সাধারণ জ্ঞান : কম্পিউটারের প্রয়োগ ও মাল্টিমিডিয়া

কম্পিউটারের প্রয়োগ ও মাল্টিমিডিয়া


কম্পিউটারের ব্যবহার

কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একককে বলা হয় – উপাত্ত।

কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একক – উপাত্ত।

মানুষের চেয়ে কম্পিউটারের বুদ্ধি – কম।

কোন বিষয়ে কম্পিউটার গবেষণা প্রযোজ্য? – বিজ্ঞান, রাজনীতি, চিকিৎসা।

চিকিৎসা বিজ্ঞানে সর্বাধুনিক প্রযুক্তি কোনটি? – কম্পিউটার।

ব্যবসায়-বাণিজ্যে কম্পিউটার

বাজারপ্রবণতা বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়? – কম্পিউটার।

ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে কম্পিউটার যে আধুনিক ধারণাটি নিয়ে এসেছে তা নাম কি? – E-commerce

E-COMMERCE-ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে / E-COMMERCE এর জনপ্রিয় ক্ষেত্র হল – ব্যবসায়-বাণিজ্যের।

ই-কমার্স-এর পূর্ণরূপটি কী? – ইলেকট্রনিক কমার্স।

------ ই হচ্ছে একুশ শতকের ব্যবসা-বাণিজ্যের স্বরূপ। / একুশ শতকের ব্যবসা বাণিজ্যের স্বরূপ কোনটি? – ই-কমার্স।

ই-কমার্স কোনটির সাথে বেশি জড়িত? – ব্যবসা-বাণিজ্যে।

ব্যবসায়-বাণিজ্যের হিসাব-নিকাশে ব্যাপক অবদান রাখছে - / ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কম্পিউটার যে আধুনিক ধারণাটি নিয়ে এসেছে তার নাম কি? – কম্পিউটার।

মানুষের কাপড় চোপড় থেকে গৃহস্থালি পণ্য বা শিল্প কারখানার যন্ত্রপাতি পর্যন্ত কার সাহায্যে বেচাকেনা হচ্ছে? – ই-কমার্সের সাহায্যে।

ব্যবস্থাপনায় কম্পিউটার

শিল্প প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার কোন ধরনের ব্যবস্থাপনার সাহায্য করে? – উৎপাদন ব্যবস্থাপনা।

প্রকাশনায় কম্পিউটার

মুদ্রণ জগতে লেখা সাজানোর কাজকে কি বলে? – কম্পোজ।

কম্পিউটার – স্বয়ংক্রিয়।

কম্পিউটারে প্রিন্টিং-এর ক্ষেত্রে লেখা সাজানোর কাজকে বলে – কম্পোজিং।

আমাদের দেশে আগে কম্পোজ করা হত ---- অক্ষর দিয়ে। / আমাদের দেশে আগে কম্পোজ করা হত কি ধরনের অক্ষর দিয়ে? – সীসার।

আমাদের দেশে লেটার প্রেসে কিসের অক্ষর ব্যবহার হতো? – কাঠের ও সীসার।

লেটার প্রেসে কিসের অক্ষর ব্যবহার হত? – সীসার অক্ষর।

সীসার অক্ষর দিয়ে কম্পোজ করার ছাপাখানাগুলোকে কি বলা হতো? – লেটার প্রেস।

----- দশকের মাঝামাঝি পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে লেটার প্রেসের নির্ভরশীল ছিলাম। - ৮০।

বড় অক্ষরে ছাপার জন্য কিসের তৈরি হরফ ব্যবহার করা হত? – কাঠের।

কোন্ দশকের শেষ দিক থেকে আমাদের দেশে কম্পিউটারের সাহায্যে কম্পোজ করার কাজ শুরু হয়? – আশি।

শিক্ষায় কম্পিউটার

কম্পিউটারে তৈরি প্রশংসাপত্রের গুণগতমান – উন্নত।

কম্পিউটারের সাহায্যে শিক্ষাদান প্রচলিত শিক্ষাদান পদ্ধতির চেয়ে – অনেক বেশি কার্যকর।

বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার? – তথ্য সংরক্ষণ।

ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণ

কোন কাজটির জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ? / কম্পিউটারের প্রধান কাজ – তথ্য সংরক্ষণ।

