আফ্রিকা মহাদেশ
বর্ণবাদবিরোধী বিশ্ব সম্মেলন দক্ষিণ আফ্রিকার কোন্ শহরে অনুষ্ঠিত হয়? – ডারবান (২য় সম্মেলন)।
কোন্ দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে? – জিম্বাবুয়ে।
A Long Walk to Freedom কার আত্মজীবনী? – নেলসন মেন্ডেলা।
সম্প্রতি কোন্ দেশ গণবিধ্বংসী অস্ত্র পরিত্যাগের ঘোষণা দিয়েছে? – লিবিয়া।
কোন দেশ সম্প্রতি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? – সিয়েরা লিওন।
‘বর্ণবাদী নীতি’ কোথায় প্রচলিত ছিল? – দক্ষিণ আফ্রিকা।
মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নয় – নাইজেরিয়া।
দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কী? – জুলু।
সুয়েজ খাল কত সালে চালু হয়েছিল? – ১৯৫৬ সালে।
হর্ন অব আফ্রিকায় কোন দেশ অবস্থিত? – ইথিওপিয়া।
জাতিসংঘ মহাসচিব কফি আনানের দেশ – ঘানা।
কবে আফ্রিকীয় ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয়? – ১৯১২ সালে।
দ. আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট – এফ. ডব্লিউ. ডি ক্লার্ক।
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েথের সদস্য – মোজাম্বিক।
পূর্বে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মতবাদ কি ছিল? – বর্ণবাদ।
রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান জাতির একটি হলো টুটসি, প্রতিপক্ষের নাম কী? – হুটু।
দক্ষিণ আফ্রিকা
আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি? – দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি? – ৩টি। কেপটাউন (আইন সভা), ব্লুমফনটেন (বিচার বিভাগীয়) ও প্রিটোরিয়া (প্রশাসনিক)।
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত? – কেপটাউনে।
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? – ৩৪২ বছর।
‘নেলসন মেন্ডেলা’ নামটি জড়িত কোন দেশের সাথে? – দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা কে? – জেমস হার্জগ।
‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ (ANC) গঠিত হয় কত সালে? – ১৯৪২ সালে।
এ. এন. সি. (ANC) গঠনে কোন ভারতীয় নেতার বিশেষ ভূমিকা ছিল? – মহাত্মা গান্ধী।
নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়? – ১৯৬৪ সালে। (বিশ্ব জনমতের চাপে মুক্তি দেয়- ১১ ফেব্রুয়ারি ১৯৯০)
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে? – ১০ মে ১৯৯৪ সালে। (তাঁর রাজনৈতিক দলের নাম – আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস)
পৃথিবীর বিখ্যাত হীরক খনি ‘কিম্বালী’ কোথায় অবস্থিত? – দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালন করা হয় কবে? – ২১ মার্চ।
দক্ষিণ আফ্রিকার প্রধান আধিবাসীর নাম কী? – জুলু।
আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন্ রেখাটি? – বিষুব রেখা।
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি পিগমী আফ্রিকার কোন্ দেশে বসবাস করে? – কঙ্গো।
দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশ কোন্টি? – কেপ অব গুড হোপ।
বর্ণবাদ ও বর্ণবৈষম্য মোকাবেলায় প্রধান বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত কত সালে? – ১৯৭৮ সালে জেনেভায়।
নেলসন ম্যান্ডেলা কবে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন? – ১৯৯৯ সালের জুন মাসে।
বিশ্বের বৃহত্তম স্বর্ণখনির নাম কী? – Witwatersrand (ওইটওয়াটারসর্যান্ড)।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সশস্ত্র সংগ্রাম শুরু হয় কোথা থেকে? – লিলিসলিফ ফার্ম। (রিভোনিয়া, জোহানেসবার্গ)।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী? – দ্যা হিউম্যান ফ্যাক্টর।
নেলসন ম্যান্ডেলার সংক্ষিপ্ত জীবনী
