সাধারণ জ্ঞান : ডাটাবেজ

ডাটাবেজ

কম্পিউটারকে জন্ম থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে – ডাটাবেজ।

ডাটাবেজ সফ্টওয়্যার নিচের কোনটি? – মাইক্রোসফ্ট এক্সেস।

ডাটাবেজ অর্থ হল – তথ্যবিন্যাস।

Datum শব্দের বহুবচন কোনটি? – Data

Data(ডাটা) শব্দটি কোন শব্দের বহুবচন? – Datum

কম্পিউটারকে কোন কাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? – ডাটাবেজ।

কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে? – নির্দেশ অনুযায়ী।

কম্পিউটারের সনাতন প্রয়োগ হল – ডাটাবেজ।

কোনটি কম্পিউটারের কাঁচামাল? – তথ্য।

কম্পিউটারের ভাষায় তথ্য কী? – কাঁচামাল।

রিলেশনাল ডাটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা – দুটি।

ডট প্রম্পট পরিবেশ থেকে মেনু চালিত পরিবেশে যাওয়ার জন্য টাইপ করতে হয় – CHANGE 8

কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একককে বলে – উপাত্ত।

RDBMS-এর পূর্ণরূপ নিচের কোনটি? – Relational Database Management System

টেবিল হচ্ছে ডাটাবেজের – প্রাণ।

কোনটি অবটেক্ট? – টেবিল, রেকর্ড, ফিল্ড।

রেকর্ড হল কিছু ----- এর সমষ্টি। –  ফিল্ড।

কম্পিউটারের নিকট প্রতিটি তথ্যই একেকটি – রেকর্ড।

নিচের কোনটি ছাড়া ডাটাবেজ সক্রিয় হয় না? – ফিল্ড।

ডাটাবেজের ফাইল তৈরি হয় – রেকর্ডের সমন্বয়ে।

একটি রেকর্ডে থাকতে পারে অনেকগুলো - / একটি রেকর্ডে অনেকগুলো কী থাকে? – ফিল্ড।

New Record কমান্ড থাকে – Edit মেনুতে।

কম্পিউটারের নিকট প্রত্যেকটি তথ্যই একেকটি ---- হিসেবে পরিচিত। - রেকর্ড।

ডাটাবেজে রেকর্ড এর অংশগুলিকে কী বলে? – ফিল্ড।

ডাটাবেজে ফিল্ডের সমষ্টিকে বলা হয় - / কতকগুলো ফিল্ড নিয়ে গঠিত হয় / ডাটাবেজে সবকয়টি ফিল্ড মিলিয়ে যেসব তথ্য থাকে তাকে কী বলে – রেকর্ড।

ডাটাবেজে কিসের সমষ্টিকে রেকর্ড বলে? – ফিল্ড।

একটি রেকর্ডের ডাটা যদি হয় মহিউদ্দিন এবং ফিল্ডের নাম হয় নাম, তবে ফিল্ডের ধরন কী? – বর্ণ।

কী-বোর্ডের HOME বোতামে চাপ দিলে কার্সর রেকর্ডের – প্রথম অক্ষরে যায়।

ডাটাবেজের নির্দিষ্ট সংখ্যক রেকর্ড অবলোকনের পর আবার সবগুলো রেকর্ড দেখার পরিবেশে ফিরে যাওয়ার জন্য – Find All কমান্ড দিতে হয়।

একটি ডাটাবেজে থাকে কয়েকটি – records.

কতকগুলি রেকর্ড নিয়ে গঠিত হয়? – একটি ডাটাবেজ।

ডাটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হল – ফিল্ড।

তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয় – ডাটাবেজ প্রোগ্রাম।

কোনটি বর্ণভিত্তিক ফিল্ডের উদাহরণ? – নাম।

কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম? / GUI ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি? – File Maker Pro

ফাইল মেকার প্রো প্রোগ্রামে ডাটাবেজকে কলাম আকারে বিন্যস্ত করতে হয়? – এডিট মেনুর ফরমেট কমান্ড দিতে হয়।

