দক্ষিণ আমেরিকা মহাদেশ
দক্ষিণ আমেরিকার কোন দেশে একজন প্রাক্তন শ্রমিক নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? – ব্রাজিল।
ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে? – দ. আমেরিকা।
আর্জেন্টিনা
আর্জেন্টিনা কবে ফকল্যান্ডের যুদ্ধে ইংরেজদের কাছে পরিজিত হয়? – ১৯৮২ সালে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? – লা প্লাটা।
দক্ষিণ আমেরিকার তথা বিশ্বের প্রথম মহলা রাষ্ট্রপ্রধান কে? – ইসাবেলা পেরন (আর্জেন্টিনা) ১৯৭৪ সালে।
দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন (বিন্দু) স্থানের নাম কী? – ভালডেস পেনিন।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কী? – রিবাদেরিয়া।
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? – ফকল্যান্ড দ্বীপ।
আর্জেন্টিনায় কবে নতুন সংবিধান গৃহীত হয়? – ১৯৯৪ সালের আগস্ট মাসে।
১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়? – যুক্তরাজ্যও আর্জেন্টিনার মধ্যে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে (দক্ষিণ আমেরিকা)।
ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল – যুক্তরাজ্য (বর্তমানে যুক্তরাজ্য অধীনে)।
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ “ফকল্যান্ড দ্বীপুঞ্জের” অন্য নাম কী? – মালভিনাস।
তীব্র দাঙ্গা ও গণবিদ্রোহের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দো ভিলা রুয়া কবে পদত্যাগ করেন? – ২০০১ সালের ২০ ডিসেম্বর।
ল্যান্টিন আমেরিকার বিপ্লবী নেতা চেগুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেন? – আর্জেন্টিনা (১৪ জুন ১৯২৮ সালে)।
আর্জেন্টিনা সরকারের সভাস্থলের নাম কী? – Palacca Del Congreso.
আর্জেন্টিনার প্রেসিডেন্টের মেয়াদকাল কত? – ৪ বছর।
‘নতুন ইভিটা’ আর্জেন্টিনার হিলারী ক্লিনটন নামে পরিচিত কে? – আর্জিন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশনার।
আর্জেন্টিনার ইতিহাসে প্রথম ফার্স্ট লেডি হিসাবে মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? – ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশনার। (জনগণের ভোটে নির্বাচিত দ্বিতীয় নারী প্রেসিডেন্ট)।
ব্রাজিল
পৃথিবীর বৃহত্তম দেশগুলির মধ্যে ব্রাজিলের অবস্থান কত? – পঞ্চম।
ব্রাজিলের ইতিহাসে প্রথম নারী ও বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? – দিলমা রউসেফ (২০১১)।
ব্রাজিল আগে কোন দেশের উপনিবেশ ছিল? – পর্তুগাল।
ব্রাজিলে কবে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? – ১৮১৫ সালে।
ব্রাজিলের ভাষা কোনটি? – পর্তুগীজ (যা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশের ভাষা)।
রাজতন্ত্রের অবসানে ব্রাজিল কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? – ১৮৮৯ সালে।
কবে আধুনিক স্থাপত্যকাল ও নগর পরিকল্পনার নিদর্শন ব্রাজিলিয়ান ব্রাসিলিয়া স্থাপিত হয়? – ২১ এপ্রিল, ১৯৬০ সাল।
ব্রাজিলের কতটি রাজ্য রয়েছে? – ২৬টি।
ব্রাজিলের প্রথম সম্রাট প্রথম পেদ্রো অল্প সময়ের জন্য কোন দেশের রাজা ছিলেন? – পর্তুগাল।
ব্রাজিলের পতাকায় কতটি তারকা রয়েছে? – ২৭টি।