সধারণ জ্ঞান : জাতীয় পুরস্কারসমূহ

জাতীয় পুরস্কারসমূহ

২০০১ সালে কোন প্রতিষ্ঠানটি বিল গেটস পদক অর্জন করে? – আইসিডিডিআরবি (বাংলাদেশের হাসপাতাল)।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য কাকে ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়? – ধীরেন্দ্র নাথ দত্ত।

একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার স্বাধীনতা পুরস্কার লাভ করতে পারেন? – জীবনে এক বার।

এ পর্যন্ত মোট কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে? – ৬৮ জনকে।

বাংলাদেশে মোট কতজনকে বীরশ্রেষ্ঠ পদক প্রদান করা হয়েছে? – সাত জনকে।

স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ মোট কতজন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়? – দুই জন (ডা. সেতারা বেগম ও তারামন বিবি)।

‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কবে থেকে চালু হয়? – ১৯৭৭ সাল থেকে।

‘স্বাধীনতা পদক পুরস্কার’ এর প্রবর্তক কে? – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

একুশে পদক প্রবর্তন করা হয় কবে? – ১৯৭৬ সালে।

একুশে পদকের প্রবর্তক কে? – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

কত সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়? – ১০৬০ সাল থেকে।

বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়নি কত বার? – ৩ বার (১৯৮৫, ১৯৯৭ ও ২০০০ সালে)।

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘কংগ্রেসনাল গ্রোল্ড মেডেল ২০১৩ লাভ করেন কোন বাংলাদেশী? – ড. মুহাম্মদ ইউনূস (১৭ এপ্রিল ২০১৩)। (প্রথম বাংলাদেশী)

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (বাচসাস) প্রদান করা হয় কত সাল থেকে? – ১৯৭৬।

বেগম রোকেয়া পদক প্রদান করা হয় কত সাল থেকে? – ১৯৯৭ সাল থেকে।

প্রথম রাজনীতিবিদ হিসিবে একুশে পদক লাভ করেন কে? – তাজউদ্দিন আহম্মেদ (মরণোত্তর)।

বিজনেস ফর পিচ অ্যাওয়ার্ড ২০১৪ কোন বাংলাদেশী লাভ করেন কে? – সেলিমা আহমাদ (প্রথম এশীয় নারী)।

স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি পান? – স্যার ফজলে হাসান আবেদ (২০১০)।

প্রথম বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ কে পান? – ইন্দিরা গান্ধী (ভারত) (২০১১ সাল)।

ম্যাগাসাসে পুরস্কার ২০১২ পান কো বাংলাদেশী? – সৈয়দা রিজওয়ানা হাসান।

‘জাতীয় পরিবেশ পদক ২০১৩’ প্রদান করা হয় কাকে? – বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর জ্বালানী গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট।

কোন বাংলাদেশী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পদক ২০১৪ লাভ করেন? – ড. আনিসুজ্জামান।

জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কার দেয়া হয়? – সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী অ্যাওয়ার্ড। (পুরস্কার প্রদান ২২ নভেম্বর ২০১৪)

খাদ্য ও কৃষি ক্ষেত্রে নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫’ লাভ করেন কে? – স্যার ফজলে হাসান আবেদ। (তিনি ব্রাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)।

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি? – বৃহন্নলা। পরিচালক-মাসুদ পারভেজ (ডিসেম্বর ২০১৫ সালে ঘোষিত)

সম্প্রতি ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০১৫-এ শীর্ষ স্থান অর্জন করেন কে? – মুহাম্মদ যাকারিয়া (বাংলাদেশ); অংশ গ্রহণ ৭২টি দেশ; অনুষ্ঠিত হয় দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ১৪২০ লাভ করেন কে? – চড়াকার রফিকুল হক। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা।

সম্প্রতি প্রদত্ত ‘বেগম রোকেয়া পদক ২০১৫’ লাভ করেন কে? – বিবি রাসেল ও তাইবুন নাহার (৯ ডিসেম্বর ২০১৫)।

২০১৫ সালে অনুষ্ঠিতব্য ৮৮তম অস্কার পুরস্কারে বাংলাদেশ থেকে অংশ নেয় কোন চলচ্চিত্র? – জালালের গল্প। পরিচালক- আবু শাহেদ ইমন।
Post a Comment (0)
Previous Post Next Post