বনায়ন
সবুজ বনরাজি, বিশাল জলরাশি আর চোখে লাগা পাহাড়ি এলাকা নিয়ে এমনই এক বিস্ময়ভূমি বাংলাদেশ। কিন্তু দিন দিন পাহাড় আর বনের শ্যামলিমা আসছে ক্ষীণ হয়ে। বছরের পর বছর আমাদের দেশের বন খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে। একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে আমাদের মোট ১৬ শতাংশ বনভূমি রয়েছে। তাই বর্তমান বাংলাদেশের সুস্থ স্বাভাবিক এবং বাস উপযোগী করে রাখতে হলে বনায়নের কোন বিকল্প নেই। তাই বনায়নকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু সরকারি প্রচেষ্টার প্রতি তাকিয়ে না থেকে গণমুখী ও সচেতনতা বৃদ্ধিকল্পে ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রতিরক্ষা বাহিনীসহ সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং বিপণ্ণ পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে বনায়নের কোনো বিকল্প নেই।
বেশি ছোট
ReplyDelete