সাধারণ জ্ঞান : যুক্তরাজ্য

যুক্তরাজ্য

“ম্যাগনা কার্টা” কী? – ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।

“ম্যাগনা কার্টা” স্বাক্ষরিত হয় কবে এবং কে স্বাক্ষর করেন? – ১২১৫ সালে। রাজা জন কর্তৃক স্বাক্ষরিত।

“The King can do no wrong” ইউরোপের কোন দেশের সংবিধানে লিপিবদ্ধ আছে? – ব্রিটেন।

ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয় কবে? – অষ্টাদশ শতাব্দীতে।

রানী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভুত? – টিউডর।

গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে? – ষষ্ঠ হেনরী।

উত্তর আয়ারল্যান্ড পুনরায় ব্রিটেনের প্রত্যক্ষ শাসনাধীনে আসে কবে? – ১০ ফেব্রুয়ারি ২০০০।

কমনওয়েলথ কী? – ব্রিটিশ শাসনাধীন বা কলোনীভুক্ত দেশ-এর সংস্থা।

ইংল্যান্ডের রাষ্ট্রীয় নাম কী? – ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড।

ব্রিটিশ শাসিত দ্বীপ কী কী? – (১) চ্যানল আইল্যান্সড (২) আইল অব ম্যান (৩) অ্যাঙ্গোলা (৪) বারমুড়া (৫) দিয়াগো গার্সিয়া (৬) ভার্জিন দ্বীপপুঞ্জ (৭) ক্যায়ম্যান দ্বীপপুঞ্জ (৮) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (৯) দক্ষিণ জর্জিয়া (১০) জিব্রাল্টার (১১) সাউথ স্যান্ডউইচ (১২) সেন্টহেলেনা (১৩) ইম্যারার্‌প দ্বীপ।

উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ রাজ সিংহাসনের রাজা মনোনয়ন প্রথা চালু হয় কখন? – ১১৫৪ সালে; রাজা দ্বিতীয় হেনরীর সময়।

ইংল্যান্ডের প্রদেশ কয়টি? – ৪৬টি।

যুক্তরাজ্যের প্রশাসনিক বিভাগ কয়টি? – ৪টি। (১) ইংল্যান্ড (২) স্কটল্যান্ড (৩) ওয়েলস (৪) উত্তর আয়ার‌ল্যান্ড।

গ্রেট ব্রিটেন থেকে আয়ারল্যান্ড আলাদা হয় কবে? – ১৯২১ সালে।

ব্রিটেনের সরকার পদ্ধতি কী রকম? – শাসনতান্ত্রিক রাজতন্ত্র (বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ, তিনি বৃটিশ কমনওয়েলথ প্রধান)।

ব্রিটেনের আইনসভা কয়কক্ষ বিশিষ্ট? – দ্বি কক্ষ বিশিষ্ট (হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্স)।

ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কে? – ডেভিড ক্যামরন।

ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? – ডেবিড ক্যামরন। রাজনৈতিক দলের নাম – কনজারভেটিভ পার্টি।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গডন ব্রাউন কোন রাজনৈতিক দলের? – লেবার পার্টি।

ইউরোপের ‘লৌহ মানবী’ নামে পরিচিত কে? – মার্গারেট থ্যাচার।

মার্গারেট থ্যাচারের জন্ম ও মৃত্যু সাল কত? – জন্ম-১৩ অক্টোবর ১৯২৫ ও মৃত্যু-৮ এপ্রিল ২০১৩।

মার্গারেট থ্যাচার কোন যুদ্ধের সাথে জড়িত একটি নাম? – ফকল্যান্ড যুদ্ধ।

মার্গারেট থ্যাচার কত বছর ইংল্যান্ডের শাসন ক্ষমতায় ছিলেন? – ১১ বছর (১৯৭৯-৯০ পর্যন্ত)।

‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব? – ব্রিটেনের।

‘চ্যান্সেলর অব একচেকার’ কী? – ব্রিটেনের অর্থমন্ত্রীর উপাধি।

মার্গারেট থ্যাচার কোন দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিলেন? – কনজারভেটিভ পার্টি।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কী? – সেক্রেটারী ফর ফরেন এন্ড কমনওয়েলথ এফেয়ার্স।

কোন দেশের কোন লিখিত সংবিধান নেই? – ব্রিটেনের। (এছাড়াও নিউজিল্যান্ড, কুইন্সল্যান্ড, স্পেন)।

প্রিন্সেস ডায়নাকে কোথায় সমাহিত করা হয়? – আলথর্পে।

ব্রিটেনের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন? – রবার্ট ওয়ালপোল।

ব্রিটেনের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় কত সালে? – ১৯১৮ সালে।

‘ইউনিয়ন জ্যাক’ কোন দেশের জাতীয় পতাকার নাম? – ব্রিটেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? – হেনরী আসকুইথ।

দ্বিতয়ি বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? – উইন্সটন চার্চিল।

বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ‘আয়রন লেডি’ মার্গারেট থ্যাচার রাজনীতি থেকে অবসর নেন কবে? – ২২ মার্চ ২০০২।

বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ লেখিকা মনিকা আলীর সাড়া জাগানো উপন্যাস কোনটি? – ব্রিকলেন।

ব্রিটেনের রাণী বর্তমানে কতটি দেশের রাষ্ট্র প্রধান? – ১৩টি দেশের।

উন্নত বিশ্বে কোন দেশের শিশুরা সবচেয়ে বেশি দারিদ্রসীমার নিচে বাস করে? – যুক্তরাজ্য।

ম্যাগনাকাটা কার্যক্রম শুরু হয় কবে? – ১৩৩৫ সালে।

মার্টিন লুথার কবে ‘রিফর্মেশন’ শুরু করেন? – ১৪৮৫ সালে।

প্রথম রাণী এলিজাবেথ কবে ইংল্যান্ডের রাণী হয়েছিলেন? – ১৫৫৮ সালে।

ইংল্যান্ডের কোন রাণীকে ভার্জিন কুইন বলা হয়? – রাণী প্রথম এলিজাবেথ।

ইরাক ইস্যু নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের কমন্স সভা হতে পদত্যাগকারীর নাম কী? – রবিন কুক ও ক্লেয়ার শর্ট।

ড. ডেভিড ক্রিস্টোফার কেলি কে? – ১৭ জুলাই ২০০৩ সালে মৃত ব্রিটিশ বিজ্ঞানী, অস্ত্র বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

ইংল্যান্ড কে জয় করেন? – নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম।

ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? – ১৩৩৮ সালে।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? – গ্রেট ব্রিটেন।

গ্রেট ব্রিটেন কোন অঞ্চল নিয়ে গঠিত? – ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে গঠিত।

যুক্তরাজ্যের প্রকৃত ক্ষমতা কার হাতে ন্যাস্ত? – পার্লামেন্টের হাতে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে ম্যাস্ট্রিচ্রট চুক্তি অনুমোদন লাভ করে কবে? – ২৩ জুলাই, ১৯৯৩।

ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল? – ১৬০০ সালে।

কবে ব্রিটেনের রাণীর মৃত্যু ঘটে? – ৩০ মার্চ ২০০২ সালে।

যুক্তরাজ্যের আইনসভার চিফ হুইফের কার্যালয়-এর নাম কী? – ৯নং ডাউনিং স্ট্রিট।

যুক্তরাজ্যের চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী)-এর কার্যালয় কোনটি? – ১১নং ডাউনিং স্ট্রিট।

ইউনেস্কো কবে, কোন শহরকে ‘City of Film’ ঘোষণা করে? – ২০০৯ সালে ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরকে।

‘ইউনিয়ন জ্যাক’ কোন দেশের পতাকার নাম? – যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নির্বাচনী টিভি বিতর্ক অনুষ্ঠিত হয় কবে? – ১৫ এপ্রিল ২০১০ (অংশগ্রহণে গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন ও নিক ক্লেগ)।

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রী কে? – পাকিস্তান বংশোদ্ভুত সৈয়দা হুসাইন ওয়ারসি।

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম চেয়ারম্যান কে? – পাকিস্তানি বংশোদ্ভুত সৈয়দা হুসাইন ওয়ারসি (দায়িত্ব গ্রহণ করেন ১২ মে ২০১০)।

হাউস অব কমন্সের সদস্য সংখ্যা কত? – ৬৫০ জন। (পূর্বে ছিল ৬৪৬)।

হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা কত? – ৭৪০ জন (এরা কেহই নির্বাচিত নন। তাদের বেশির ভাগ সদস্য প্রধানমন্ত্রীর সুপারিশে রাণীর অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হন। বাকিরা রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে এ কক্ষের আজীবন সদস্য)।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের আসন বিন্যাস কীরূপ? – ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ ও উত্তর আয়ার‌ল্যান্ডে ১৮টি আসন রয়েছে।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে প্রথম মুসলিম নারী সদস্য কে কে? – রুশনারা আলী (বাংলাদেশী বংশোদ্ভুত), শাবানা মাহমুদ (পাকিস্তানি বংশোদ্ভুত) এবং ইয়াসমিন কোরেশি (পাকিস্তানি বংশোদ্ভুত)।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে প্রথম মুসলিম পুরুষ সদস্য কে কে? – মোহাম্মদ সারওয়ার (পাকিস্তানি বংশোদ্ভুত)।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম উপমহাদেশীয় নারী সদস্য কে? – শাবানা মাহমুদ ও ইয়াসমিন কোরেশি (পাকিস্তানি বংশোদ্ভুত), রুশনারা আলী (বাংলাদেশী বাংশোদ্ভুত), প্রীতি প্যাটেল ও ভ্যালেরি ভাজ (ভারতীয় বংশোদ্ভুত)।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়ের নাম কী? – ১০ নং ডাউনিং স্ট্রিট।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রেস অফিস-এর নাম কী? – ১২নং ডাউনিং স্ট্রিট।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে দেশটির ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রীর মূর্তি জীবিত অবস্থাতেই স্থাপিত হয়? – মার্গারেট থ্যাচারের।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে কার ৯ ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়? – দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জীবিত অবস্থায়।
Post a Comment (0)
Previous Post Next Post