প্রতিরক্ষা বাহিনী
বাংলাদেশের মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? – চট্টগ্রামের ভাটিয়ারীতে।
যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে – আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম।
বাংলাদেশের বিমান বাহিনী প্রমিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? – যশোর।
বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী? – ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
’অপারেশন জ্যাকপট’ কী? – ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
বিমান বাহিনীর প্রধানকে কি বলে? – এয়ার চীফ মার্শাল
বাংলাদেশ সশস্ত্র বাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী? – ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কী? – রণতরী।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কী? – জঙ্গী বিমান।
বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? – চট্টগ্রামের পতেঙ্গা।
বাংলাদেশের মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? – চট্টগ্রামের ভাটিয়ারীতে।
বাংলাদেশে মেরিন একাডেমি কোথায় অবস্থিত? – জলদিয়া, চট্টগ্রাম।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদর দফতর কোথায় অবস্থিত? – ঢাকা।
বাংলাদেশের প্রথম জেনারেল ও প্রধান সেনাপতির নাম কী? – জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী। (এম. এ. জি. ওসমানী)
প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? – স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান (মৃত্যু ১ জুন, ১৯৯২)।
বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? – ২১ নভেম্বর।
‘সোর্ড অব অনার’ সম্মান কাদের প্রধান করা হয়? – সেনাবাহিনীর ক্যাডেটদের।
বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে? – সুরাইয়া রহমান।
বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ফ্রিগেটের নাম কী? – বিএনএস আলী হায়দার।
বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী? – বিএনএস পদ্মা।
বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? – ১টি (যুক্তরাষ্ট্র)।
বাঙলাদেশে মিলিটারি স্টাফ কলেজ কয়টি এবং কোথায় অবস্থিত? – ১টি (এটি ঢাকায় অবস্থিত)।
বাংলাদেশে প্রথম সোর্ড অব অনার অর্জনকারী মহিলা কে? – মারজিয়া ইসলাম (নৌবাহিনী)।
ভিক্টোরিয়া ক্রস কোন দেশের শ্রেষ্ঠ সামরিক পদক? – গ্রেট ব্রিটেন।
ডি ডব্লউ এইচ-২০০০ বাংলাদেশের কত তম ফ্রিগেট? – পঞ্চম।
‘সি-ভ্যাট-৯৮’ কী? – বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম (সর্বশেষ মহড়া কোপ সাউথ-৯৮)।
সামরিক অস্ত্রশস্ত্র ও সাজ-সরঞ্জাম বিভাগকে কী বলা হয়? – অর্ডিন্যান্স বিভাগ।
বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম কী? – ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
বাংলাদেশের সর্বাধনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি? – ডি ডাব্লিউ এইচ-২০০০।
স্থল, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কী? – টাস্কফোর্স।
সেনাবাহিনীর সদস্যদের একাডেমিক ডিগ্রি প্রদান করা হয় কোন প্রতিষ্ঠান থেকে? – আর্মি স্টাফ কলেজ থেকে।
Inter Service Selection Board (ISSB) কী? – সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কততম? – দ্বিতীয়।
ডিফেন্স সদস্যের উচ্চ শিক্ষার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কী? – বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? – ১২ জুলাই ১৯৭১।
বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কত জন? – ৩ জন। সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে? – ফ্লাইট লে. মতিউর রহমান।
বাংলাদেশ বিমান বাহিনী কখন গঠিত হয়? – ২৮ সেপ্টেম্বর ১৯৭১।
বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে? – ২৮ সেপ্টেম্বর ১৯৭৩।
বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত? – যশোর (পূর্বে ছিল ঢাকা)।
বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘর কবে কোথায়? – তেজগাঁও পুরাতন বিমান বন্দর, ঢাকা।
বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে? – মোহাম্মদ রুহুল আমিন।
বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠা কবে? – ৯ নভেম্বর ১৯৭১।
বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি? – বিএনএস ওসমান।
কমিশনপ্রাপ্ত অফিসারদের শ্রেণিবিন্যাস
সেনাবাহিনী | বিমানবাহিনী | নৌ-বাহিনী |
---|---|---|
সেকেন্ড লেফটেন্যান্ট | পাইলট অফিসার | মিডশিপম্যান |
লেফটেন্যান্ট | ফ্লাইং অফিসার | সাব-লেফটেন্যান্ট/এ্যকটিং সাব-লেফটেন্যান্ট |
ক্যাপ্টেন | ফ্লাইড লেফটেন্যান্ট | লেফটেন্যান্ট |
মেজর | স্কোয়াড্রন লিডার | লেফটেন্যান্ট কমান্ডার |
লেফটেন্যান্ট কর্ণেল | উইং কমান্ডার | কমান্ডার |
কর্ণেল | গ্রুপ ক্যাপ্টেন | ক্যাপ্টেন |
ব্রিগেডিয়ার জেনারেল | এয়ার কমোডর | কমোডর |
মেজর জেনারেল | এয়ার ভাইস মার্শাল | রিয়ার এডমিরাল |
লেফটেন্যান্ট জেনারেল | এয়ার মার্শাল | ভাইস এডমিরাল |
জেনারেল | এয়ার চিফ মার্শাল | এডমিরাল |
ফিল্ড মার্শাল | মার্শাল অব দি এয়ারফোর্স | এডমিরাল অব দি ফ্লিট |
বাংলাদেশ পুলিশ
বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? – সারদা, রাজশাহী।
ট্রাফিক সিগনালে আলোর ক্রম কী? – লাল, হলুদ ও সবুজ।
কত সালে বাংলাদেশ Interpol এর সদস্য পদ লাভ করে? – ১৯৭৬ সালে।
পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কী বলে? – ডি আই জি।
বাংলাদেশ পুলিশের মূলনীতি কী? – শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি।
’Police’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? – পর্তুগিজ।
বাংলাদেশের পুলিশ প্রধানকে কী বলা হয় বা তার পদ কী? – Inspector General of Police (IGP) (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ)
বাংলাদেশ মহিলা পুলিশ কবে থেকে চালু হয়? – ১৯৭৬ সাল থেকে।
বর্তমানে কোন কোন পর্যায়ে মহিলা পুলিশ আছে? – কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত।
বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা? – ১৮৬১ সালেন রেগুলেশন দ্বারা।
বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? – সারদা, রাজশাহী। (১৯১২ সালে)।
সারদা পুলিশ একাডেমির এ দেশীয় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? – খান বাহাদুর এস. এ. খান।
সারদা পুলিশ একাডেমি কার সময়ে প্রতিষ্ঠিত হয়? – লর্ড হার্ডিঞ্জ এর সময়ে (১৯১২ সালে)।
সারদা পুলিশ একাডেমির বর্তমান নাম কী? – বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী।
ডিটেকটিভ কী? – বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
কত সালে প্রথম ডিটেকটিভ পত্রিকা প্রকাশিত হয়? – ১৯৬০ সালে।
বাংলাদেশে কত সাল থেকে কমিউনিটি পুলিশি ব্যবস্থা চালু হয়? – ১৫ আগস্ট ১৯৯৪।
সকল মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কত সাল থেকে চালু হয়? – ১৯৯৩ সালের ১৫ এপ্রিল। (ঢাকা মহানগরীতে – ১৯৭৬ এর ১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম মেট্রোপলিটন – ১৯৭৮ সালে।)
কত সালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ চালু হয়? – ১৯৮৫ সালে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ জারি হয়-১ জুলাই ১৯৯২ সালে।)
বাংলাদেশে কয়টি নৌ-থানা আছে? – ৪টি (কাকাইলসিও, হাইমচর, বাহাদুরাবাদ এবং ডুশমারা)।
বাংলাদেশে বর্তমান কয়টি পুলিশ রেঞ্জ আছে? – ৭টি। (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রেলওয়ে)
পুলিশ বাহিনীর বীরত্ব পুরস্কার কী কী? – ৩টি। বাংলাদেশ পুলিশ মেডেল, প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।
ট্রাফিক সিগনালে আলোর ক্রম কী? – লাল, হলুদ ও সবুজ।
কত সালে বাংলাদেশ Interpol এর সদস্য পদ লাভ করে? – ১৯৭৬ সালে।
বাংলাদেশে আনসার আইন কবে পাশ হয়? – ১৯৪৩ সালে।
অবিভক্ত বাংলার কখন প্রথম পুলিশ কমিশন নিয়োগ করা হয়? – ১৯৬০ সালে।
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে মোট কয়টি মিশনে বাংলাদেশ পুলিশ কাজ করেছে? – ১৭টি।
GRP-এর পূর্ণরূপ কী? – Government Railway Police.
বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত ও কী কী? – ২টি। যথা : পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।
পূর্বাঞ্চলে জিআরপি সদর দফতর কোথায়? – চট্টগ্রাম।
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক চালু হয় কবে? – ২১ নভেম্বর ২০০৮।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ দেয়া হয় কবে? – ৮ জুন ১৯৭৪।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রথম নারী নিয়োগ দেয়া হয় কবে? – ১৯৭৮ সালে।
হোসেনে আরা বেগম কবে কোন থানায় প্রথম নারী ওসি হিসেবে নিয়োগ পান? – ২৭ মে ২০০৯; ক্যান্টনমেন্ট থানা (ঢাকা)।
দেশে শিল্পাঞ্চল পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কবে? – ৩১ অক্টোবর ২০১০। (হাইওয়ে পুলিশ-১১ জুন ২০০৫, পৌর পুলিশ-১৬ অক্টোবর ২০১১)
বাংলাদেশে বিট পুলিশিং চালু হয় কবে? – ২০১০ সালে।
বাংলাদেশে সোয়াট (SWAT) টিম কার্যক্রম শুরু করে কবে? – ২১ নভেম্বর ২০০৮। (ভিকটিম সার্পোট সেন্টার চালু হয় – ১৭ ফেব্রুয়ারি ২০০৯।)
বাংলাদেশে মহিলা পুলিশ স্টাফ কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? – ৩০ নভেম্বর ২০০০।
বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কোথায় অবস্থিত? – মিরপুর, ঢাকা।
পুলিশ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা হয় কবে? – ১৯৭২ সালে।
বাংলাদেশের পুলিশের স্বতন্ত্র ইউনিট ট্যুরিস্ট পুলিশ-এর যাত্রা শুরু হয় কবে? – ১৬ আগস্ট ২০০৯।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী পুলিশ প্রেরণ করা হয় কবে? – ২০১০ সালের মে মাসে, হাইতিতে।
পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র র্যাংক কে থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদমর্যাদা দেয়া হয় কবে? – ৯ জানুয়ারি ২০১২ সালে।
একটি দেশের রাষ্ট্রীয় প্রতীক যখন কোন ব্যাজে যুক্ত হয় তাকে কী বলা হয়? – থ্রি স্টার জেনারেল।
পুলিশের ৫টি পদ গ্রেড-১ ভুক্ত (সচিব পদমর্যাদা), পরিদর্শক (ইন্সপেক্টর) পদ প্রথম শ্রেণি ও উপ-পরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয় কবে? – ২৪ জুলাই ২০১২ সালে।
পুলিশ বাহিনীর পদমর্যাদা চিহ্নিত করার ব্যাজসমূহ কী কী?
- IG = ক্রস সোড ও বাটনের সাথে ১টি শাপলা।
- Add. IG = ক্রস সোড ও বাটনের সাথে ১টি স্টার।
- DIG = ১ শাপলা ৩ পিপস।
- Add. DIG = ১ শাপলা ২ পিপস।
- AIG/SP = ১ শাপলা ১ পিপস।
- Add. SP = ১ শাপলা।
- Senior ASP = ৩ পিপস।
- SI/Sergent = ২ ফুল।
- ASI = ১ ফুল।
- হেড কনস্টেবল (আর্মড) = ৩ লাল ফিতা/বিল্লা
- হাবিলদার/হেড কনস্টেবল (আন আর্মড) = ৩ সাদা ফিতা/বিল্লা।
- নায়েক = ২ লাল ফিতা/বিল্লা।
- কনস্টেবল = কোনো ব্যাজ নেই।
- আর্মড পুলিশ ব্যাটালিয়ান কবে গঠন করা হয়? = ১৯৭৫ সালে।
APBN-এর পূর্ণরূপ কী? = Armed Police Battalion.
