বাংলা একাডেমি পুরস্কার
সাহিত্য, শিল্প ও গবেষণাকর্মে নিজ নিজ ক্ষেত্রে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে। ২০০২ সালের পূর্ব পর্যন্ত এ পুরস্কারের মূল্য ছিল ২৫,০০০ টাকা এবং একটি সম্মাননাপত্র। ২০০২ সাল থেকে এ পুরস্কারের মূল্য বৃদ্ধি করে ১,০০,০০০ (এ লক্ষ) টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।
বাংল একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪ এ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে পান কে? – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫
ক্রম
|
ক্ষেত্র
|
ব্যক্তিত্ব
|
১
|
কথাসাহিত্য
|
শাহীন আক্তার
|
২
|
প্রবন্ধ
|
আবুল মোমেন, ড. আতিউর
রহমান
|
৩
|
কবিতা
|
আলতাফ হোসেন
|
৪
|
গবেষণা
|
মনিরুজ্জামান
|
৫
|
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
|
তাজুল ইসলাম
|
৬
|
ভ্রমণ কাহিনী, আত্মজীবনী
ও স্মৃতিকথা
|
ফারুক হোসেন
|
৭
|
শিশুসাহিত্য
|
সুজন বড়ুয়া
|
একুশে পদক
একুশে পদক প্রবর্তন করা হয় কবে? – ১৯৭৬ সালে। প্রবর্তক – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান)
কোন কোন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেয়া হয়? – ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে। সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অর্থদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ভূষিত করা হয়।
একুশে পদক ২০১৫-এ মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক প্রদান করা হয়? – অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস।
একুশে পদক ২০১৬
ক্রম
|
ক্ষেত্র
|
ব্যক্তিত্ব
|
১
|
মুক্তিযুদ্ধ
|
মফিদুল হক
|
২
|
ভাষা আন্দোলন
|
বিচারপতি কাজী এবাদুল
হক, ডা. সাঈদ হায়দার, সৈয়দ গোলাম বিকরিয়া (মরণোত্তর) ও ড. জসীম উদ্দিন আহমেদ
|
৩
|
ভাষা ও সাহিত্য
|
জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক
ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী
|
৪
|
শিল্পকলা
|
চিত্রকলায় কাজী আনোয়ার
হোসেন (মরণোত্তর), টিভি ও চলচ্চিত্র অভিনয়ে বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে
পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীতে বেগম শাহীন সামাদ ও নৃত্যে আমানুল হক।
|
৫
|
গবেষণা
|
অধ্যাপক ডা. এ বি এম
আবদুল্লাহ ও মংছেন চীং মংছিন
|
৬
|
সাংবাদিক
|
তোয়াব খান
|
স্বাধীনতা পদক
’স্বাধীনতা পদক পুরস্কার’ এর প্রবর্তক কে? – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
’স্বাধীনতা পদক পুরস্কারে’ স্বর্ণপদক ও সনদপত্র ছাড়াও পুরস্কারপ্রাপ্তকে কত টাকা প্রদান করা হয়? – এক লাখ টাকা।
স্বাধীনতা পদক পুরস্কার ২০১৫-এ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য কাকে পদক দেয়া হয়? – মানিক চৌধুরী (মরণোত্তর), মামুন মাহমুদ (মরণোত্তর), শাহ এ এম এস কিবরিয়া (মরণোত্তর)।
স্বাধীনতা পদক পুরস্কার ২০১৬
ক্রম
|
ক্ষেত্র
|
ব্যক্তিত্ব
|
১
|
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
|
অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মৌলভী আচমত আল খান
(মরণোত্তর), স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম (বীরউত্তম), শহীদ শাহ আব্দুল মতিন,
এম আবদুল আলী, মরহুম এ কে এম আবদুর রউফ, কে এম শিহাব উদ্দিন, সৈয়দ হাসান ইমাম
|
২
|
সাহিত্য
|
কবি নির্মলেন্দু গুণ
|
৩
|
সংস্কৃতি
|
অধ্যাপক রেজওয়ানা চৌধুরী
বন্যা
|
৪
|
মাতৃভাষা
|
মরহুম রফিকুল ইসলাম ও
আবদুস সামাদ
|
৫
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
অধ্যাপক ড. মাকসুদুল
আলম (মরণোত্তর)
|
৬
|
চিকিৎসাবিদ্যা
|
ডা. মোহাম্মদ রফি খান
(এম আর খান)
|
৭
|
জনসেবা
|
বাংলাদেশ নৌবাহিনী
|