সাধারণ জ্ঞান : দ্বিতীয় বিশ্বযুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? – ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘অক্ষশক্তির’ দেশ কোনগুলো ছিল? – জার্মানি, ইতালি ও জাপান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান কে কে ছিলেন? – জার্মানীর এডলফ হিটলার, জাপানের সম্রাট হিরোহিতো, ইতালির মুসোলিনী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল? – ব্রিটেনে, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমর নায়ক কারা ছিলেন? – রাশিয়ার জেনারেল লিসোমো স্ট্যালিন, জার্মানির ফিল্ড মার্শাল রোমেল, ব্রিটেনের জেনারেল মন্টেগোমারী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? – যথাক্রমে রুজভেল্ট (৩২তম) ও ট্রুম্যান (৩৩তম)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? – উইন্সটন চার্চিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? – ৭ ডিসেম্বর, ১৯৪১।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হয় কোন দেশকে? – রাশিয়াকে।

নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার নাম কী? – লিটলবয় (৯ আগস্ট ১৯৪৫)।

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন কে? – মার্কিন প্রেসিডেন্ট ট্রম্যান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন কোরিয়া কোন দেশের অধীনে ছিল? – জাপান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশ কোন দেশকে সমর্থন করে? – ব্রিটেনকে।

জার্মানি কবে সোভিয়েত জেনারেল জোকভের নিকট আত্মসমর্পণ করে? – ৯ মে, ১৯৪৫।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কবে? – ১৪ আগস্ট, ১৯৪৫।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল – কমেকন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে অপ্রচলিত আদালত বসে তার নাম কী? – নুরেণবার্গ আদালত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন নেতৃবৃন্দ

দেশ
নেতৃবৃন্দ
পদবী
জাপান
প্রিন্স কনোয়ে (অক্টোবর ’৪১)
প্রধানমন্ত্রী

জেনারেল তোজো (অক্টোবর ’৪১ – ২ সেপ্টেম্বর ’৪৫)
প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র
রুজভেল্ট (১৯৩৩ – ১২ এপ্রিল ’৪৫)
প্রধানমন্ত্রী

হ্যারি এস ট্রুম্যান (১২ এপ্রিল ’৪৫ – ’৫১)
প্রধানমন্ত্রী

স্যার ক্লিমেন্ট এটলী (জুন ’৪৫ – ’৫২)
প্রধানমন্ত্রী
জার্মানি
হিটলার (১৯৩৩ – ’৪৫)
চ্যান্সেলর
ইতালি
মুসোলিনী (১৯২২ – ’৪৩)
প্রধানমন্ত্রী

পিয়াত্রো ডাডোগ্লোত্ত (’৪৩ অবশিষ্ট সময়)
প্রধানমন্ত্রী
রাশিয়া
জোসেফ স্ট্যালিন
প্রেসিডেন্ট
ফ্রান্স
দালাদিয়ের
প্রধানমন্ত্রী
Post a Comment (0)
Previous Post Next Post