আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদ : দেশপ্রেম

দেশপ্রেম


দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশের প্রতি আজন্ম আকর্ষণ থেকেই দেশপ্রেমের উৎপত্তি। দেশপ্রেম না থাকলে কখনো দেশের উন্নতি সাধন সম্ভব নয়। প্রত্যেকটি মানুষের মাঝে দেশপ্রেম থাকা উচিত। তাই আমাদের জাতীয় জীবনে দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তুলতে হবে। তবেই আমাদের দেশ উন্নতি লাভ করতে পারবে। স্বদেশপ্রেম হলো জননীর প্রতি ভালোবাসার শামিল। প্রকৃত দেশপ্রেমিক আমাদের দেশে বর্তমানে দরকার। দেশপ্রেম কেবল দেশের প্রতি ভালোবাসাই প্রকাশ করে না, দেশের মানুষকেও ভালোবাসতে শেখায়। আর মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যাবে। সর্বোপরি দেশপ্রেম হলো বিশ্বপ্রেমের নামান্তর। যা বর্তমান বিশ্বে খুবই প্রয়োজন। দেশের প্রত্যেক মানুষের ভেতরে দেশপ্রেমের গুণটি থাকা অত্যাবশ্যকীয়। দেশপ্রেমিক না হলে খাঁটি নাগরিক হওয়া যায় না। পৃথিবীতে যুগে যুগে দেশপ্রেমিক মহামানব জন্ম লাভ করেছেন। যারা নিজেদের মেধা, কর্ম দিয়ে পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। তাদের হাতেই সৃষ্টি হয়েছে আধুনিক সভ্যতা, সমাজ ও রাষ্ট্র। তাদের দেশপ্রেম বিশ্বপ্রেমে রূপ নিয়েছে। 

2 Comments

  1. Ty for the help cuz I have c.as the day after tmrw

    ReplyDelete
  2. Really nice and helpful👍👍👍Thanks ❤️❤️❤️

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post