সার্ক (SAARC)
SAARC-এর পূর্ণরূপ কী? – South Asian Association for Regional Co-operation.
সার্ক গঠনের প্রস্তাব নিয়ে সদস্য দেশের প্রতিনিধিরা সর্বপ্রথম কোথায় মিলিত হন? – ১৯৮৫ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে।
কোন বৈঠকের ফলাফল স্বরূপ সার্ক জন্মলাভ করে? – ১৯৮৫ সালে অনুষ্ঠিত দিল্লি বৈঠকে।
সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৮৫।
সার্কের রূপকার কে ছিলেন? – বাংলাদেশে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সার্কভুক্ত প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি? – ৭টি।
সার্কভুক্ত বর্তমান সদস্য দেশ কয়টি? – ৮টি। (সর্বশেষ আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭)
সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি ও কী কী? – ৩টি। (নেপাল, ভুটান ও আফগানিস্তান)
এ পর্যন্ত সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি কোন দেশে? – আফগানিস্তান।
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? – নেপালের রাজধানী কাঠমুন্ডতে।
২০০৪ সালে প্রথম সার্ক পদক লাভ করেন কে? – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাব করে? – নেপাল (২০০৭)।
সার্কের বাণিজ্য চুক্তি SAPTA কবে স্বাক্ষরিত হয়? – ১১ এপ্রিল ১৯৯৩।
SAPTA চুক্তি কার্যকর হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৯৫।
SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৬ জানুয়ারি ২০০৪ সালে।
SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা কার্যকর হয় কবে? – ১ জুলাই ২০০৬ সালে।
সার্কভুক্ত কোন দেশটি আয়তনে বাংলাদেশের প্রায় সমান? – নেপাল।
সার্ক কোন কোন দেশকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে? – যুক্তরাষ্ট্র, চীন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও মিয়ানমার।
সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধানের উপাধি রাজা? – ভূটান।
সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? – মালদ্বীপ,আফগানিস্তান ও শ্রীলংকা।
সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোন দেশে অবস্থিত? – বাংলাদেশ।
সার্কের মৌলিক উদ্দেশ্য কয়টি? – ৭টি।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সমন্বয়ের জন্য নির্বাচিত ক্ষেত্র কতটি? – ১৩টি।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোনটি আয়তন সর্বাধিক ও সর্বনিম্ন? – সর্বাধিক ভারত, সর্বনিম্ন মালদ্বীপ।
সার্কের নতুন পর্যবেক্ষক দেশ কোনটি? – ইরান।
চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে কয়টি পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করে? – ৫টি। (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন)।
সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (SDF) বা সার্ক উন্নয়ন তহবিল যাত্রা শুরু করে কবে? – ২৮ এপ্রিল ২০১০ সাল।
প্রথমবারের মতো সার্কের নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে ছিলেন কে? – মালদ্বীপের ফাতিমা দিয়ানা সাঈদ (১ মার্চ ২০১১ থেকে ২০ জানুয়ারি ২০১২ সালে, পদত্যাগ)।
সার্ক এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? – হুসাইন মোহাম্মদ এরশাদ।
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? – আবুল আহসান (বাংলাদেশ)।
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ঢাকায়, ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫।
প্রথম সার্ক কার র্যালি কবে, কোন শহর থেকে শুরু হয়? – ১৫ মার্চ ২০০৭, বাংলাদেশের কক্সবাজার শহর থেকে।
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হচ্ছে? – ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
সার্কে নতুন কোন রাষ্ট্র যোগ দিতে আগ্রহী? – চীন, ইরান ও মায়ানমার।
সার্কের পর্যবেক্ষক হতে আগ্রহী কো দেশ? – ইন্দোনেশিয়া ও রাশিয়া।
সার্কভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের নাম কী? – সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় (South Asian University-SAU)
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে কবে? – ২৬ আগস্ট ২০১০।
কে, কবে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন? – ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং (২০০৫)।
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? – নয়াদিল্লী, ভারত।
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের লোগের ডিজাইনার কে? – পাকিস্তানের ওমর ফায়জুল্লাহ (লোগোটি সার্কভুক্ত আটটি দেশকে নির্দেশ করে)।
সার্ক গোষিত দিবস
৮ ডিসেম্বর – সার্ক চার্টার দিবস
২৪ সেপ্টেম্বর – সার্ক ঘোষিত মীনা দিবস
সার্ক ঘোষিত দশক
(২০০৬-২০১৫) – সার্ক দারিদ্র্য বিমোচন।
(২০১০-২০২০) – সার্ক কানেক্টিভিটি দশক।
সার্ক গঠনের প্রস্তাব নিয়ে সদস্য দেশের প্রতিনিধিরা সর্বপ্রথম কোথায় মিলিত হন? – ১৯৮৫ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে।
কোন বৈঠকের ফলাফল স্বরূপ সার্ক জন্মলাভ করে? – ১৯৮৫ সালে অনুষ্ঠিত দিল্লি বৈঠকে।
সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৮৫।
সার্কের রূপকার কে ছিলেন? – বাংলাদেশে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সার্কভুক্ত প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি? – ৭টি।
সার্কভুক্ত বর্তমান সদস্য দেশ কয়টি? – ৮টি। (সর্বশেষ আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭)
সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি ও কী কী? – ৩টি। (নেপাল, ভুটান ও আফগানিস্তান)
