মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল – কমেকন।

ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় – ব্রাজিল।

Soft Loan Window-বলা হয় কোনটিকে? – IDA কে।

IMF-এর সদর তফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দফতর – ওয়াশিংটন।

WORLD BANK (বিশ্বব্যাংক)

বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? – ২৭ ডিসেম্বর, ১৯৪৫।

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে? – ১৯৪৪ সালে ব্রিটন উডস সম্মেলনে।

কবে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাকে কার্যক্রম শুরু করে? – ২৫ জুন, ১৯৪৬।

বিশ্বব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৮৮টি দেশ।

বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা কয়টি ও কী কী? – ৫টি। IBRD, IDA, IFC, ICSID, MIGA.

বিশ্বব্যাংকের বর্তমান (দ্বাদশ) প্রেসিডেন্ট কে? – জিম ইউং কিম (১৬ এপ্রিল ২০১২ – বর্তমান)। (দক্ষিণ কোরিয়ার বংশোদ্ভুত মার্কিন নাগরিক)

বাংলাদেশ কবে বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে? – ১৭ আগস্ট ১৯৭২।

বিশ্বব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য কী? – দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলোকে অর্থনৈতিক পুনর্গঠন এবং অন্নন্নত অঞ্চলগুলোর উন্নয়নে সাহায্য করা।

বিশ্বব্যাংক বলতে কোন সংস্থাকে বুঝায়? – IBRD

বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI)-এর প্রতিষ্ঠাকালীন নাম কী? – ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ২০০২ সালে WBI নামকরণ করা হয়।

বিশ্বব্যাংকের সর্বাধিক চাঁদা প্রদানকারী দেশ কোনগুলো? – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ফ্রান্স।

বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালনা বোর্ড কত সদস্য বিশিষ্ট? – ২২ সদস্য বিশিষ্ট। (৪ জন নিযুক্ত হন সর্বাধিক চাঁদা প্রধানকারী পাঁচটি দেশ থেকে এবং বাকি ১৭ জন ১৭টি ভৌগোলিক গোষ্ঠীর মধ্য থেকে)।

বিশ্বব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষ কারা? – পরিচালক পরিষদ (পরিচালক পরিষদ গঠিত হয় প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে একজন করে পরিচালক এবং একজন বিকল্প পরিচালক নিয়ে)।

বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী একমাত্র দেশ কোনটি? – কিউবা।

বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৫ সালে।

বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি? – দক্ষিণ সুদান।

IBRD (আইবিআরডি)

IBRD-বলতে কোন সংস্থাকে বুঝায়? – বিশ্বব্যাংক।

IBRD-এর পূর্ণরূপ কী? – International Bank for Reconstruction and Development.

IBRD-কত সালে প্রতিষ্ঠিত হয়? – ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।

IBRD-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৮৮টি দেশ।

IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)।

IBRD-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – এটি বিশ্বব্যাংকের প্রধান ঋণ-অর্থ প্রদানকারী সংস্থা। যেসব উন্নয়নশীল দেশ মাথাপিছু আয় তুলনামূলকভাবে বেশি (৮০০ ডলারের বেশি) এটি সেসব দেশকে ঋণদান করে থাকে। IBRD প্রধানত উন্নয়ন প্রকল্প। যেমন : রাস্তাঘাট, শিক্ষা, প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি বাস্তবায়নে অর্থায়ন করে থাকে।

IBRD-এর পরিচালনা বোর্ড কিভাবে গঠিত? – বোর্ড অব গভর্নরস এবং ২২ জন নির্বাহী পরিচালকের সমন্বয়ে।

বাংলাদেশ IBRD-এর সদস্য পদ কবে লাভ করে? – ১৭ আগস্ট, ১৯৭২।

IBRD-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? – দক্ষিণসুদান (১৮ এপ্রিল ২০১২)।

IDA (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা)

IDA-এর পূর্ণনাম কী? – International Development Association.

IDA-প্রতিষ্ঠিত হয় কবে? – ২৪ সেপ্টেম্বর, ১৯৬০।

IDA-এর সদস্য সংখ্যা কত? – ১৭৩টি দেশ। (সর্বশেষ রুমানিয়া, ১২ এপ্রিল ২০১৪)

IDA-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

IDA-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – যে সব দরিদ্র দেশ IBRD থেকে ঋণ পায় না আইডিএ তাদের ঋণ দান করে। এছাড়া যেসব দেশের মাথাপিছু আয় ৮০০ মার্কিন ডলার কম সেসব দেশকে একটি ঋণ প্রদান করে।

বাংলাদেশ IBA-এর সদস্য পদ কবে লাভ করে? – ১৭ আগস্ট, ১৯৭২।

IFC (আন্তর্জাতিক ফাইনেন্স কর্পোরেশন)

IFC-এর পূর্ণরূপ কী? – International Finance Corporation.

