সাধারণ জ্ঞান : কানাডা

কানাডা

ঐতিহাসিক ‘কানাডা এ্যাক্ট’ কবে প্রণিত হয়? – ১৭ এপ্রিল ১৯৮২ সালে।

কোন এ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে? – কানাডা এ্যাক্টের মাধ্যমে।

কানাডার কোন শহরের নামের অর্থ ‘মিলন স্থল’? – টরেন্টো।

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতিদানকারী ‘Mother Language Lovers Group’ কোন দেশের? – কানাডার।

’ভ্যান কুভার দ্বীপ’ কোথায় অবস্থিত? – কানাডায়।
কানাডার অঙ্গরাজ্য কতটি? – ১৩টি।

কোন স্থানকে ‘পশ্চিমের জিব্রাল্টার’ বলা হয়? – কানাডার কুইবেক অঞ্চলকে।

আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান কততম? – দ্বিতীয়।

কানাডায় ফরাসী ভাষা ভাষী জনগোষ্ঠী সর্বাধিক বেশি লোক বাস করে কোন অঞ্চলে? – কুইবেক প্রদেশে।

‘ম্যাপল পাতা’র দেশ বলা হয় কাকে? – কানাডাকে।

কানাডা তথা উত্তর আমেরিকার বৃহত্তম পার্কের নাম কী? – উড র‌্যাফোলো ন্যাশনাল পার্ক।

কানাডার জাতীয় টাওয়ারের নাম কী? – সিএন টাওয়ার (টরেন্টোতে)।

‘লিলি ফুলের’ দেশ বলা হয় কাকে? – কানাডাকে।

কাগজ শিল্পে বিশ্বে প্রথম অবস্থান কার? – কানাডার।

কানাডা স্বাধীনতা লাভ করে কত সালে? – ১ জুলাই ১৮৬৭ সালে।

কানাডা যুক্তরাষ্ট্র কিভাবে গঠিত হয়? – দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল নিয়ে।

কানাডা যুক্তরাষ্ট্র কিভাবে গঠিত হয়? – দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল নিয়ে।

কানাড়া তথা উত্তর আমেরিকার বৃহত্তম পার্কের নাম কী? – উড বাফেলো (আয়তন ৪৪,৮০৭ বর্গ কি.মি.)।

কানাডার অধিকার নিয়ে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কবে? – ১৭৫৫ সালে (ফ্রান্স পরাজিত হওয়ায় কানাডা ব্রিটিশদের দখলে চলে যায়)।

কানাডার কোন শহরের নামের অর্থ ‘মিলন স্থল’? – টরেন্টো।
Post a Comment (0)
Previous Post Next Post