এ পর্যন্ত সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি কোন দেশে? – আফগানিস্তান।
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? – নেপালের রাজধানী কাঠমুন্ডতে।
২০০৪ সালে প্রথম সার্ক পদক লাভ করেন কে? – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাব করে? – নেপাল (২০০৭)।
সার্কের বাণিজ্য চুক্তি SAPTA কবে স্বাক্ষরিত হয়? – ১১ এপ্রিল ১৯৯৩।
SAPTA চুক্তি কার্যকর হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৯৫।
SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৬ জানুয়ারি ২০০৪ সালে।
SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা কার্যকর হয় কবে? – ১ জুলাই ২০০৬ সালে।
সার্কভুক্ত কোন দেশটি আয়তনে বাংলাদেশের প্রায় সমান? – নেপাল।
সার্ক কোন কোন দেশকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে? – যুক্তরাষ্ট্র, চীন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও মিয়ানমার।
সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধানের উপাধি রাজা? – ভূটান।
সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? – মালদ্বীপ,আফগানিস্তান ও শ্রীলংকা।
সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোন দেশে অবস্থিত? – বাংলাদেশ।
সার্কের মৌলিক উদ্দেশ্য কয়টি? – ৭টি।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সমন্বয়ের জন্য নির্বাচিত ক্ষেত্র কতটি? – ১৩টি।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোনটি আয়তন সর্বাধিক ও সর্বনিম্ন? – সর্বাধিক ভারত, সর্বনিম্ন মালদ্বীপ।
সার্কের নতুন পর্যবেক্ষক দেশ কোনটি? – ইরান।
চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে কয়টি পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করে? – ৫টি। (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন)।
সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (SDF) বা সার্ক উন্নয়ন তহবিল যাত্রা শুরু করে কবে? – ২৮ এপ্রিল ২০১০ সাল।
প্রথমবারের মতো সার্কের নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে ছিলেন কে? – মালদ্বীপের ফাতিমা দিয়ানা সাঈদ (১ মার্চ ২০১১ থেকে ২০ জানুয়ারি ২০১২ সালে, পদত্যাগ)।
সার্ক এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? – হুসাইন মোহাম্মদ এরশাদ।
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? – আবুল আহসান (বাংলাদেশ)।
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ঢাকায়, ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫।
প্রথম সার্ক কার র্যালি কবে, কোন শহর থেকে শুরু হয়? – ১৫ মার্চ ২০০৭, বাংলাদেশের কক্সবাজার শহর থেকে।
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হচ্ছে? – ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
সার্কে নতুন কোন রাষ্ট্র যোগ দিতে আগ্রহী? – চীন, ইরান ও মায়ানমার।
সার্কের পর্যবেক্ষক হতে আগ্রহী কো দেশ? – ইন্দোনেশিয়া ও রাশিয়া।
সার্কের আঞ্চলিক সংস্থাসমূহ
প্রতিষ্ঠান | ইংরেজি নাম ও শব্দ সংক্ষেপ | প্রতিষ্ঠা | সদর দফতর |
---|---|---|---|
সার্ক কৃষি তথ্য কেন্দ্র | SAARC Agricultural Information centre (SAIC) | ১৯৯৮ | ঢাকা |
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র | SAARC Meterological Research Centre (SMRC) | ২ জানুয়ারি ১৯৯৫ | ঢাকা |
সার্ক যক্ষ্মা কেন্দ্র | SAARC Tuberculosis Centre (STC) | ১৯৯২ | কাঠমুন্ড, নেপাল |
সার্ক ডকুমেন্টেশন সেন্টার | SAARC Documentation Centre (SDC) | ১৯৯৪ | নয়াদিল্লি |
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র | SAARC Human Resource Development Centre (SHRDC) | - | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক তথ্য কেন্দ্র | SAARC Information Centre (SIC) | - | কাঠমুন্ড, নেপাল |
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র | SAARC Cultural Centre (SCC) | ২৫ মার্চ ২০০৯ | কলম্বো, শ্রীলঙ্কা |
সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থাপনা কেন্দ্র | SAARC Coastal Zone Management Centre (SCZMC) | ২৫ জুন, ২০০৫ | মালে, মালদ্বীপ |
সার্ক বন কেন্দ্র | SAARC Forestry Centre (SFC) | ১২ জুন, ২০০৮ | থিম্পু, ভুটান |
সার্ক জ্বালানি কেন্দ্র | SAARC Energy Centre (SEC) | ১ মার্চ, ২০০৬ | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক উন্নয়ন তহবিল | SAARC Development Fund (SDF) | ২৮ এপ্রিল, ২০১০ | থিম্পু, ভুটান |
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | SAARC Disaater Management Centre (SDMC) | ২০০৬ | নয়াদিল্লী, ভারত |
সার্ক বিশ্ববিদ্যালয় | South Asian University (SAU) | ২০১০ | নয়াদিল্লী, ভারত |
সার্ক স্কাউট সংস্থা | SAARC National Scout Organization |
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে কবে? – ২৬ আগস্ট ২০১০।
কে, কবে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন? – ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং (২০০৫)।
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? – নয়াদিল্লী, ভারত।
সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের লোগের ডিজাইনার কে? – পাকিস্তানের ওমর ফায়জুল্লাহ (লোগোটি সার্কভুক্ত আটটি দেশকে নির্দেশ করে)।
সার্ক গোষিত দিবস
৮ ডিসেম্বর – সার্ক চার্টার দিবস
২৪ সেপ্টেম্বর – সার্ক ঘোষিত মীনা দিবস
সার্ক ঘোষিত দশক
(২০০৬-২০১৫) – সার্ক দারিদ্র্য বিমোচন।
(২০১০-২০২০) – সার্ক কানেক্টিভিটি দশক।
রচনা : সার্ক / SAARC
সাধারণ জ্ঞান : বিশ্বের আলোচিত চুক্তিসমূহ