সাধারণ জ্ঞান : চলচ্চিত্র

চলচ্চিত্র

জীবনঢুলী কী? – একটি চলচ্চিত্রের নাম।

‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? – তারেক মাসুদ।

উপমহাদেশের প্রথম সবাক চিত্রের নাম কী? – ধ্রুব।

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী এবং কবে নির্মিত হয়? – মুখ ও মুখোশ। ১৯৫৬ সালে নির্মিত হয়।

বাংলা ভাষায় নির্মিত প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র কোনটি? – পথের পাঁচালী।

সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন? – লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র)।

সর্বপ্রথম চলচ্চিত্র নির্মত হয় কত সালে? – ১৮৮৫ সালে।

BFDC কী? – Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা।

BFDC কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৮ সালে।

এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? – আছিয়া।

এফডিসিতে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? – আকাশ আর মাটি।

উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? – হীরালাল সেন।

হীরালাল সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? – মানিকগঞ্জ।

বাংলাদেশ চলচ্চিত্রের জনক কে? – আবদুল জব্বার খান।

হীরালাল সেন কতগুলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন? – ৪০টি।

হীরালাল সেন মারা যান কত সালে? – ২৯ অক্টোবর ১৯১৭ সালে।

বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি এবং কবে নির্মিত হয়? – সঙ্গম, ১৯৭০।

বাংলাদেশের কোন্ ফটোগ্রাফার বিশ্বের সর্বাপেক্ষা সম্মানজনক ‘আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড প্রেস ফটো’র জুরি নির্বাচিত হয়েছেন? – শহীদুল আলম।

উপমহাদেশের প্রথম সবাক চিত্রের নাম কী? – জামাই ষষ্ঠী।

’জামাই ষষ্ঠী’ চলচ্চিত্রের পরিচালক কে? – অমরেন্দ্রনাথ চৌধুরী।

উপমহাদেশে প্রথম সবাক চিত্র নির্মিত হয় কবে? – ১৯৩১ সালে।

উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? – ‘আলি বাবা ও চল্লিশ চোর’ ১৯০৪ সালে নির্মিত হয়।

‘আলী বাবা চল্লিশ চোর’ চলচ্চিত্রের পরিচালক কে? – হীরালাল সেন।

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী এবং কবে নির্মিত হয়? – মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? – আবদুল জব্বার খান।

বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে? – জহির রায়হান।

জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? – কখনো আসেনি।

‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের নির্মাতা কে, কত সালে নির্মিত হয়? – জহির রায়হান। ১৯৭০ সালে নির্মিত হয়।

সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি কোনটি? – পথের পাঁচালী।

পথের পাঁচালী প্রথম প্রদর্শিত হয় কত সালে? – ১৯৫৫ সালে।

সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য ‘অস্কার পুরস্কার’ পান? – পথের পাঁচালী, ১৯৯২ সালে অস্কার পায়।

সত্যজিৎ রায়ের পরিচয় কী হিসেবে? – লেখক, চলচ্চিত্রকার, সংগীত পরিচালক, গায়ক, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার।

সত্যজিৎ রায়ের কোন ছবিতে অভিনয় করে বাংলাদেশের অভিনেত্রী ববিতা (ফরিদা আক্তার) আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন? – ‘অংশনি সংকেত’।

সত্যজিৎ রায়ের পিতার নাম কী? – শিশু সাহিত্যিক সুকুমার রায়।

সত্যজিৎ রায়ের পৈত্রিক নিবাস কোথায়? – বাংলাদেশ (কিশোরগঞ্জ জেলায়)।

প্রথম মুসলমান চলচ্চিত্রকার কে?কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কী? – ধ্রুব।

কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে? – কানাডায়।

কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী? – ‘নজরুল’।

কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের পরিচালক কে? – ফিলিপ স্পারেল (কানাডা)।

নজরুলের কোন দুটি কাব্য কবিতা নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে? – ‘খুকু ও কাঠবিড়ালী’ এবং ‘লিচুচোর’।

