সাধারণ জ্ঞান : উত্তর আমেরিকা মহাদেশ

উত্তর আমেরিকা মহাদেশ


লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি।

ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? – নিউইয়র্ক।

গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত? – কিউবা।

কানকুন কোথায় অবস্থিত? – মেক্সিকো।

কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র আলাস্কা ক্রয় করেছে? – রাশিয়া।

মার্টিন লুথার কিং ছিলেন – মার্টিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা।

রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গী বিমানের নাম কী? – এফ-১৮।

মধ্য আমেরিকার কোন দেশটিতে সামরিক বাহিনী নেই? – কোস্টারিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? – জর্জ ওয়াশিংটন।

নেম্নের কোন দেশটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তিতে সই করেনি? – মার্কিন যুক্তরাষ্ট্র।

কোন দেশটি ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? – মার্কিন যুক্তরাষ্ট্র।
Post a Comment (0)
Previous Post Next Post