বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র
লেখো।
বা,
বিনা বেতনে অধ্যয়নের অনুমতি চেয়ে ‘সুখী নীলগঞ্জ’ উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
বা, বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি
আবেদনপত্র লেখ।
২৪শে জানুয়ারি, ২০২১
বরাবর
প্রধান শিক্ষক
ঘোড়াশাল এ কে বহুমুখী উচ্চ বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা
বিষয় : বিনা বেতনে অধ্যয়ন প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত
বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আপনার
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের
ছয় সদস্যের পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি সরকারি
প্রতিষ্ঠানে সামান্য বেতনভোগী কেরানি। আমার বড় তিন ভাইবোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে
অধ্যয়ন করছেন। কিন্তু বাবার স্বল্প আয়ে সংসার চালানোই যেখানে অত্যন্ত কষ্টকর
সেখানে চার ভাইবোনের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়ে
পড়েছে।
অতএব, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
আপনার একান্ত অনুগত
সাদিয়া জেসমিন
দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ
রোল নম্বর : ১
এই দরখাস্তটি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো
তারিখ : ১৬ অক্টোবর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক,
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর।
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
বরাবর
প্রধান শিক্ষক,
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর।
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন নিয়মিত
ছাত্রী। আমার বাবা সরকারি স্কুলের করণিক। কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ
করেছেন। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন এবং আর কোনো উপার্জনের পথ না
থাকায় বাবার পক্ষে শুধু পেনশনের টাকা দিয়ে সংসার এবং আমাদের লেখাপড়ার
খরচ চালানো সম্ভব হচ্ছে না। আর্থিক দৈন্যের জন্য হয়তো কিছুদিন পর আমার
পড়ালেখাও বন্ধ হয়ে যেতে পারে। আমি গত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান
অধিকার করেছি।
অতএব, মহাশয় সমীপে আকুল আবেদন এই যে, হৃদ্যতার সঙ্গে আমাদের আর্থিক
সংকটাপন্ন অবস্থা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের
সুযোগ দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্রী
নিশি আক্তার
শ্রেণি : সপ্তম
রোল নং : ১
Khob Balo akte website
ReplyDelete👍
Delete😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰🥰😍🥰😍🥰😍🥰😍😍😍😍😍😍🥰😍😍🥰😍🥰😍🤩
DeleteRight 👍
Delete😊😊😊😊😊
ReplyDelete