারেটিং সিস্টেম হল – উইন্ডোজ, এ্যাটলাস, ইউনিক্স।
কম্পিউটারের জন্য অপরিহার্য সফ্টওয়্যার – অপারেটিং সিস্টেম।
টাইম শেয়ারিং সফ্টওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? – লোকাল এরিয়া নেটওয়ার্ক।
কোন কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেম পরিচালনা করাহয়? – বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক।
টাইম শেয়ারিং, রিসোর্স শেয়ারিং ও ক্লায়েন্ট সার্ভার – সিস্টেম সফ্টওয়্যার।
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) পদ্ধতির জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি? – টাইম শেয়ারিং।
সার্ভারের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে বলা হয় – টার্মিনাল।
ডাম্ব টার্মিনাল থাকে কোন অপারেটিং সিস্টেমে? – টাইম শেয়ারিং।
সময়ের কোন এককে টাইম শেয়ারিং-এর কাজ হয়? – মিলি সেকেন্ড।
টাইম শেয়ারিং এবং রিসোর্স শেয়ারিং পদ্ধতি দুটির সীমাবদ্ধতা দূর করার জন্য কী তৈরি করা হয়েছে? – ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক।
কোন্ নেটওয়ার্ক ওয়ার্ক স্টেশন সাভারের ক্লায়েন্ট? – ক্লায়েন্ট সার্ভার।
সার্ভারের ক্লায়েন্ট কাকে বলা হয়? – ওয়ার্ক স্টেশনকে।
ক্লায়েন্ট সার্ভার – এক ধরনের অপারেটিং সিস্টেম।
রিয়েল টাইম (Real Time)-এর অর্থ কী? – তাৎক্ষণিক।
কোনটি সিস্টেম সফ্টওয়্যারের অন্তর্ভুক্ত নয়? – প্যাকেজ প্রোগ্রাম।
এ্যাপ্লিকেশন সফ্টওয়্যারের প্রকারভেদ
কম্পিউটারে ব্যবহারিক কর্মসূচির প্রচলন হয়? – ষাটের দশকে।
বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও বিশ্লষণের জন্য নিচের কোন্ প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি ব্যবহার করা হয়? – ফোরট্রন।
ALGOL কী? – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
প্রশ্নোত্তরমূলক কাজের জন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হত? – বেসিক (BASIC)।
কোন কাজকে সংক্ষিপ্তভাবে একটি কমান্ডের মাধ্যমে বারবার করার জন্য ব্যবহৃত হয় – ম্যাক্রো কমান্ড।
প্যাকেজ সফ্টওয়্যার
MS-Word কী ধরনের সফ্টওয়্যার? – প্যাকেজ প্রোগ্রাম।
পার্সোনাল কম্পিউটারের প্রথম জনপ্রিয় ওয়ার্ড-প্রসেসিং প্রোগ্রামের নাম কী? / পিসির প্রথম জনপ্রিয় ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রাম – Word Star.
নিচের কোনটি Word Processor Software নয়? – Word Count.
Word Processing Program-এ ফাইল সংরক্ষণ করার জন্য কোন মেনু প্রয়োজন? – File Menu.
স্প্রেডসিট হচ্ছে – হিসাব-নিকাশের প্রোগ্রাম।
কোন্ একটি সংখ্যার পরিবর্তনে সম্পর্কযুক্ত হিসাব আপনা আপনিই পরিবর্তিত হয় – স্প্রেডসিট প্রোগ্রামে।
পৃথিবীর ১ম স্প্রেডসিট প্রোগ্রাম কোনটি? – ভিসিক্যাল্ক।
লোটাস ১-২-৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়? – DOS.