বাংলা সিনেমার প্রথম মুসলমান অভিনেত্রী কে? – বনানী চৌধুরী।

‘চিত্রা নদীর পাড়ে’ সিনেমার পরিচালক কে? – শেখ নিয়ামত আলী।

‘মুক্তির গান’ সিনেমার চিত্রকর কে? – লেয়ার শেভিন।

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? – আগামী।

বাংলাদেশের কোথায় চলচ্চিত্র নগরী প্রতিষ্ঠা করা হবে? – ঢাকার অদূরে সাভারের কবিরপুরে।

প্রথমবারের মতো ওয়েব সাইটে প্রদর্শিত বাংলা ছবির নাম কী? – শহীদুল ইসলাম খোকনের ‘ভেজা বিড়াল’।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম তথ্যচিত্র কোনটি? – টিয়ার্স অব ফায়ার।

বাংলাদেশের কোন তথ্য চিত্রটি সর্বপ্রথম সেটেলাইটে প্রদর্শিত হয়? – টিয়ার্স অব ফায়ার। (নির্মাতা যুক্তরাষ্ট প্রবাসী টিংকু রায়)।

সৈয়দ ওয়ালউল্লাহর কিংবদন্তী উপন্যাস ‘লালসালু’ অবলম্বনে সাড়া জাগানো চলচ্চিত্র ‘লালসালু’ নির্মাণ করেন কে? – তানভীর মোকাম্মেল।

মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পদ্মা নদীর মাঠি’ অবলম্বনে ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? – গৌতম চক্রবর্তী।

মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘Stop Genocide’ কে নির্মাণ করেন? – জহির রায়হান।

বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছবির নাম কী? – জাগো হুয়া সাবেরা।

FDC-তে নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির ইংরেজি নাম কী ছিল? – The Day Shall Down.

কোন উপন্যাস অবলম্বনে ‘জাগো হুয়া সাবেরা’ ছবি নির্মাণ করা হয়? – মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’।

উপমহাদেশের কিংবদন্তী কবি, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? – মাদারীপুরে।

নোবেল বিজয়ী অর্মত্য সেনের পৈতৃক নিবাস কোথায়? – মানিকগঞ্জে।

জীবনঢুলী কী? – একটি চলচ্চিত্রের নাম।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়া’ চলচ্চিত্রের পরিচালক কে? – গোলাম মোস্তফা শিমুল (মুক্তিপ্রাপ্ত- ২৭ মার্চ ২০১৫)।

প্রখ্যাত কবি ও গীতিকার গোবিন্দ হালদার কবে মারা যান? – ১৭ জানুয়ারি ২০১৫ (জন্ম- ২১ ফেব্রুয়ারি ১৯৩০)।
তার উল্লেখযোগ্য গানসমূহ- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পদ্ম মেঘনা যমুনা ইত্যাদি।

মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর নাম লিখুন। - ওরা ১১ জন (১৯৭২), সংগ্রাম (১৯৭৪), দেবদাস (১৯৮২ ও ২০১৩), চন্দ্রনাথ (১৯৮৪), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), মেঘের পরে মেঘ (২০০৪), শাস্তি (২০০৫) ইত্যাদি। তাঁর জন্ম ২৩ অক্টোবর ১৯৪১, মৃত্যু ১১ জানুয়ারি ২০১৫। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তাঁর প্রথম চলচ্চিত্র।

অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র

সাল
যততম
চলচ্চিত্র
পরিচালক
২০০২
৭৫তম
মাটির ময়না
তারেক মাসুদ
২০০৫
৭৮তম
শ্যামল ছায়া
হুমায়ুন আহমেদ
২০০৬
৭৯তম
নিরন্তর
আবু সায়ীদ
২০০৭
৮০তম
স্বপ্নডানায়
গোলাম রাব্বানী বিপ্লব
২০০৮
৮১তম
আহা!
এনামুল করিম নির্ঝর
২০০৯
৮২তম
বৃত্তের বাইরে
গোলাম রাব্বানী বিপ্লব
২০১০
৮৩তম
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
মোস্তফা সরয়ার ফারুকী
২০১৪
৮৬তম
টেলিভিশন
মোস্তফা সরয়ার ফারুকী
২০১৬
৮৮তম
জালালের গল্প
আবু শাহেদ ইমন
Post a Comment (0)
Previous Post Next Post