সাধারণ জ্ঞান : ইউরোপ মহাদেশ

ইউরোপ মহাদেশ

‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল? – সাবেক সোভিয়েত ইউনিয়ন।

কোন্ ঘটনাটি আগে ঘটেছিল? – রাশিয়ার বলশেভিক বিপ্লব।

গ্রিসের দার্শনিক নন – ভলতেয়ার।

কোন দেশের সংবিধান অলিখিত? – যুক্তরাজ্য।

ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে? – বসনিয়া যুদ্ধের অবসান ঘটে।

যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য প্রার্থী – তুরস্ক।

কোন দেশটি কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র? – বেলারুশ।

‘ইমবেডেড জার্নালিজম’ কোন্ অপারেশনের সাথে যুক্ত? – অপারেশন ইরাক ফ্রিডম।

বার্লিন প্রাচীরের পতন হয় – ১৯৮৯ সালে।

‘ম্যাগনা কার্টা-১২১৫’ কোন দেশে গৃহীত হয়? – ইংল্যান্ড।

স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? – লন্ডন।

‘ইউরো’ চালু হয় – ১৯৯৯ সালে।

কোন চুক্তির অধীনে ইউরোপীয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়? – ম্যাস্‌ট্রিক্ট চুক্তি।

বৃটিশ রাজ পরিবারের বাসভবনের নাম – বার্কিংহাম প্যালেস।

বাস্তিল দূর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? – ফরাসি বিপ্লব।

কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার বলা হত? – ইউক্রেন।

ইউরো বলতে কী বুঝায়? – একক ও অভিন্ন মুদ্রা।

কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়? – ষোড়শ লুই।

‘লৌহ মানবী’ রূপে পরিচিত – মার্গারেট থ্যাচার।

কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়? – ১৯২৪।

ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? – ইংল্যান্ড।

শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? – ইংল্যান্ড।

কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A tale of two cities রচিত হয়? – ফরাসি বিপ্লব।

আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? – রাশিয়া।

বার্লিন দেয়াল কখন নির্মাণ করা হয়? – ১৯৬১ সালে।

আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা – সিনফেইন।

কসোভা কোথায় অবস্থিত? – পূর্বতন যুগোশ্লাভিয়ায়।

পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র কোনটি? – ভ্যাটিক্যান।

কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়? – ১৭৮৯ সালে।

কোন সালে দুই জার্মানি একত্রিত হয়? – ৩ অক্টোবর ১৯৯০।

কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্র পথে ভারতে আগমন করেন? – ভাস্কো-দা-গামা।

পেরেস্ত্রইকার উদ্ভাবক কে? – মিখাইল গর্ভাচেব।

কোন- চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ উন্মোচিত হয়েছিল? – ডেটন।

আর্মেনিয়া ও আজারবাইজান দেশ দুটি কোন ভূ-খণ্ড নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? – নার্গানো-কারাবাখ।

কোন দ্বীপপুঞ্জে ফরাসি পারমাণবিক পরীক্ষা করা হয়ে থাকে? – মরুরুয়া।

ইউরোপ মহাদেশের বিশেষ নামে বিশেষ অঞ্চল

বাল্টিক রাষ্ট্রসময়হ : লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া = ৩টি রাষ্ট্র।

স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ : ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে = ৫টি রাষ্ট্র।

বলকান রাষ্ট্রসমূহ : রুমানিয়া, গ্রীস, স্লোভেনিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া = ১২টি রাষ্ট্র।
Post a Comment (0)
Previous Post Next Post