মেকিনটোশ কম্পিউটার পস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী? – এ্যাপল কোম্পানি।
মাইক্রোসফ্ট করপোরেশন এক্সেল প্রোগ্রামটি প্রথম তৈরি করে কোন কম্পিউটারের জন্য? – মেকিনটোশ।
মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত স্প্রেডসিট প্রোগ্রাম হল – এক্সেল।
স্প্রেডসিট প্রোগ্রাম কোনটি? – এক্সেল।
ডাটাবেজ হচ্ছে – তথ্য ব্যবস্থাপনার প্রোগ্রাম।
আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ ইত্যাদি কার্যে বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? – ডাটাবেস প্রোগ্রাম।
ফক্স-প্রো একটি – ডাটাবেজ প্রোগ্রাম।
ফাইল মেকার প্রো কোন্ ধরনের প্রোগ্রাম – ডাটাবেজ।
ফোর্থ ডাইমেনশন (4D) হচ্ছে – ডাটাবেজ প্রোগ্রাম।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি? – ফাইলমেকার প্রো।
কাস্টমাইজড সফ্টওয়্যার
অপারেটিং সিস্টেমের বিবর্তন ও বিভিন্ন অপারেটিং সিস্টেমের উদাহরণ
এক হাজার কার্ড পাঠ করতে কার্ড রিডারের সময় লাগে – ১ মিনিট।
এ্যাটলাস
এ্যাটলাস অপারেটিং সিস্টেমে প্রধান অংশ হচ্ছে – ডিভাইস ড্রাইভার।
এ্যাটলাস অপারেটিং সিস্টেমে প্রধান স্মৃতি হিসাবে ব্যবহৃত হত – ড্রাম।
ম্যাক ওএস
১ম কোন অপারেটিং সিস্টেমে ননটেক্সট-এ ইমেজ প্রদর্শন শুরু হয়? – ম্যাক ওমস।
মাইক্রোসফ্ট ওয়ার্ড হল – ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি? – ম্যাক ওএস।
MAC OS কোন কম্পিউটারে চলে – মেকিনটোশ।
উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম
উইন্ডোজ ৯৮ কোন ধরনের সফ্টওয়্যার? – অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ
উইন্ডোজ হল – অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়? – ১৯৮৫ সালে।
উইন্ডোজ ৯৫/৯৮ এমই
উইন্ডোজ-৯৫-এর সর্বশেষ সংস্করণ কোনটি? – উইন্ডোজ এমই।
উইন্ডোজ-৯৫ একটি – একটি ৩২ বিট অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটি কত বিটের? / উইন্ডোজ-৯৫ একটি ---- বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম। - ৩২।
উইন্ডোজ এনটি/২০০০
Windows-NT একটি – ৩২ বিটের অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ এনটি ৫.০ কী নামে পরিচিত? – উইন্ডোজ ২০০০।
ইউনিক্স ও লিনাক্স
মাল্টিটাস্কিং এবং মাল্টিইউজার এপ্লিকেশন এর জন্য উপযোগী অপারেটিং সিস্টেম কোনটি? – UNIX
ডস এবং ইউনিক্স হলো – বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
লিনাক্স অপারেটিং সিস্টেম কোন দেশের যুবক উন্নয়ন করেন? – ফিনল্যান্ড।
বিই ওএস
কোন সালে বিই ওএস (Be-OS) প্রতিষ্ঠিত হয়? – ১৯৯২।
সিপি/এম
ক্লোন হচ্ছে – আইবিএম পিসি’র নকল।
CP/M কী? – অপারেটিং সিস্টেম।
CP/M কী? – অপারেটিং সিস্টেম।
এমএস-ডস
DOS তৈরি করেন কে? – বিল গেটস।
এমএস-ডস কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে? – ১৯৮১ সাল থেকে।
ওএস/২
ও এস/২ কত বাইট পর্যন্ত কাজ করতে পারে? – ১৬ মেগাবাইট র্যাম।
এ আই এক্স ইউনিক্স অপারেটিং সিস্টেম
এআইএক্স কি? – অপারেটিং সিস্টেম।
পাওয়ার ওপেন
পাওয়ার ওপেন হচ্ছে – একটি অপারেটিং সিস্টেমের নাম।
চিত্রভিত্তিক এবং বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
নিচের কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম? – উইন্ডোজ (Windows)
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের ব্যবহার
ফটোশপ হচ্ছে – ছবি সম্পাদনার প্রোগ্রাম।
ছবি সম্পাদনার একটি আধুনিক ব্যবহারিক কর্মসূচি কোনটি? – ফটোশপ।
CAD এর পূর্ণরূপ কী? – Computer Aided Design.
