পাকিস্তান
পাকিস্তান কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? – বেলুচিস্তানের চেগাইতে।
পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কাকে? – করাচীকে।
‘ডটার অব দ্যা ইস্ট’ বলা হয় কাকে? – বেনজির ভুট্টোকে।
মুসলিম বিশ্বের প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী কে? – বেনজির ভুট্টো (২৭ ডিসেম্বর ২০০৭ আততায়ীর গুলিতে ও বোমা হামলায় নিহত)।
পাকিস্তান/মুসলিম বিশ্বের/উপমহাদেশের প্রথম নারী স্পিকারের নাম কী? – ফাহমিদা মির্জা (১৯ মার্চ ২০০৮)।
পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে? – হিনা রাব্বানী খাঁন।
পাকিস্তানের অঙ্গরাজ্য ও রাজধানী
পাঞ্জাব (লাহোর)
বেলুচিস্তান (কোয়েটা)
সিন্ধু (করাচি)
শ্রীলংকা
শ্রীলংকার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? – সলোমন বন্দরানায়েকে (১৯৫৬-১৯৫৯ সাল)
শ্রীলংকার পূর্ব নাম কী? – সিংহল।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? – শ্রীমাভো বন্দরানায়েকে (১৯৬০-৬৬)
শ্রীমাভো বন্দরনায়েকে মোট কতবার শ্রীলংকার প্রধানমন্ত্রী হন? – ৩ বার। ১৯৬০-১৯৬৬, ১৯৮০-১৯৮৮, ১৯৯৪-২০০০।
এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র (সাংবিধানিকভাবে) কোনটি? – শ্রীলংকা।
LTTE প্রতিষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৮ সালে। (বর্তমানে বিলুপ্ত)
শ্রীলংকার প্রেডিডেন্টের সরকারি বাসভবনের নাম কী? – টেম্পল ট্রি।
বিশ্বের কোন দেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি? – শ্রীলংকা (৫৬ জন প্রতি হাজারে)।
মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? – শ্রীলংকা।
ভারত ও শ্রীলংকার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোন কোন দ্বীপ? – রামেশ্বর দ্বীপ ও মান্নার দ্বীপ।
‘অনুরাধাপুর’ কোথায় অবস্থিত? – শ্রীলংকা।
‘রাবণ/দশাননের’ দেশ বলা হয় কাকে? – শ্রীলংকাকে।
‘এ্যাডমস্ পিক’ কী? – শ্রীলংকার পবিত্র পর্বত। ধারণা করা হয় হযরত আদম (আঃ) এখানেই প্রথম পৃথিবীর মাটি স্পর্শ করেন।
সম্প্রতি আলোচিত মুসলমান অধ্যুষিত শহর ‘সত্তুর’ কোন দেশে অবস্থিত? – শ্রীলংকা।
নেপাল
নেপালের ২৪০ বছর রাজতন্ত্রের বিলোপ হয় কবে? – ২৮ মে, ২০০৮ সালে।
নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? – ডা. রামবরণ যাদব। (২১ জুলাই ২০০৮)।
প্রজাতান্ত্রী নেপালের প্রথম প্রধানমন্ত্রী কে নির্বাচিত হন? – মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্ড। (২২ আগস্ট ২০০৮ শপথ নেন)
সম্প্রতি নেপালের নতুন সংবিধান প্রণয়ন হয় কবে? – ১৮ সেপ্টেম্বর ২০১৫। (এই সংবিধানের প্রধান ২টি ধারা হলো – (১) বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্রটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা।)
নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হন? – বিদ্যাদেবী ভাণ্ডারী (১২ অক্টোবর ২০১৫)।
নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি কে নিযুক্ত হন? – সুশীলা কারকি (১৩ এপ্রিল ২০১৬)।
নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী? – শীতল নিবাস।
এশিয়ার স্থল বেষ্টিত দেশ কোনটি? – নেপাল।
মাওবাদী কোন দেশের গেরিলা সংস্থা? – নেপালের।
ভারতীয়দের কোন দেশে প্রবেশের জন্য পাসপোর্টের প্রয়োজন নেই? – নেপাল।
সার্কভুক্ত কোন দেশটির আয়তন বাংলাদেশের সমপর্যায়ের? – নেপাল (১,৪৫,৩৯১ বর্গ কি.মি.)।
নেপালের সর্বশেষ রাজা কে? – জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ।