অনুচ্ছেদ : প্রমিত বাংলার ব্যবহার

প্রমিত বাংলার ব্যবহার


শিক্ষিত সমাজে সুধীজন ও গণমাধ্যম কর্তৃক ব্যবহৃত মৌখিক ভাষাকে প্রমিত ভাষা বলে। মূলত আঞ্চলিক ভাষার তারতম্যের ফলে একটি মান ভাষায় নির্দিষ্ট ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। এর ফলে ভাষার দুর্বোধ্যতা ও জটিলতা থেকে রেহাই পাওয়া যায়। ভাষার এই মান বা আদর্শরূপকেই প্রমিত ভাষা বলে। এদেশের নানা অঞ্চলের মানুষের মৌখিক ভাষা নানারকম। এক অঞ্চলের মানুষের মুখের ভাষার সাথে অন্য অঞ্চলের মানুষের মুখের ভাষায় বিস্তার পার্থক্য পরিলক্ষিত হয়। এছাড়া বর্তমান সময়ে স্যাটেলাইট গণমাধ্যমের অবাধ অনুকরণের ফলে বিদেশি সংস্কৃতির প্রভাবেও সাধারণ মানুষের ভাষা পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে ইংরেজি মিশ্রিত বাংলার ভুল ব্যবহার যত্রতত্র দেখা যাচ্ছে। ভাষার এমন অসংগতি দূর করার লক্ষ্যেই প্রমিত বাংলার ব্যবহার করা উচিত। কেননা ভাষায় এভাবে জগাখিচুড়ি শব্দ যোগ হলে ভাষার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ভাষাবিদগণ তাই ভাষার শুদ্ধ প্রয়োগের ওপর বেশি জোর দিচ্ছেন। শুদ্ধ উচ্চারণে ভাষা ব্যবহারের ফলেই কেবল ভাষার গতিকে প্রবহমান রাখা সম্ভব। তাই প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে। যে ভাষার জন্য ভাষা-শহীদেরা প্রাণ দিয়েছেন সেই ভাষার স্বাতন্ত্র্য টিকিয়ে রাখা এখন সময়ের দাবি।
Post a Comment (0)
Previous Post Next Post