মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : জার্মানি

জার্মানি

‘ডয়েচল্যান্ড’ বলা হতো কোন দেশকে? – জার্মানি।

বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত সালে? – ১৯৬১ সালে।

বার্লিন প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল? – দুই জার্মানিকে পৃথক করার জন্য।

বার্লিন প্রাচীর ভাঙ্গা হয় কত সালে? – ১৯৮৯ সালে।

বার্লিন প্রাচীর নির্মাণ করে কোন জার্মানি? – পূর্ব জার্মানি।

দুই জার্মানি একত্রিত হয় কত সালে? – ৩ অক্টোবর ১৯৯০ সালে।

জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? – এঞ্জেলা মার্কেল (ক্রিশ্চয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, তৃতীয় বারের মতো)।

হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত ছিল? – গেষ্টাপো।

হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী? – My Struggle বা Mein Kamps.

প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর চ্যান্সেলর ছিলেন কে? – বিসমার্ক।

জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল? – কাইজার।

জার্মানির সংবিধান কীরূপ? – যুক্তরাষ্ট্রীয়।

জার্মানের সর্বোচ্চ আইন প্রণয়ণকারী প্রতিষ্ঠান কী? – বুন্ডেস্ট্যাগ (ফেডারেল ডায়েট)।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি কবে পরাজয় স্বীকার করে? – ১৯১৮ সালের ১১ নভেম্বর।

জার্মান বাহিনী কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে? – ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।

নুরেনবার্গে জার্মানির বিচার শুরু হয় কবে? – ১৯৫৪ সালের ২০ নভেম্বর।

জার্মানির স্টেট (রাজ্য) সংখ্যা কত? – ১৬টি।
Post a Comment (0)
Previous Post Next Post