সাধারণ জ্ঞান : অর্থনৈতিক ও সামাজিক পরিষদ / জাতিসংঘ সচিবালয় বা সদর দফতর / আন্তর্জাতিক আদালত / অছি পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যের মেয়াদকাল কত বছর? – ৩ বছর।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য প্রতিবছর অবসর নেন? – ১৮ জন।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে কতবার অনুষ্ঠিত হয়? – ২ বার (একবার নিউইয়র্ক, অন্যটি জেনেভা)।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? – ৫৪টি।

জাতিসংঘের কোন সংস্থাকে United Nations Family নামে অভিহিত করা হয়? – অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য কত? – ১৮।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ৫টি আঞ্চলিক কমিশন

[১] ESCAP (Economic and Social Commission for Asian & Pacific) – প্রতিষ্ঠাকাল : ১৯৪৭ – সদর দফতর : ব্যাংকক, থাইল্যান্ড।
[২] FCA (Economic Commission for Africa) – প্রতিষ্ঠাকাল : ১৯৫৮ – সদর দফতর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
[৩] ECE (Economic Commission for Europe) – প্রতিষ্ঠাকাল : ১৯৪৭ – সদর দফতর : জনেভা, সুইজারল্যান্ড।
[৪] ECLAC (Economic Commission for Latin America & Carabbian) – প্রতিষ্ঠাকাল : ১৯৮৪ – সদর দফতর : সান্টিয়াগো, চিলি।
[৫] ESCWA (Economic & Social Commission for western Asia) – প্রতিষ্ঠাকাল : ১৯৭৪ – সদরদফতর : বৈরুত, লেবানন।

জাতিসংঘ সচিবালয় বা সদর দফতর

জাতিসংঘের মূখ্য কার্যনির্বাহী সংস্থা বা জাতিসংঘের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু কোনটি? – জাতিসংঘ সচিবালয়।

জাতিসংঘ সচিবালয় বা সদর দফতর কোথায় অবস্থিত? – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।

জাতিসংঘ সচিবালয় প্রধানের পদবী কী? – সেক্রেটারী জেনারেল (মহাসচিব)।

জাতিসংঘ সচিবালয়ের দফতর সংখ্যা কয়টি? – ৮টি।

আন্তর্জাতিক আদালত

International Court of Juoticel

আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়? – হেগ (নেদারল্যান্ড)। (শান্তি প্যালেস)

আন্তর্জাতিক আদালতের বিচারকার্য শুরু হয় কবে থেকে? – ১৯৪৬।

আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? – ৩ বছর।

আন্তর্জাতিক আদালতের একজন বিচারকের কার্যকাল কত বছর? – ৯ বছর।

আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? – ১৫ জন।

জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা আইনজীবী কে? – রোজালিন হিগিন্স (ব্রিটেন)।

আন্তর্জাতিক আদালতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কত বছরের জন্য? – ৩ বছর।

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হন? – ১৫ জন বিচারক কর্তৃক।

আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যাবলী কী? – আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি এবং বিভিন্ন আইনগত উপদেশ প্রদান।

সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাইজেরিয়ার তেল সমৃদ্ধ কোন দ্বীপটি ক্যামেরুনকে ছেড়ে দেয়ার জন্য রায় দিয়েছে? – বাকাসী উপদ্বীপ।

অছি পরিষদ

অফি পরিষদের সদস্য নির্বাচিত হয় কার মাধ্যমে? – সাধারণ পরিষদের মাধ্যমে।

প্রতিবছর অছি পরিষদের কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়? – ২টি।

অছি পরিষদের কার্যক্রম কত সাল হতে স্থগিত করা হয়েছে? – ১৯৯৪ সাল।

অছি পরিষদের কাজ কী? – অছি বা ট্রাস্টভুক্ত অঞ্চলসমূহের রক্ষণাবেক্ষণ এবং এদের নিয়ন্ত্রণের মাধ্যমে সার্বিকভাবে আত্মনির্ভরশীল ও স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে থাকার জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
Post a Comment (0)
Previous Post Next Post