জন্ম-কুনু, উমতাতু, দক্ষিণ আফ্রিকা, ১৮ জুলাই ১৯১৮ সালে; আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগদান ১৯৪৩; সক্রিয় রাজনীতিতে প্রবেশ ১৯৪৮; গ্রেপ্তার করে জোহানেসবার্গের জেলে পাঠানো হয় ১৯৬২; অন্তঘাতসহ নানা অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ১৯৬৪; ২৭ বছর কারাবাসের পর মুক্তি লাভ ১১ ফেব্রুয়ারি ১৯৯০; দক্ষিণ আফ্রিকার তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রেডেরিক ডি ক্লার্কের সাথে যৌথভাবে শান্তি পুরস্কার লাভ ১৯৯৩; দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ ১০ মে ১৯৯৪; সক্রিয় রাজনীতি থেকে অবসর ১৪ জুন ১৯৯৯; ম্যান্ডেলার জন্মদিনকে ‘ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ ২০০৯; মৃত্যু-৫ ডিসেম্বর ২০১৩; নিজ গ্রাম কুনুতে সামহিত ১৫ ডিসেম্বর ২০১৩। তিনি ছিলেন বর্ণবাদবিরোধী অবিসংবাদী নেতা। তাঁর বিখ্যাত গ্রন্থ A Long Walk to Freedom।
মিশর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধক্ষেত্র আল আমিন কোথায় অবস্থিত? – মিশরে।
সুয়েজ খাল কাজ সম্পন্ন হয় কত সালে? – ১৮৬৯ সালে।
মিশর সুয়েজ খাল এর জাতীয়করণ করে কবে? – ১৯৫৬ সালে।
মিশরের কোন প্রেসিডেন্ট সুয়েজ খাল জাতীয়করণ করেন? – জামাল আবদেল নাসের।
তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? – মিশরের কায়রোতে।
মিশরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ান আল মুসলিমিন -এর নতুন রাজনৈতিক দলের নাম কী? – ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি।
গণঅভ্যূত্থানের মুখে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে পদত্যাগ করেন কবে? – ১১ ফেব্রুয়ারি ২০১১।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতা ছিলেন কত বছর? – ৩০ বছর (১৪ অক্টোবর ১৯৮১ থেকে ১১ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত)।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারককে ক্ষমতাচ্যুত করার জন্য সংঘটিত বিপ্লবের নাম কী? – নীল বিপ্লব।
মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট কে নির্বাচিত হন? – মুসলিম ব্রাদার হুডের মোহাম্মদ মুরসি।
লিবিয়া
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য মিত্রশক্তিসমূহ কর্তৃক লিবিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কারণ কী? – লিবিয়া ১৯৮৮ সালে প্যাম-এ-এ্যাম ফ্লাইট ১০৩-এ বোমা বর্ষণের জন্য অভিযুক্ত দুজন গোয়েন্দা এজেন্টকে যুক্তরাষ্ট্রের নিকট হস্তান্তর না করায়।
জাতিসংঘ কবে লিবিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়? – ১২ সেপ্টেম্বর, ২০০৩। (দীর্ঘ ২১ বছর পর)।
১৯৮৮ সালে লকাবির দুর্ঘটনায় নিহত ২৭০ জন যাত্রীকে লিবিয়া সরকার কত টাকা ক্ষতিপূরণ দানের কথা ঘোষণা করে? – ২.৭ বিলিয়ন ডলার।
‘গ্রিন বুক’ গ্রন্থের লেখক কে? – কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
লিবিয়ার বহুজাতিক বাহিনী পরিচালিত ‘অপারেশন ওডিসি ডন’ এর সময়কাল কত? – ১৯ মার্চ – ৩১ অক্টোবর ২০১১।
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকার বিরোধীদের হাতে নিহত হন কবে? – ২০ অক্টোবর ২০১১ সালে, তাঁর জন্ম ও মৃত্যু শহর সিরতে।
আফ্রিকা ও আরব বিশ্বের দীর্ঘ সময়ের শাসক কে? – কর্নেল মুয়াম্মার গাদ্দাফি (লিবিয়া)।
দক্ষিণ সুদান
দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী? – জুবা। ভাষা-আরবি (ইংরেজি অন্যতম)।
দক্ষিণ সুদান বিশ্বের কততম স্বাধীন দেশ? – ১৯৫তম। আফ্রিকা মহাদেশের - ৫৪তম।
দক্ষিণ সুদানকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? – সুদান (৮ জুলাই ২০১১ স্বীকৃতি দিলেও কার্যকর হয় ৯ জুলাই ২০১১)।
দক্ষিণ সুদানের রাজধানী জুবা কোন নদীর তীরে অবস্থিত? – হোয়াইট নীল।
তিউনিসিয়া
তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন এল আবেদিন বেন আলীকে ক্ষমতাচ্যুত করার জন্য গঠিত বিপ্লবের নাম কী? – জেসমিন বিপ্লব (জুঁই বিপ্লব)।
আরব বিশ্বের প্রথম নেতা হিসেবে কে গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন? – জাইন এল আবেদিন বেন আলী (১৪ জানুয়ারি ২০১১ সালে)।
ইসলামপন্থী দল আন নাহদা (ইংরেজি নাম Enna Nahda) কোন দেশ ভিত্তিক? – তিউনিশিয়া।