সাধারণ জ্ঞান : সংখ্যা পদ্ধতি ও কম্পিউটার লজিক

সংখ্যা পদ্ধতি

সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে - সংখ্যা পদ্ধতি।

সংখ্যা নির্বাচনের পদ্ধতিকে বলা হয় - সংখ্যা পদ্ধতি।

প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করত - হাতের আঙুলের সাহায্যে।

প্রাচীন কালের মানুষ গণনার জন্য ব্যবহার করত - ২ ধরনের পদ্ধতি।

ছোট সংখ্যার জন্য ব্যাবিলনীয়রা ব্যবহার করত - ১০-ভিত্তিক সংখ্যা।

প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো? - ১০ ভিত্তিক।

আরবরা গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন - ভারতীয়দের কাছ থেকে।

আরবরা ৫০০ খ্রি: সংখ্যা পদ্ধতি আয়ত্ব করেছিল - ভারতীয়দের কাছ থেকে।

ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে - ৫০০ খ্রিষ্টাব্দে।

কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেন? - আল খোয়ারিজমি।

বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি? - ০ এবং ১।

কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? / কোন সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয় না? - দশমিক।

কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? - দশমিক।

দশমিক পদ্ধতি

সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হল - অঙ্ক।

দশমিক পদ্ধতিতে ৭ এর মান অক্টালে কত হয়? -

দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে - ১০টি।

১০ এর ঘাত (Power) শূন্য হলে (১০°) এর মান কোনটি? -

পূর্ণ সংখ্যাকে বলা হয় - Integer.

দশমিকের চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে বলা হয় - পূর্ণ সংখ্যা।

কোনটি পূর্ণ সংখ্যা? -

বাইনারি সংখ্যা পদ্ধতিতে গণনা

বাইনারি সংখ্যা পদ্ধতিতে অংক থাকে কয়টি? / বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনটি? / বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টি প্রতীক চিহ্নের উপর ভিত্তি করে গঠিত? -

বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হল - ০ এবং ১

দশমিক পদ্ধতিতে ২ লেখার জন্য বাইনারিতে লিখতে হবে - ১০

বিদ্যুৎ প্রবাহ ২ ভোল্ট দিয়ে নির্দেশ করে - ১ বিট।

বাইনারি সংখ্যা ১১-এর পরের সংখ্যাটি - ১০০

কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় - বাইনারি পদ্ধতিতে।

কম্পিউটারে ব্যবহৃত হয় কোন সংখ্যা পদ্ধতি? / কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? - বাইনারি।

০ এবং ১ এ অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? / বাইনারি পদ্ধতিতে ‘০’ এবং ‘১’ কে কি বলা হয়? - বিট।

বিট কি ধরনের একক? - মৌলিক।

বাইনারি (১১১০১) = দশমিক সংখ্যা কত? = ২৯

কোনটি মৌলিক একক? - বিট

১১০০ সংখ্যাটিতে কয়টি বিট আছে? - ৪টি।

(১০০) -এর দশমিক মান কত? -

বাইনারি (১০০০) = দশমিক সংখ্যা কত? =

দশমিক পদ্ধতির ‘২’ লিখতে হলে বাইনারিতে লিখতে হবে - ১০

বাইনারি সংখ্যা ১০.০১ থেকে ১.১ বিয়োগ করলে কত হবে? - ০.১১

(১১০১) কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হয়? - (১৩)১০

বাইনারি ১১১ এর দশমিক মান কোনটি? / বাইনারি সংখ্যা ১১১-এর দশভিত্তিক মান কত? - ৭

বাইনারি ১০১-এর দশমিক মান কোনটি? - ৫

দশমিক সংখ্যা ২২ এর বাইনারি সংখ্যা কত? - ১০১১০

দশমিক সংখ্যা ১২ এর বাইনারি মান কত? - ১১০০

বাইনারি ১০০০০০১-এর মান দশমিকে - ৬৫

১১.১২২ + ১.১ = কত? = ১০১.০১২

দশমিক থেকে বাইনারিতে রূপান্তর

দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি ২ দিয়ে বার বার -------- করতে হয়। - ভাগ করতে হয়।
(১০)১০এর বাইনারী মান কত? - ১০১০০

(১.৭৫)১০= ? - (১.১১)

(১.২৫)১০ বাইনারীতে রূপান্তর করলে কত হবে? - (১.০১)

দশমিক সংখ্যা ১২ এর বাইনারি মান কত? - ১১০০

ভগ্নাংশযুক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর

দশমিক ভগ্নাংশ (০.৭৫)১০ এর বাইনারি ভগ্নাংশ কত হবে? - (০.১১)

