ওশেনিয়া মহাদেশ
মাওরিরা-আদিবাসী – জিউজিল্যান্ড।
কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? – অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া
কোন দেশের ৪০ শতাংশ মানুষ অন্য দেশ থেকে এসে বসবাস করে? – অস্ট্রেলিয়া।
কত সালের গৃহীত সংবিধান বলে পার্লামেন্টের ক্ষমতা দায়িত্ব নির্দিষ্ট করা হয়? – ১৯০১ সালের ১ জানুয়ারি।
কোন এ্যাক্টের ফলে অস্ট্রেলিয়া ব্রিটেনের সঙ্গে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে? – ফ্রোক্লামেশন অব অস্ট্রেলিয়া এ্যাক্টের ফলে।
অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে? – জুলিয়া গিলার্ড। (২৭ তম)
অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক রাণী কে? – ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়? – অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়া কবে ব্রিটেনের সঙ্গে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে? – ১৯৮৬ সালে।
কায়টি প্রাদেশিক সরকার নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়? – ৬টি।
অস্ট্রেলিয়া আদিবাসীদেরকে কী বলা হয়? – Aborigine.
ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ কোনটি? – অস্ট্রেলিয়া।
ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ কোনটি? – গ্রেট ভিক্টোরিয়া (অস্ট্রেলিয়ায় অবস্থিত)।
অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? – টনি অ্যাবট (২৯তম) (৯ সেপ্টেম্বর ২০১৩)।
অস্ট্রেলিয়ায় সাংবিধানিক রাজতন্ত্র থাকবে কিনা সে প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় কবে? – ৬ নভেম্বর ১৯৯৯ (৫৪.২২ শতাংশ রানীকে রাষ্ট্রপ্রধান রাখার পক্ষে রায় দেয়)।
Ayers Rock কোথায় অবস্থিত? – অস্ট্রেলিয়ায়।
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি? – গ্রেট ব্যারিয়ার রিফ।
গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? – কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড কবে ডোমিনিয়ন স্টেটাস পায়? – ১৯৬৭ সালে।
নিউজিল্যান্ডের নামকরণ করেন কে? – ডাচ- নাবিক ভাসমান (নেদারল্যান্ডের ‘জিল্যান্ড’ প্রদেশের নামানুসারে)।
নিউজিল্যান্ড স্ব-শাসিত অঞ্চল কী কী? – কুক আইল্যান্ড, নিউই।
নিউজিল্যান্ডের অধিনস্ত অঞ্চল কী কী? – রস ডিপেন্ডন্সি ও টোকে লাও।
কুক আইল্যান্ড কবে নিউজিল্যান্ডের আওতায় আসে এবং স্বশাসিত অঞ্চলের মর্যাদা পায়? – ১৯০১ ও ১৯৬৫ সালে।
নিউজিল্যান্ডের আদি অধিবাসী কারা? – মাওরি।
কবে মাওরিয়া সর্বপ্রথম নিউজিল্যান্ডে আসে? – ৯৫০ সালে।
কিউই বলা হয় কোন দেশের অধিবাসীদেরকে? – নিউজিল্যান্ডের।
কোন দেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়? – নিউজিল্যান্ডকে।
বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়? – নিউজিল্যান্ড (১৮৯৩ সালে)।