সাধারণ জ্ঞান : বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক

বাংলা একাডেমি পুরস্কার

সাহিত্য, শিল্প ও গবেষণাকর্মে নিজ নিজ ক্ষেত্রে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে। ২০০২ সালের পূর্ব পর্যন্ত এ পুরস্কারের মূল্য ছিল ২৫,০০০ টাকা এবং একটি সম্মাননাপত্র। ২০০২ সাল থেকে এ পুরস্কারের মূল্য বৃদ্ধি করে ১,০০,০০০ (এ লক্ষ) টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়। 

বাংল একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪ এ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে পান কে? – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫

ক্রম
ক্ষেত্র
ব্যক্তিত্ব
কথাসাহিত্য
শাহীন আক্তার
প্রবন্ধ
আবুল মোমেন, ড. আতিউর রহমান
কবিতা
আলতাফ হোসেন
গবেষণা
মনিরুজ্জামান
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
তাজুল ইসলাম
ভ্রমণ কাহিনী, আত্মজীবনী ও স্মৃতিকথা
ফারুক হোসেন
শিশুসাহিত্য
সুজন বড়ুয়া

একুশে পদক

একুশে পদকের মান কী? – নগদ ১ লাখ টাকা, ১৮ ক্যারটের ৩ ভরি ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মানপত্র।

একুশে পদক প্রবর্তন করা হয় কবে? – ১৯৭৬ সালে। প্রবর্তক – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান)

কোন কোন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেয়া হয়? – ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে। সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অর্থদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ভূষিত করা হয়।

একুশে পদক ২০১৫-এ মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক প্রদান করা হয়? – অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস।

একুশে পদক ২০১৬

ক্রম
ক্ষেত্র
ব্যক্তিত্ব
মুক্তিযুদ্ধ
মফিদুল হক
ভাষা আন্দোলন
বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, সৈয়দ গোলাম বিকরিয়া (মরণোত্তর) ও ড. জসীম উদ্দিন আহমেদ
ভাষা ও সাহিত্য
জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী
শিল্পকলা
চিত্রকলায় কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর), টিভি ও চলচ্চিত্র অভিনয়ে বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীতে বেগম শাহীন সামাদ ও নৃত্যে আমানুল হক।
গবেষণা
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও মংছেন চীং মংছিন
সাংবাদিক
তোয়াব খান

স্বাধীনতা পদক

’স্বাধীনতা পদক পুরস্কার’ কবে থেকে চালু হয়? – ১৯৭৭ সাল।

’স্বাধীনতা পদক পুরস্কার’ এর প্রবর্তক কে? – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

’স্বাধীনতা পদক পুরস্কারে’ স্বর্ণপদক ও সনদপত্র ছাড়াও পুরস্কারপ্রাপ্তকে কত টাকা প্রদান করা হয়? – এক লাখ টাকা।

স্বাধীনতা পদক পুরস্কার ২০১৫-এ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য কাকে পদক দেয়া হয়? – মানিক চৌধুরী (মরণোত্তর), মামুন মাহমুদ (মরণোত্তর), শাহ এ এম এস কিবরিয়া (মরণোত্তর)।

স্বাধীনতা পদক পুরস্কার ২০১৬

ক্রম
ক্ষেত্র
ব্যক্তিত্ব
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মৌলভী আচমত আল খান (মরণোত্তর), স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম (বীরউত্তম), শহীদ শাহ আব্দুল মতিন, এম আবদুল আলী, মরহুম এ কে এম আবদুর রউফ, কে এম শিহাব উদ্দিন, সৈয়দ হাসান ইমাম
সাহিত্য
কবি নির্মলেন্দু গুণ
সংস্কৃতি
অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা
মাতৃভাষা
মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সামাদ
বিজ্ঞান ও প্রযুক্তি
অধ্যাপক ড. মাকসুদুল আলম (মরণোত্তর)
চিকিৎসাবিদ্যা
ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান)
জনসেবা
বাংলাদেশ নৌবাহিনী
Post a Comment (0)
Previous Post Next Post