ফিল্ডের নাম --- গ্রাম, ডাটা ---- রাণীপুর, ফিল্ডির ধরন কী হবে? – বর্ণ।

ডাটাবেজ প্রোগ্রামে সর্টিং-এর মাধ্যমে কী করা হয়? – তথ্য বাছাই করা হয়।

সম্পাদনার কাজ করার জন্য ডাটাবেজকে কোন পরিবেশে উপস্থাপন করতে হয়? – ব্রাউজ।

সাধারণ ডাটাবেজে কয়টি ফাইল থাকে? – ১টি।

ডাটাবেজের ফিল্ড প্রকৃতপক্ষে কিসের বৈশিষ্ট্য নির্দেশ করে? – ডাটা।

পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে বলা হয় – সম্পর্কযুক্ত ডাটাবেজ।

ব্যক্তির নাম মালেক এবং পেশা হল চাকরি। তাহলে মালেক হবে – Entity.

কোন একটি এনটিটির এ্যাট্রিবিউটসমূহের সমষ্টিকে বলা হয় - / কতগুলো ফিল্ডের সম্মিলিত তথ্যকে কী বলে? – রেকর্ড।

ডাটাবেজ ফাইলের এক্সটেনশন কোনটি? – DBF.

অক্ষর বা সংখ্যা অনুসারে সাজানো রেকর্ড – Sort.

অনেকগুলো এক ধরনের কাজের ফাইল রাখার আঁধারকে কি বলা হয়? – ডাইরেক্টরি।

বয়স লিখার ফিল্ডের ধরণ কোনটি? – Number.

প্রিন্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি? – Ctrl+P

ডাটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়? – ডাটাবেজ বিভিন্নভাবে সাজানো।

কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একককে কি বলে? – ডাটা।

ডাটাবেজের ------ ব্যবহারই হচ্ছে ডাটাবেজ ব্যবস্থাপনার কাজ? – বহুমুখী।

কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম? – ফক্সপ্রো।

ওরাকল (Oracle) কী? – ডাটাবেজ ব্যবস্থাপনা সফ্টওয়্যার।

মাইনফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাটাবেজ ব্যবস্থাপনা সফ্টওয়্যার বা প্রোগ্রাম কোনটি? / মেইনফ্রেম কম্পিউটারে জনপ্রিয় ডাটাবেজ প্রোগ্রাম কোনটি? – ওরাকল।

ORACALE প্রকৃতপক্ষে কোন কম্পিউটারের জন্য ডাটাবেজ প্রোগ্রাম? – মেইন ফ্রেম।

ওরাকল একটি – ডাটাবেজ প্রোগ্রাম।

আই বি এম পার্সোনাল কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম হচ্ছে – ডিবেজ।

ডিবেজ একটি – ডাটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম।

আই বি এম পার্সোনাল কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম হচ্ছে – ডিবেজ।

ডিবেজ ৩ + হচ্ছে – মেনু ও ডট মোড চালিত প্রোগ্রাম।

------ একটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় ডাটাবেজ। - dBase

ডাটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম ডিবেজের চতুর্থ সংরস্করণ হচ্ছে – dBase IV

ফক্সবেজের সর্বশেষ সংস্করণ কোনটি? – ফক্স প্রো।

কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়? – Excel

ফক্সপ্রো একটি – Foxpro কোন ধরনের প্রোগ্রাম? – ডাটাবেজ প্রোগ্রাম।

ফক্সপ্রো’র সর্বশেষ ভার্সন কোনটি? – ভিজ্যুয়াল ফক্সপ্রো।

কোনটি ডাটাবেজ ব্যবস্থাপনা প্রোগ্রাম নয়? – Lotus.

নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম? – Foxpro

নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়? – র‌্যাটপ্রো।

ডাটাবেজ ব্যবস্থাপনা সফ্টওয়্যার কোনটি? – ফাইল মেকার প্রো।

মাইক্রোকম্পিউটারের আদর্শ ডাটাবেজ সফ্টওয়্যার হচ্ছে – এক্সেস।

কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়? – FORTRAN.