০.৫০ কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়? - (০.১)
২ এর-ঘাত ৮ (২)-এর দশমিক মান হচ্ছে - ২৫৬

বাইনারি গণিত

বাইনারিতে ১+১=০, হতে থাকে - ১

বাইনারি গুণের ক্ষেত্রে গুণক সংখ্যাদ্বয় ১ হলে গুণফল হবে -

বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কি করে? - যোগ করে।

কম্পিউটারকে যোগ করার নির্দেশ দেওয়ার জন্য বাইনারি পদ্ধতিতে কি টাইপ করতে হয়? - ১০০০১০১

বাইনারি পূরক

বাইনারি পদ্ধতিতে ১-এর বাইনারি পূরক -

১০১১০০১ এর বাইনারী পূরক সংখ্যা কত? - ০১০০১১০

১০১১-এর বাইনারি পূরক কোনটি? - ০১০০

অকটাল বা অষ্টমিক পদ্ধতি

অকটাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অংক ব্যবহার করা হয়? / অকটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? -

অকটাল পদ্ধতিতে ৮ এর পরের সংখ্যা কত? - ১০

অকটাল পদ্ধতিকে বাংলায় বলা হয় - অষ্টমিক

(৬৪)১০-এর অকটাল মান কত? - ১০০

বাইনারি ১০১০-এর অক্টাল মান কোনটি? - ১২

হেক্সাডেসিমাল পদ্ধতি

কতটি চিহ্ন বা প্রতীক নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত? - ১৬টি।

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? / কয়টি অঙ্ক দিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়? - ১৬

১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? - ছয়টি।

১২৮ সংখ্যাটি একটি --- সংখ্যা নয়। - হেক্সাডেসিমাল।

দশমিক পদ্ধতির ১০ লিখতে হেক্সাডেসিমাল পদ্ধতিতে লিখতে হবে - A

হেক্সাডেসিমেল পদ্ধতিতে ৯ এর পরের সংখ্যা কত? - A

১০২A৮ সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? - হেক্সাডেসিমাল।

FD কোন ধরনের সংখ্যা? - হেক্সাডেসিমেল।

দশভিত্তিক সংখ্যা ১৪ এর হেক্সাডেসিমাল মান হল - E

হেক্সাডেসিমাল পদ্ধতির F এর মান অকটাল পদ্ধতিতে কত হবে - (১৭)

বাইনারি ১১১১ এর হেক্সাডেসিমাল মান কত? - F

হেক্সাডেসিমাল সংখ্যা ৩D এর সমতুল্য বাইনারি মান কত? - ১১১১০১

(৭৭৮) কে হেক্সাডেসিমালে পরিণত করলে কোনটি হবে? - ১FE

(১৬)১০ কে হেক্সাডেসিমালে প্রকাশ করলে কোনটি হবে? - ১০

হেক্সাডেসিমাল পদ্ধতির F এর মান অকটাল পদ্ধতিতে হবে - ১৭

হেক্সাডেসিমেল 9EF এর পরবর্তী সংখ্যা কত? - ১০০০

আসকি

ইংরেজি ভাষার জন্য যে সংকেতমালা ব্যবহার করা হয় তাকে কী বলে? - আসকি কোড।

আসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা কত? - ২৫৬টি।

আসকি (ASCII) কোডে মূল ইংরেজি ভাষার জন্য মোট কোডের সংখ্যা কয়টি? / আসকিতে কতটি সংকেত মূল ইংরেজি ভাষার জন্য রয়েছে? / আসকি কোডে মূল ইংরেজি ভাষার জন্য মোট কোডের সংখ্যা হচ্ছে - ২১৮

ASCII তে - সংকেতের মধ্যে মূল ইংরেজি ভাষার জন্য রয়েছে ---- সংকেত। - ২৫৬টি।

৮টি বিট নিয়ে গঠিত কোনটি? - আসকি কোড।

ইউনিকোড

চীনা ভাষায় কয়টি বর্ণ রয়েছে? - ৮৫ হাজার।

ইউনিকোডে কনসোর্টিয়াম পৃথিবীর সকল ভাষার জন্য মোট কতটি কোডের ব্যবস্থা করে? / ইউনিকোডে মোট কোডের সংখ্যা - ৬৫৫৩৬

ইউনিকোডের সর্বশেষ ভার্সন কোনটি? - ৩.০

বিট

বাইনারি অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে - বিট।

১০০ সংখ্যাটিতে কয়টি বিট আছে? - ৪টি।

বাইট

এক বাইটে কত বিট থাকে? / সাধারণত কয়টি বিট দিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়? - ৮টি।

৮টি বিট দিয়ে গঠিত অক্ষর বা শব্দকে বলে - বাইট

সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে কি বলে? - বাইট।

বিসিডি (BCD)

