সাধারণ জ্ঞান : প্রথম বিশ্বযুদ্ধ

প্রথম বিশ্বযুদ্ধ 

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? – ২৮ জুলাই ১৯১৪ সালে।

প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? – সারায়েভো।

আধুনিক পৃথিবীর ইতিহাসে প্রথম মৈত্রী জোট কোনটি? – জার্মানি-রাশিয়া-ইতালি-অস্ট্রিয়া-হাঙ্গেরী।

প্রথম বিশ্বযুদ্ধে ‘অক্ষশক্তি’র দেশ কোনগুলো? – জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরী ও তুরস্ক।

প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? – বিসমার্ক।

প্রথম বিশ্বযুদ্ধে ‘মিত্রশক্তি’ কারা ছিল? – ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্র।

প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের প্রধান ছিলেন কে কে? – রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, ব্রিটেনের প্রধামন্ত্রী হেনরী আসকুইথ ও লয়েড জর্জ, ফ্রান্সের দ্বিতীয় উইলিয়াম, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন।

প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন? – জেনারেল ফচ্।

যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি যোগ দেয় কবে? – ৬ এপ্রিল ১৯১৭ সালে।

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় কত সালে? – ১১ অক্টোবর ১৯১৮ সালে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দেয়? – লুসিতানিয়া (আটলান্টিক মহাসাগরে)।

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে? – ১১ নভেম্বর ১৯১৮ সালে।

জার্মানি কোন সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে? – দ্বিতীয় ভার্সাই সন্ধি চুক্তি।

ব্রিটিশ পররাস্ট্র মন্ত্রী লর্ড উইলিয়াম বেলফোর কবে প্রমিজল্যান্ড অঞ্চলে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন? – ২ নভেম্বর ১৯১৭ (বেলফোর ঘোষণার মাধ্যমে)।

প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত জার্মানির নেতৃবৃন্দ কোথায় মিলিত হয়ে জার্মানির জন্য নতুন সংবিধান তৈরি করে? – ভাইমার।

প্রথম বিশ্বযুদ্ধকালীন নেতৃবৃন্দ

দেশ
নেতৃবৃন্দ
পদবী
যুক্তরাজ্য
হারবার্ট আসকুইথ (১৯০৮-১৯১৬)
প্রধানমন্ত্রী

ডেভিড লয়েড জর্জ (১৯১৬-১৯২২)
প্রধানমন্ত্রী
ফ্রান্স
ক্লিমেন শো
প্রধানমন্ত্রী
জাপান
ওকুমা
প্রধানমন্ত্রী
জার্মানি
দ্বিতীয় উইলিয়াম
সম্রাট
ইতালি
ভিক্টোরিও উইলসন
প্রধানমন্ত্রী
রাশিয়া
জার নিকোলাস (দ্বিতীয়)
সম্রাট
Post a Comment (0)
Previous Post Next Post