ছোট ভাইকে বই পড়ার উৎসাহ দিয়ে একটি চিঠি লেখো।
কাজলা, রাজশাহী
২৮শে ডিসেম্বর, ২০২০
প্রিয় রাফসান,
ইতি-
তোমার বড় ভাই
রায়হান
২৮শে ডিসেম্বর, ২০২০
প্রিয় রাফসান,
ভালোবাসা নিও। ভালো আছ নিশ্চয়? গত সপ্তাহে তোমার চিঠিতে জানতে পারলাম তোমার পরীক্ষার ফল বের হয়েছে এবং তুমি প্রথম হয়েছ। আমি জানি তুমি মেধাবী ছাত্র এবং পরীক্ষায় ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু শুধু শ্রেণিপাঠ্যের জন্য নির্ধারিত বই পড়লেই হবে না, এর বাইরেও বই পড়তে হবে। ইতিহাস, দর্শন, বিজ্ঞানবিষয়ক বইয়ের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস পড়বে। আমাদের দেশের লেখক ছাড়াও বিদেশি লেখকদের বই পড়বে। এসব বই শুধু তোমার অবসর ও আনন্দের সঙ্গী হবে না, তোমার জ্ঞান অর্জনে অনেক সহায়ক হবে। আমাদের দেশের ইতিহাস জানা ছাড়াও অন্য দেশের ইতিহাস জানবে। উপদেশমূলক বই তোমাকে নৈতিক চরিত্রের অধিকারী করবে। তুমি বাবা-মাকে বলে খুব শীঘ্রই কিছু বই কিনে নাও ও সাধারণ লাইবেরির সদস্য হয়ে যাও। মা-বাবা কেমন আছেন আমাকে চিঠি লিখে জানাবে। সময়ের সদ্বব্যবহার করবে। নিজের যত্ন নিও, ভালো থেকো।
তোমার বড় ভাই
রায়হান