বিসিডি কোড কয়টি বিট দিয়ে তৈরি হয়? / বিসিডি কোড গঠিত হয় -

৯১-এর BCD কোড হল - ১০০১০০০১

ইবিসিডিআইসি (EBCDIC)

৮টি বিট নিয়ে গঠিত কোনটি? - EBCDIC কোড

কত বিট দিয়ে EBCDIC গঠিত? - ৮টি

বুলিয়ান এ্যালজাবরা

কত সালে জর্জবুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন? - ১৮৫৪

জর্জবুল কত সালে বুলিয়ান এ্যালজাবরার উদ্ভাবন করেন? - ১৮৫৪ সালে।

বুলিয়ান এ্যালজাবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে? - ২টি।

মৌলিক লজিক গেট কত প্রকার? / কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল সিস্টেমে মোট কয় ধরনের লজিক গেট ব্যবহার হয়? -

কম্পিউটারে কয় ধরনের মৌলিক লজিক গেট ব্যবহৃত হয়? / মৌলিক গেট কয়টি? - তিন ধরনের।

নিচের কোনটি মৌলিক গেট নয়? - নর

কোনটি ভিজ্যুয়াল বেসিকে লজিক্যাল অপারেটর নয়? - Equal

OR, AND এবং NOT এই তিনটিকে কি গেইট বলা হয়? - মৌলিক গেইট।

কোনটি সার্বজনীন গেইট? - NAND

কোনটি মৌলিক লজিক গেইট নয়? - NOR গেইট।

তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে কয়টি যৌগিক গেইট তৈরি করা যায়? - ৪টি।

যৌগিক গেইট কোনটি? - এক্স-অর।

যৌগিক গেইট কোনটি? - NAND গেইট।

যৌক্তিক যোগ ১+১ = কত? =

সত্যক সারণি

যে টেবিলে বিভিন্ন ইনপুটের ভিত্তিতে আউটপুট দেখানো হয় তাকে কি বলে? - সত্যক সারণি।

যুক্তি বর্তনীতে কয়টি আউটপুট থকে? - তিনটি।

অর গেইট

ইনপুট দুটি A ও B এবং আউটপুট X ধরলে অরগেটের আউটপুট হবে - X=A+B

অর গেইটে যেকোন একটি ইনপুট ১ হলে আউটপুট হবে -

একটি OR গেইটের দুটি ইনপুট যথাক্রমে ‘১’ ও ‘০’ হলে আউটপুট কোনটি হবে? -

উপরের নকশাটি কোন লজিক গেইটের? - অর গেইটের।

এ্যান্ড গেইট

 
উপরের প্রতীকটি কোন লজিক গেইটের? - এ্যান্ড গেইটের

এ্যান্ড গেইট-এ দুটি ইনপুট ০ ও ১ হলে আউটপুট কত? -

এ্যান্ড (AND) গেইটের দুটি ইনপুট এক এবং একের জন্য আউটপুট কি হবে? -

নট গেইট

নট গেইটের ইনপুট কয়টি থাকে? - ১টি।

শুধুমাত্র একটি ইনপুট ও একটি আউটপুট থাকে - NOT গেইটে।

নর গেইট

নর গেইট (NOR Gate) তৈরি হয় কীভাবে? - অর এবং নট গেইটের সমন্বয়ে।

A→0 ⎯ X = Ā, নকশাটি কোন লজিক গেইটের? - নট গেইটের।

NOR Gate এর আউটপুট কোনটির আউটপুট-এর বিপরীত? - OR

ন্যান্ড গেইট

এ্যান্ড গেইট ও নট গেটের সমন্বিত গেইটকে কি বলে? - ন্যান্ড গেইট।

NAND Gate এর আউটপুট কোন গেইটের বিপরীত হয়? - AND

এক্সঅর গেইট

XOR গেইটের দুইটি ইনপুট 1 হলে আউটপুট হবে - 0

এক্সনর গেইট

সাধারণত দুটি বিট একই কি না তা তুলনা করার কাজে ব্যবহৃত হয় - XNOR Gate

কোন্ ধরনের গেটে দুটি ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটি ভিন্ন মানের জন্য আউটপুট ০ হয়? - এক্সনর গেইটে।

এক্স অর গেইট এর সাথে কোন গেটের সমন্বয়ে এক্সনর গেইট গঠিত? - নট।

বুলিয়ান এ্যালজাবরা ও সরলীকরণ

কোন্ ধরনের গেইটে দুটি ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটি ভিন্ন মানের জন্য আউটপুট ০ হয়? - এক্সনর গেইটে।

কে বুলিয়ান এ্যালজাবরার মাধ্যমে সরলীকরণ করলে কি হবে? - 

Post a Comment (0)
Previous Post Next Post