IFC-কবে প্রতিষ্ঠিত হয়? – ২০ জুলাই, ১৯৫৬।

IFC-এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? – ১৮৪টি। (সর্বশেষ দক্ষিণ সুদান, ১৮ এপ্রিল ২০১২)

IFC-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

IFC-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – উন্নয়নশীল দেশসমূহের বেসরকারি খাতকে অর্থ সাহায্য করা।

বাংলাদেশ IFC-এর সদস্য পদ কবে লাভ করে? – ১৮ জুন, ১৯৭৬।

ICSID

ICSID-এর পূর্ণরূপ কী? – International Cener for Settlement of Investment Disputes.

ICSID-কবে প্রতিষ্ঠা লাভ করে? – ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।

ICSID-সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ICSID-এর সদস্য পদ লাভ করে কবে? – ২৬ এপ্রিল ১৯৮০।

ICSID-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – এরটি বৈদেশিক বিনিয়োগের গতি ত্বরান্বিত করে এবং সরকারি ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা করে।

ICSID-এর বর্তমান সদস্য কত? – ১৫০টি। (সর্বশেষ কানাডা, ১ ডিসেম্বর ২০১৩)

ICSID-এর সর্বশেষ সদস্য কোনটি? – সাওটমো এন্ড প্রিন্সিসে (১৯ জুন ২০১৩)।

MIGA (মিগা)

MIGA-এর পূর্ণরূপ কী? – Multilateral Investment Guarantee Agency.

MIGA-কত সালে গঠিত হয়? – ১৯৮৮ সালে। (সদর দফতর ওয়াশিংটন ডি. সি. (যুক্তরাষ্ট্র)।

MIGA-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৮১টি। (সর্বশেষ ভুটান; ২১ অক্টোবর ২০১৪)

MIGA-এর কার্যাবলি কী? – উন্নয়নশীল দেশসমূহে বৈদেশিক বিনিয়োগে উৎসাহিত করা।

বাংলাদেশ MIGA-এর সদস্য পদ কবে লাভ করে? – ১২ এপ্রিল, ১৯৮৮।

IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)

IMF-এর পূর্ণরূপ কী? – International Monerary Fund.

IMF-কবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে? – ২৭ ডিসেম্বর, ১৯৪৫।

IMF-প্রতিষ্ঠার ব্যাপারে কবে, কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়? – ১৯৪৪ সালের জুলাই মাসে ব্রিটেন উডস সম্মেলনে।

IMF-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)।

IMF-এর প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? – ২৯টি দেশ। (বর্তমান সদস্য ১৮৮টি দেশ)

IMF-এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক কে? – ক্যামিল গাট, বেলজিয়াম। (৬ মে ১৯৪৬ – ৫ মে ১৯৫১)।

IMF-এর নারী ব্যবস্থাপনা পরিচালক কে? – ক্রিস্তিন লাগার্ড (ফ্রান্স এর সাবেক আইন মন্ত্রী)। (৬ জুলাই ২০১১)

IMF-এর পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কত? – ২৪ জন।

IMF-এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয় কোন সংস্থা থেকে? – ইউরোপীয় ইউনিয়ন।

IMF-এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় সহযোগিতার পথ প্রশস্ত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটানো। বিনিময় হার স্থিতিশীল ও সুসংহত করা এবং মুদ্রার প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন প্রবণতা রোধ করা।

IMF-এর সাংগঠনিক কাঠামো কী নিয়ে গঠিত? – পরিচালক পর্ষদ, কার্যনির্বাহী, পরিচালক মন্ডলী, প্রধান পরিচালক ও সচিবালয় নিয়ে।

বাংলাদেশ IMF-এর সদস্য পদ কবে লাভ করে? – ১০ মে, ১৯৭২।

IMF কবে দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা (PRGF) কর্মসূচি চালু করে? – ১৯৯৯ সালে।

IMF কবে ফ্যাসিলিটি (Extended Credit Facility – ECF) কর্মসূচি চালু করে? – ২০০৬ সালে।

IMF-এর ১৮৮তম সদস্য দেশ কোনটি? – দক্ষিণ সুদান (১৮ এপ্রিল ২০১২)।
Post a Comment (0)
Previous Post Next Post