সাধারণ জ্ঞান : সার্ক (SAARC)

সার্ক (SAARC)

SAARC-এর পূর্ণরূপ কী? – South Asian Association for Regional Co-operation.

সার্ক গঠনের প্রস্তাব নিয়ে সদস্য দেশের প্রতিনিধিরা সর্বপ্রথম কোথায় মিলিত হন? – ১৯৮৫ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে।

কোন বৈঠকের ফলাফল স্বরূপ সার্ক জন্মলাভ করে? – ১৯৮৫ সালে অনুষ্ঠিত দিল্লি বৈঠকে।

সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৮৫।

সার্কের রূপকার কে ছিলেন? – বাংলাদেশে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সার্কভুক্ত প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি? – ৭টি।

সার্কভুক্ত বর্তমান সদস্য দেশ কয়টি? – ৮টি। (সর্বশেষ আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭)

সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি ও কী কী? – ৩টি। (নেপাল, ভুটান ও আফগানিস্তান)

এ পর্যন্ত সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি কোন দেশে? – আফগানিস্তান।

সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? – নেপালের রাজধানী কাঠমুন্ডতে।

২০০৪ সালে প্রথম সার্ক পদক লাভ করেন কে? – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাব করে? – নেপাল (২০০৭)।

সার্কের বাণিজ্য চুক্তি SAPTA কবে স্বাক্ষরিত হয়? – ১১ এপ্রিল ১৯৯৩।

SAPTA চুক্তি কার্যকর হয় কবে? – ৮ ডিসেম্বর, ১৯৯৫।

SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৬ জানুয়ারি ২০০৪ সালে।

SAPTA বা অবাধ মুক্ত বাণিজ্য এলাকা কার্যকর হয় কবে? – ১ জুলাই ২০০৬ সালে।

সার্কভুক্ত কোন দেশটি আয়তনে বাংলাদেশের প্রায় সমান? – নেপাল।

সার্ক কোন কোন দেশকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে? – যুক্তরাষ্ট্র, চীন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও মিয়ানমার।

সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধানের উপাধি রাজা? – ভূটান।

সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? – মালদ্বীপ,আফগানিস্তান ও শ্রীলংকা।

সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোন দেশে অবস্থিত? – বাংলাদেশ।

সার্কের মৌলিক উদ্দেশ্য কয়টি? – ৭টি।

সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সমন্বয়ের জন্য নির্বাচিত ক্ষেত্র কতটি? – ১৩টি।

সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোনটি আয়তন সর্বাধিক ও সর্বনিম্ন? – সর্বাধিক ভারত, সর্বনিম্ন মালদ্বীপ।

সার্কের নতুন পর্যবেক্ষক দেশ কোনটি? – ইরান।

চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে কয়টি পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করে? – ৫টি। (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন)।

সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (SDF) বা সার্ক উন্নয়ন তহবিল যাত্রা শুরু করে কবে? – ২৮ এপ্রিল ২০১০ সাল।

প্রথমবারের মতো সার্কের নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে ছিলেন কে? – মালদ্বীপের ফাতিমা দিয়ানা সাঈদ (১ মার্চ ২০১১ থেকে ২০ জানুয়ারি ২০১২ সালে, পদত্যাগ)।

সার্ক এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? – হুসাইন মোহাম্মদ এরশাদ।

সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? – আবুল আহসান (বাংলাদেশ)।

সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ঢাকায়, ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫।

প্রথম সার্ক কার র‌্যালি কবে, কোন শহর থেকে শুরু হয়? – ১৫ মার্চ ২০০৭, বাংলাদেশের কক্সবাজার শহর থেকে।

সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হচ্ছে? – ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

সার্কে নতুন কোন রাষ্ট্র যোগ দিতে আগ্রহী? – চীন, ইরান ও মায়ানমার।

সার্কের পর্যবেক্ষক হতে আগ্রহী কো দেশ? – ইন্দোনেশিয়া ও রাশিয়া।

সার্কের আঞ্চলিক সংস্থাসমূহ

প্রতিষ্ঠান ইংরেজি নাম ও শব্দ সংক্ষেপ প্রতিষ্ঠা সদর দফতর
সার্ক কৃষি তথ্য কেন্দ্র SAARC Agricultural Information centre (SAIC) ১৯৯৮ ঢাকা
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র SAARC Meterological Research Centre (SMRC) ২ জানুয়ারি ১৯৯৫ ঢাকা
সার্ক যক্ষ্মা কেন্দ্র SAARC Tuberculosis Centre (STC) ১৯৯২ কাঠমুন্ড, নেপাল
সার্ক ডকুমেন্টেশন সেন্টার SAARC Documentation Centre (SDC) ১৯৯৪ নয়াদিল্লি
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র SAARC Human Resource Development Centre (SHRDC) - ইসলামাবাদ, পাকিস্তান
সার্ক তথ্য কেন্দ্র SAARC Information Centre (SIC) - কাঠমুন্ড, নেপাল
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র SAARC Cultural Centre (SCC) ২৫ মার্চ ২০০৯ কলম্বো, শ্রীলঙ্কা
সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থাপনা কেন্দ্র SAARC Coastal Zone Management Centre (SCZMC) ২৫ জুন, ২০০৫ মালে, মালদ্বীপ
সার্ক বন কেন্দ্র SAARC Forestry Centre (SFC) ১২ জুন, ২০০৮ থিম্পু, ভুটান
সার্ক জ্বালানি কেন্দ্র SAARC Energy Centre (SEC) ১ মার্চ, ২০০৬ ইসলামাবাদ, পাকিস্তান
সার্ক উন্নয়ন তহবিল SAARC Development Fund (SDF) ২৮ এপ্রিল, ২০১০ থিম্পু, ভুটান
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র SAARC Disaater Management Centre (SDMC) ২০০৬ নয়াদিল্লী, ভারত
সার্ক বিশ্ববিদ্যালয় South Asian University (SAU) ২০১০ নয়াদিল্লী, ভারত
সার্ক স্কাউট সংস্থা SAARC National Scout Organization

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের নাম কী? – সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় (South Asian University-SAU)

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে কবে? – ২৬ আগস্ট ২০১০।

কে, কবে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন? – ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং (২০০৫)।

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? – নয়াদিল্লী, ভারত।

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের লোগের ডিজাইনার কে? – পাকিস্তানের ওমর ফায়জুল্লাহ (লোগোটি সার্কভুক্ত আটটি দেশকে নির্দেশ করে)।

সার্ক গোষিত দিবস
৮ ডিসেম্বর – সার্ক চার্টার দিবস
২৪ সেপ্টেম্বর – সার্ক ঘোষিত মীনা দিবস

সার্ক ঘোষিত দশক
(২০০৬-২০১৫) – সার্ক দারিদ্র্য বিমোচন।
(২০১০-২০২০) – সার্ক কানেক্টিভিটি দশক।


রচনা : সার্ক / SAARC
সাধারণ জ্ঞান : বিশ্বের আলোচিত চুক্তিসমূহ
Post a Comment (0)
Previous Post Next Post