নারী পুলিশ সদস্যদের সমন্বয় গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়ান-১১ এর যাত্রা শুরু হয় কবে? – ২১ জুন ২০১১।
উপমহাদেশে পুলিশ
উপমহাদেশে পুলিশ সার্ভিস কবে থেকে চালু হয়? – ১৮৬১ সালে।
উপমহাদেশে যখন পুলিশ সার্ভিস প্রথম চালু হয় তখন কে ভাইসরয় ছিলেন? – লর্ড ক্যানিং।
পাক ভারত উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালু হয়? – ১৮৬১ সালে।
অবিভক্ত বাংলায় কখন প্রথম পুলিশ কমিশন নিয়োগ করা হয়? – ১৮৬০ সালে।
উপমহাদেশে পুলিশ অফিসারদের সরাসরি ইম্পেরিয়াল সার্ভিসে নিয়োগ শুরু হয় কবে থেকে? – ১৯২১ সাল থেকে।
Rapid Action Battalion (RAB)
RAB আনুষ্ঠানিকভাবে যাত্রা করে কবে? – ২৬ মার্চ ২০০৪। (ঢাকার কুর্মিটোলায়।)
RAB বর্তমানে সারাদেশে কয়টি ব্যাটালিয়ান বিভক্ত হয়ে কাজ করছে? – ১৪টি।
(১৩তম ও ১৪তম ব্যাটালিয়ান গঠিত হয় ২৬ মার্চ ২০১৩, সদর দফতর ময়মনসিংহ ও রংপুর)।
র্যাবে কয়টি সংস্থার সদস্য অন্তর্ভুক্ত আছে? – ৭টি (সেনা, নৌ, বিমান, বিডিআর, পুলিশ, কোস্টগার্ড ও আনসার)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধিত) আইন ২০০৩ কবে পাস হয়? – ৬ জুন ২০০৩।
RAB-এ প্রথমবারের মতো মহিলা সদস্যরা কবে থেকে কার্যক্রম শুরু করে? – ১০ অক্টোবর ২০০৫।
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)
বাংলাদেশ রাইফেলস এর পূর্ব নাম কী? – রামগড় লোকাল ব্যাটালিয়ন (১৭৭৫ সালে), স্পেশাল রিজার্ভ কোম্পানি (১৮৭৯ সালে)।
বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে? – ৩ মার্চ ১৯৭২ সালে।
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী? – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে? – ২৩ জানুয়ারি ২০১১।
স্বাধীনতা যুদ্ধে কতজন বিডিআর সদস্য শহীদ হন? – ৮১৯ জন।
পাকিস্তান আমলে বাংলাদেশ রাইফেলস এর নাম কী ছিল? – ইপিআর (পূর্ব পাকিস্তান রাইফেলস)।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী? - বিএসএফ। [মায়ানমারের – বিজিএফ (বর্ডার গার্ড ফোর্স) (২০১৩)।]
মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য (BDR) এর বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের নাম কী? – মুন্সি আবদুর রব (ল্যান্স নায়েক) এবং নূর মোহাম্মদ (ল্যান্স নায়েক)।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কত জন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান? – মোট ১২০ জন। (২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৮ জন বীর প্রতীক)।
বাংলাদেশ রাইফেলস কত তারিখে বিদ্রোহ করে? – ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
বাংলাদেশ রাইফেলসের ২০০৯ সালের বিদ্রোহে কত সেনা কর্মকর্তা নিহত হয়? – ৬৭ জন।
কালপরিক্রমায় বিজিবি
নাম | সময়কাল |
---|---|
রামগড় লোকাল ব্যাটালিয়ান | ১৭৯৫-১৮৬১ |
ফ্রন্টিয়ার সার্ভিস | ১৮৬১-১৮৭৯ |
স্পেশাল রির্জাভ কোম্পানি | ১৮৭৯-১৮৯১ |
বেঙ্গল মিলিটারি-পুলিশ | ১৮৯১-১৯২০ |
ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস | ১৯২০-১৯৪৭ |
ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) | ১৯৪৭-১৯৭২ |
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) | ১৯৭২-২০১১ |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) | ২০১১-বর্তমান |
বাংলাদেশ কোস্টগার্ড
কোস্টগার্ড বাহিনী গঠনের উদ্দেশ্য কী? – উপকূলে নিরাপত্তা ও নৌযানগুলো জলদস্যুদের হামলা থেকে রক্ষা করা।
বাংলাদেশের উপকূলীয় সীমান্তের দৈর্ঘ্য কত? – ৭১১ কিলোমিটার। (কোস্ট গার্ড সূত্র)
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কোন বাহিনীর অংশবিশেষ? – নৌবাহিনীর।
বিশ্বের প্রাচীনতম কোস্ট গার্ডের যাত্রা শুরু হয় কোথায়, কবে? – যুক্তরাষ্ট্র, ২৮ জানুয়ারি ১৮৯৫।
ভেরি হেল্পফুল জিকে
ReplyDelete