কোন সালে আইবিএম কোম্পানি পার্সোনাল কম্পিউটার তৈরি করে? – ১৯৮১ সালে।

মাল্টিমিডিয়া

পৃথিবীতে কম্পিউটার প্রযুক্তির যে অংশটি এখন সর্বাধিক আলোচনার ঝড় তুলেছে তার নাম কী? – মাল্টিমিডিয়া।

আশির দশকে প্রচলিত আইবিএম পিসিগুলো কি রকম ছিল? – টেক্সটভিত্তিক।

আভিধানিক অর্থে মাল্টিমিডিয়া অর্থ কি? – বহুমাধ্যম।

মাল্টিমিডিয়ার মিডিয়াসমূহের পরিচিতি

মূলত মাল্টিমিডিয়ার মিডিয়া কয়টি? / কয়টি মিডিয়াকে মাল্টিমিডিয়ার মিডিয়া বলে গণ্য করা যায়? – ৩টি।

প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? – দুই ভাগে।

কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়? – সময়।

বর্ণ, শব্দ ও চিত্রের একত্রিত রূপকে কি বলা হয়? – Multimedia.

মাল্টিমিডিয়ার মিডিয়া নয় কোনটি? – বিদ্যুৎ।

মাল্টিমিডিয়া বলতে কি বুঝায়? – বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার।

কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া? – বর্ণ, শব্দ, চিত্র।

মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কীরূপ? – চলমান।

বর্ণ, শব্দ ও চিত্রের সমন্বয় হচ্ছে – মাল্টিমিডিয়া।

কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়? – ইন্টারনেট।

মাল্টিমিডিয়ার মিডিয়া নয় কোন্‌টি? – ভাষা।

কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়? – TV

মাল্টিমিডিয়ার বর্ণ কেমন হতে পারে? – উভয়ই।

মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কিরূপ? – চলমান ত্রিমাত্রিক।

চলমান গ্রাফিক্সকে বলা যায় – এনিমেশন।

মাল্টিমিডিয়ার অন্যতম মিডিয়া – শব্দ।

একাধিক শব্দের প্রবাহকে কি বলা হয়? – স্টিরিও।

মাল্টিমিডিয়ার শ্রেণিবিভাগ

মাল্টিমিডিয়া প্রধানত ----- প্রকার। - দুই প্রকার।

প্রাথমিকভাবে মাল্টিমিডিয়া কত প্রকার? – ২ প্রকার।

মাল্টিমিডিয়াকে প্রধানত কয় ভাগ করা যায়? / প্রাথমিকভাকে মাল্টিমিডিয়াকে ভাগ করা যায় – দু ভাগে।

লিনিয়ার মাল্টিমিডিয়া কোনটি নয়? – কম্পিউটার।

কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া? – TV

নন লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে – কম্পিউটারভিত্তিক।

কম্পিউটারভিত্তিক মাল্টিমিডিয়াকে কোন্ ধরনের মাল্টিমিডিয়া বলে? – নন-লিনিয়ার মাল্টিমিডিয়া।

লিনিয়ার মাল্টিমিডিয়ার বৈশিষ্ট্য কোনটি? – ধারাবাহিক বা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকা।

লোটাস ১-২-৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়? – ইউনিক্স।

মাল্টিমিডিয়া পিসির সংগঠন

সাধারণ পিসির সঙ্গে বাড়তি কোন যন্ত্র যোগ করে সেটিকে মাল্টিমিডিয়া পিসিতে পরিণত করা হয়? – সাউন্ড কার্ড এবং সিডি ড্রাইভ।

এনিমেশনের জন্য সর্বোচ্চ গতির --- প্রয়োজন হয়। - মাইক্রোপ্রসেসর।

মাল্টিমিডিয়াভিত্তিক পেশা ও প্রয়োগক্ষেত্র

মাল্টিমিডিয়ার প্রয়োগক্ষেত্র কোনটি? – উপরের সবকটি।

মাল্টিমিডিয়ার সাহায্যে নিচের কোনটি সম্পন্ন হয়? – ডিজিটাল প্রকাশনা, চলচ্চিত্রে স্পেশাল এফেক্টস প্রধান, সিমুলেশন।

শিক্ষার জন্য কাগজের তথ্য এখন কোনরূপে পাওয়া যাচ্ছে? – ডিজিটাল।

লেখাপড়া সহজ হয়েছে কি কারণে? – মাল্টিমিডিয়ার কারণে।

মাল্টিমিডিয়ার একটি বৃহৎ প্রয়োগক্ষেত্র হল – শিক্ষা।
Post a Comment (0)
Previous Post Next Post