সম্প্রতি চিকুনগুনিয়া রোগের বিস্তাররোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে
প্রকাশের জন্য একটি পত্র লেখো।
২৫ আগস্ট, ২০২১
বরাবর
সম্পাদক
দৈনিক প্রথম আলো
১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
বিষয় : চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধের জন্য আবেদন।
জনাব,
নিবেদক-
সুজানা ইয়াসমিন
ঢাকাবাসীর পক্ষে-
সুজানা ইয়াসমিন
ফার্মগেট, ঢাকা।
সম্পাদক
দৈনিক প্রথম আলো
১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
বিষয় : চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধের জন্য আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত
পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।
নিবেদক-
সুজানা ইয়াসমিন
চিকুনগুনিয়ার বিস্তার রোধ প্রসঙ্গে
আফ্রিকায় উৎপত্তি চিকুনগুনিয়া রোগটি বিগত কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের
অন্যান্য জায়গায় এই রোগ অল্প পরিসরে বিস্তৃত। এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে
দু-একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে
চিকুনগুনিয়া রোগ বিস্তার রোধের তেমন কোনো সুব্যবস্থা গ্রহণ করা হয়নি। যা
অত্যন্ত দুঃখজনক। চিকুনগুনিয়ার অন্যতম কারণ হলো এডিশ মশা। মশাবাহিত এই রোগ
প্রতিরোধে তাই চিকিৎসার সাথে সাথে প্রাধান্য দিতে হবে মশানিধনকে। এ কারণে
সরকারের পাশাপাশি ঢাকা সিটির মেয়র মহোদয়দের পক্ষ থেকে মশানিধনসহ জনসচেতনতামূলক
বিভিন্ন কার্যক্রমের প্রচার ও প্রসারের উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।
এই অবস্থায় চিকুনগুনিয়ার বিস্তার রোধে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি
পদক্ষেপ কামনা করছি।
ঢাকাবাসীর পক্ষে-
সুজানা ইয়াসমিন
ফার্মগেট, ঢাকা।