মাইক্রোসফ্ট একসেস ওপেন করার পর সংলাপ ঘরটিতে পাওয়া যাবে – তিনটি রেডিও বাটন ও একটি লিস্ট বক্স।

এক্সেলের একটি স্প্রেডশিটের সাথে ডাটাবেজের কোনটির মিল আছে? – টেবিল।

মাইক্রোসফ্ট একসেস ডাটাবেজের পূর্বনির্ধারিত ছক নয় কোনটি? – Module.

মাইক্রোসফ্ট অফিস প্যাকেজের অংশ কোন ডাটাবেজ প্রোগ্রাম? – Access.

Access প্রোগ্রামে কত প্রকার ডাটা ইনপুট করা যায়? – ১০ প্রকার।

Text ধরনের ডাটা কোন ধরনের তথ্য? – অক্ষর সংবলিত তথ্য।

অক্ষর সংবলিত তথ্য কোন ধরনের ডাটা? – টেক্সট।

Address কোন ধরনের ডাটা টাইপ? – Text.

নাম কোন ধরনের ডাটা? – Text.

কোনো ব্যক্তির মাসিক আয় এর জন্য কোন ধরনের ডাটা ফিল্ড প্রয়োজন? – Number.

Numberic কী ধরনের ফিল্ড? – সংখ্যা।

’১০ জানুয়ারি’ কোন ধরনের ডাটা? – Date/time.

ডাটাবেজে ‘জন্ম তারিখ’ কোন ধরনের ডাটা? – সময় ও তারিখ।

জন্ম-তারিখ হল একটি – ফিল্ড।

মুদ্রা কোন ধরনের ডাটা? – Currency.

Currency ধরনের ডাটা কী সম্পর্কে হয়ে থাকে? – মুদ্রা সম্পর্কে।

Yes/No কোন ধরনের তথ্য? – যুক্তিনির্ভর।

কোন ধরনের ডাটা যুক্তিনির্ভর তথ্য? – Yes/No.

একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট ধরনের সম্পর্কযুক্ত করাকে কী বলে? – Hyperlink.

ডাটাবেজ প্রোগ্রামের ফিল্ডের নামের বর্ণসংখ্যা কত হতে পারে? – ৬৪টি।

একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে? / ফিল্ড নাম সর্বোচ্চ কতটি বর্ণের হতে পারে? / ডাটাকে নির্ধারিত ফিল্ডের মাঝে সন্নিবেশিত করতে নাম থাকতে হয়। এইসব ফিল্ডের নাম সর্বাধিক কত বর্ণ পর্যন্ত হতে পারে? – ৬৪টি।

ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এক ধরনের – উন্নতমানের নেটওয়ার্ক।

---- কে বলা হয় সার্ভারের ক্লায়েন্ট। – ওয়ার্কস্টেশন।

ওয়ার্কস্টেশনকে সার্ভার প্রক্রিয়াকরণের কাজে সহায়তা করে। এজন্য ওয়ার্কস্টেশনকে কী বলা হয়? – সার্ভারের ক্লায়েন্ট।

ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য কোন পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে? – ক্লায়েন্ট সার্ভার পদ্ধতি।

কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক তথ্য আদান প্রদানের জন্য কোন ডাটাবেজ প্রয়োজন? – ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ।

ডাটাবেজের অন্যতম আকর্ষণ কী? – তথ্য অনুসন্ধান করা।

ডাটাবেজ বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা হয় – ক্যুয়েরিতে।

ডাটাবেজের একটি বিষয়কে নানাভাবে উপস্থাপন করা হয় কোনটিতে? – রিপোর্ট।

ক্যুয়েরি কী? – ডাটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা।

ডাটাবেজে বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা হয় – ক্যুরেরিতে।

কুয়্যেরি দ্বারা কী কাজ করা হয়? – তথ্য অনুসন্ধান।

ডাটাবেজ ফাইল হল – তথ্যের সমষ্টি।

সহজে ডাটাবেজ তৈরির জন্য কী ব্যবহার করা যেতে পারে? – উইজার্ড।

ডাটাবেজে লজিক্যাল ফিল্ডের Width কত? – ১

লজিক্যাল ফিল্ড সর্বোচ্চ – ১ অক্ষর হতে পারে।
Post a Comment (0)
Previous Post Next Post