প্রতিরক্ষা ও ঐতিহাসিক যুদ্ধসমূহ
যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় এটম বোমা ফেলে কবে? – ৬ আগস্ট ১৯৪৫। (ফ্যাটম্যান)।
বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? – যুক্তরাষ্ট্র (দ্বিতীয় চীন, তৃতীয় ফ্রান্স)।
বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনীর দেশ কোনটি? – চীন (দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া, পঞ্চম উত্তর কোরিয়া)
বিশ্বের কোন দেশে সেনাবাহিনী নেই? – এন্ডোরা, কোস্টরিকা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মাশার্ল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ।
ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম কী? – সুইড গার্ড।
‘এফ-১৬’ কোন দেশের জঙ্গী বিমান? – যুক্তরাষ্ট্র।
‘বি-৫২’ কোন দেশের বোমারু বিমান? – যুক্তরাষ্ট্র।
‘মিগ’ কোন দেশের জঙ্গী বিমান? – রাশিয়া।
ডেইজি কার্টার কী? – যুক্তরাষ্ট্রের বিশালাকৃতির এক ধরনের বোমা।
ডেইজি কার্টারের সামরিক নাম কী? – বিএলইউ ৮২বি কমান্ডো ভন্ড বা বিগ ব্লু ৮২।