সাধারণ জ্ঞান : জাতিসংঘের মহাসচিব / জাতিসংঘ ও বাংলাদেশ

জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘ সচিবালয়ের প্রধানের পদবী কী? – সেক্রেটারী জেনারেল (মহাসচিব)।

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? – ট্রিগভেলী। (দেশ- নরওয়ে)

জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর? – ৫ বছর।

জাতিসংঘের মহাসচিব কাদের ভোটে নির্বাচিত হন? – সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? – নিরাপত্তা পরিষদের।

দ্যাগ হেমারশোল্ড কোন দেশের নাগরিক ছিলেন? – সুইডেন।

দ্যাগ হেমারশোল্ড কিভাবে মারা যান? – বিমান দুর্ঘটনায় (১৯৬১ সালে)।

জাতিসংঘের তৃতীয় মহাসচিব কে ছিলেন? – উথান্ট।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? – উথান্ট। (দেশ- মায়ানমার)

জাতিসংঘের প্রথম একমাত্র মুসলিম মহাসচিব কে? – কফি আনান (ঘানা)।

জাতিসংঘ ও বাংলাদেশ

বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? – ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশনে)।

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? – ১৩৬তম।

জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে? – প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান (১৯৭৪ সালে)

শেখ মুজিবুর রহমান কবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? – ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশনে)।

জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে? – এম. এ. করিম।

বাংলাদেশ কোন মেয়াদে প্রথম নিরাপত্তা পরিষদে সদস্য নির্বাচিত হয়? – ১৯৭৯-৮০ সালে।

বাংলাদেশ প্রথম কবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যপদ লাভ করে? – ১৯৯৬-৯৮।

জাতিসংঘে প্রদেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত? – জাতিসংঘ বাজেটের ০.০১% অংশ।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? – হুমায়ুন রশিদ চৌধুরী।

জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়? – ৪১তম (১৯৮৬ সালে)।

বাংলাদেশ কবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য পদ লাভ করে? – ১৩ নভেম্বর, ১৯৭২।

বাংলাদেশ কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে? – ১৭ মে, ১৯৭২।

বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে? – ২২ জুন, ১৯৭২।

জাতিসংঘের ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি কে ছিলেন? – আব্দুস সামাদ আজাদ।

জাতিসংঘের HRC চেয়ারম্যান পদ কোন বাংলাদেশী অলংকৃত করেন? – বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

CEDAW-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশী কোন মহিলা? – সালমা খান।

জাতিসংঘের অঙ্গসংস্থা WHO এর ৫৬তম অধিবেশনের সভাপতি ছিলেন কে? – খন্দকার মোশাররফ হোসেন (বাংলাদেশ)।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারী কোন বাংলাদেশী? – আমিরা হক।
Post a Comment (0)
Previous Post Next Post