সাধারণ জ্ঞান : মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার

মালদ্বীপ

সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় সব চেয়ে বেশি? – মালদ্বীপ।

সার্কভুক্ত কোন দেশের শিক্ষা হার সবচেয়ে বেশি? – মালদ্বীপ।

মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? – ভারত মহাসাগর।

এশিয়ায় আয়তনে ছোট দেশ কোনটি? – মালদ্বীপ (জনসংখ্যায় ছোট-মালদ্বীপ)।

সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? – মালদ্বীপের।

সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের কোন কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই? – মালদ্বীপ।

মামুন আব্দুল গাইয়ূম কত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন? – ৩০ বছর (১৯৭৮-২০০৮, এশিয়ার দীর্ঘকালিন প্রেসিডেন্ট)।

ভুটান

বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি? – ভুটান।

ভুটানের সংবিধান কী প্রকৃতির? – অলিখিত সংবিধান।

ভুটানের কোন পররাষ্ট্র দফতর না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে কোন দেশের মাধ্যমে ভোটে অংশ নেয়? – ভারত।

ভুটানে গণতান্ত্রিকভাকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে? – জিগমে থানলি (৯ এপ্রিল ২০০৮ দায়িত্ব গ্রহণ)।

কোন দেশকে ‘দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয়? – ভুটান।

আফগানিস্তান

আফগানিস্তানের আইন পরিষদের বর্তমান নাম কী? – লয়া জিরগা (মহা পরিষদ)।

আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? – ১৯৭৩ সালে।

আফগানিস্তানে মোট কতটি প্রদেশ রয়েছে? – ৩৪টি।

আফগানিস্তানের শেষ রাজা কে ছিলেন? – জহির শাহ।

মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ কোনটি? – আফগানিস্তান।

বিশ্বের একক বৃহত্তম শরণার্থীর দেশ কোনটি? – আফগানিস্তান।

‘অপারেশন এনডিয়রিং ফ্রিডম’ ও ‘অপারেশন নোবেল ঈগল’ কী? – আফগানিস্তানের উপর যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি সামরিক অভিযানের নাম।

কবে আফগানিস্তানের ইঙ্গ-মার্কিন যৌথ বিমান হামলা শুরু করে? – ৭ অক্টোবর, ২০০১।

আফগানিস্তানের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট কে? – হামিদ কারজাই (৭ ডিসেম্বর ২০০৪)।

‘বাগরাম’ কারাগার কোন দেশে অবস্থিত? – আফগানিস্তানের কাবুলে।

আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন-ইঙ্গ হামলার নাম কী? – অপরেশন এনডিউরিং ফ্রিডম।

আফগানিস্তানে মোট প্রদেশ সংখ্যা কতটি? – ৩২টি।

আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটে কবে? – ৭ ডিসেম্বর ২০০১।

আফগানিস্তানের মার্কিন-েইঙ্গ হামলার দৃশ্য সরাসরি প্রচারকারী স্যাটেলাইট চ্যানেল ‘আল জাজিরা’ কোন দেশের? – কাতারের।

ওসামা বিন লাদেন মার্কিন হামলায় কবে কোথায় নিহত হন? – ২ মে ২০১১, অ্যাবেটাবাদ, পাকিস্তানের নিজ বাসায়।

আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে? – আশরাফ গানি (২৯ সেপ্টেম্বর ২০১৪ - )।

আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? – আব্দুল্লাহ আব্দুল্লাহ (২৯ সেপ্টেম্বর ২০১৪)।

মিয়ানমার

মিয়ানমারে ২০১৩ সালে নবগঠিত সীমান্ত রক্ষী বাহিনীকে কী বলা হয়? – বিজিএফ বা বর্ডার গার্ড ফোর্স।

‘গর্ডস আমি’ কোন দেশের গেরিলা গোষ্ঠী? – মিয়ানমারের। [রেড আর্মি – জাপান, পপুলার লিবারেশন আর্মি – মেক্সিকো, নিউ পিপলস আর্মি – ফিলিপাইন, লর্ডস রেজিটেন্স আর্মি – উগান্ডা]

স্বাধীনতার জন্য ‘কারেন বিদ্রোহীরা’ কোথায় যুদ্ধরত? – মিয়ানমারে।

কত সালে ‘বার্মা’ থেকে ‘মিয়ানমার’ এবং ‘রেঙ্গুন’ থেকে ‘ইয়াঙ্গুন’ নামকরণ হয়? – ১৯৮৯ সালে।

রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা কোন দেশের আধিবাসী? – মিয়ানমারের।

১৯৬২ সালের পর মিয়ানমারে সব দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৮ নভেম্বর ২০১৫। (এ নির্বাচনে অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।)

মিয়ানমারের নির্বাচনে জয়ী হয়ে অং সান সু চি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন? – মিয়ানমার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের কার্যালয়ের দায়িত্ব নেন।

অং সান সু চি রাজনৈতিক দল কোনটি? – NLD (National League for Democracy) (প্রতিষ্ঠিত – সেপ্টেম্বর ১৯৮৮)

অং সান সু চি কত সালে শান্তিতে নোবেল পান? – ১৯৯১।

মিয়ানমার কবে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করে? – ২২ অক্টোবর ২০১০।

মিয়ানমারের আইনসভার নাম কী? – পিদাংসু হুততাও। ইংরেজি নাম – ইউনিয়ন অব মিয়ানমার।

মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চি দেড় দশকের গৃহবন্দিত্ব থেকে মুক্ত হন কবে? – ১৩ নভেম্বর ২০১০।

মিয়ানমারের বর্তমান রাজধানীর নাম কী? – নাইপিদো (পূর্বে ছিল ইয়াঙ্গুন)।

২০ বছর পর কবে অং সান সু চি তার নোবেল পদক গ্রহণ করেন? – জুন ২০১২ (অসলো, নরওয়ে)।
Post a Comment (0)
Previous Post Next Post