নীচের কোনটি ডিজাইন সফ্টওয়্যার? – CAD.
ক্যাড তৈরি হয়েছিল ----- কম্পিউটারের জন্য। - মেইনফ্রেম।
ষাটের দশকে ক্যাড কর্মসূচিটি বা প্রোগ্রাম তৈরি হয়েছিল কোন ধরনের কম্পিউটারের জন্য? – মেইনফ্রেম কম্পিউটার।
রেখা লাইনের সাহায্যে নক্স বা ডিজাইনের কাজ করার জন্য কোনটি ব্যবহার হয়? – CAD.
নিচের কোনটি Design সফ্টওয়্যার? – CAD.
পার্সোনাল কম্পিউটারে ব্যবহারের জন্য কোনটি জনপ্রিয় ক্যাড? / সবচেয়ে জনপ্রিয় ক্যাড কোনটি? – অটো ক্যাড।
নক্স বা ডিজাইনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে? – অটোক্যাড।
তর্জনী আঙ্গুলের সাহায্যে মাউসের বোতাম চাপ দিয়ে ছেড়ে দেওয়াকে বলে – ক্লিক করা।
মাউসের বিকল্প যন্ত্র কী? – টাচ্ স্ত্রীন।
মাউস পয়েন্টারটি কোথায় আইবিএম-এ রূপান্তরিত হয়? / কোন জায়গায় মাউজ পয়েন্টারের রূপ পরিবর্তিত হয়? – লেখালেখির ভিতরে।
কোন অপারেটিং সিস্টেমে মাউসে ক্লিক ও ডাবল ক্লিক অতি প্রয়োজনীয় বিষয়? – চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে।
৩৭৫ – লেখালেখির মধ্যে এলে মাউজ পয়েন্টারটি ---- এ রূপান্তরিত হয়। - আইবিম।
ক্যাপস লক (Caps Lock) কী জন্য ব্যবহার হয়? – বড় হাতের লেখার জন্য।
কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? – File.
কিসে অসংখ্য কমান্ড ও অপশন থাকে? – ডায়ালগ বক্সে।
প্রায় সব ডায়ালগ বক্সে কোন বাটনগুলো থাকে? – OK, Close
OK এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? – ডায়ালগ বক্সে।
সব ডায়ালগ বক্সে কোন বোতাম থাকে না? – Apply.
খোলা উইন্ডোর নাম দেখা যায় কোনটিতে? – টাইটেলবার।
ডেক্সটপের একেবারে উপরের অংশে যে বার থাকে তাকে বলে – টাইটেল বার।
ডেক্সটপে টাইটেলবার কোথায় থাকে? – উপরে।
File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? – মেনু বারে।
ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয় – মেনুবার।
কোনটি ভিন্ন ধরনের? – ফ্লপি ডিক্স।
হরাইজন্টাল ও ভার্টিক্যাল স্ক্রোলবার কোনটির প্রধান বৈশিষ্ট্য – উইন্ডো।
মেনু বারের নিচে আনুভূমিক অপর যে বারটি রয়েছে এর নাম -------। - টুল বার।
সফ্টওয়্যার কপিরাইট আইন এবং প্রয়োজনীয়তা
বাংলাদেশে কপিরাইট আইন সংশোধিত হয় কত সালে? – ২০০৫।
onk onk upokrito holam tnq for this web -- ❤❤❤
ReplyDelete