পহেলা বৈশাখ

মাধ্যমিক পরীক্ষার পর জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে একখানি পত্র লেখো। 

বা, মনে করো, তোমার নাম আরিফ, তোমার বন্ধু নাম অমিত। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 


আজিমপুর, ঢাকা
২৩শে ফেব্রুয়ারি, ২০২০

প্রিয় অমিত,
শুভেচ্ছা নিও। কেমন আছ? তোমার পড়াশোনা কেমন চলছে? আমার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানতে চেয়ে লেখা তোমার চিঠি গতকাল পেলাম। খুব অবাক হয়েছি, তুমি হঠাৎ আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসেছ তাই! মানে তুমি নিজের জীবনের লক্ষ্য নিয়েও নিশ্চয় ভাবছ। তুমি যা জানতে চেয়েছ এখন সে সম্পর্কে তোমাকে লিখছি- 

আমি ঠিক করেছি, এসএসসি পরীক্ষার পর নিজেকে সমাজসেবায় নিয়োজিত করব। সমাজকল্যাণ সংস্থা বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে দুস্থ, অসহায়, নির্যাতিত, এসিডদগ্ধ নারীদের পাশে দাঁড়াতে চাই। আমি তাদের সামাজিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করব। তুমি দোয়া কোরো আমি যেন আমার লক্ষ্যে ঠিকমতো পৌঁছতে পারি। 

আপুর কথা খুব মনে পড়ে। পরের চিঠি লেখার সময় অবশ্যই আপু এবং তোমার কিছু ছবি পাঠিয়ে দেবে। ভালো থেকো। তোমার মা-বাবা ও আপুকে আমার সালাম জানিও। 

ইতি-
তোমার বন্ধু
আরিফ

2 Comments

Post a Comment
Previous Post Next Post