নববর্ষ উদ্যাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে পত্র লেখো।
চট্টগ্রাম
৩রা এপ্রিল, ২০১৯
প্রিয় ইমন,
ভালো থেকো। এ কামনায় এখানেই শেষ করলাম।
ইতি-
সুমন
চট্টগ্রাম
৩রা এপ্রিল, ২০১৯
প্রিয় ইমন,
প্রথমেই আমার ভালোবাসা নিও। কেমন আছ তুমি? সামনে তো নববর্ষ। এই নববর্ষ উদ্যাপন
উপলক্ষ্যে আমাদের এখানে এবার কেমন আয়োজন চলছে আজ তোমাকে সে সম্পর্কে লিখব। আমাদের
স্কুলের সামনে যে বড় মাঠটি আছে সেখানে নববর্ষ উপলক্ষ্যে বৈশাখি মেলার আয়োজন করা
হয়েছে। সকালে ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে।
মেলা উপলক্ষ্যে বাংলার ঐতিহ্য হিসেবে সকালে পান্তা ভাত এবং ইলিশ ভাজার ব্যবস্থা
করা হয়েছে। কয়েকটা স্টল থাকবে। সেগুলোতে পিঠা, বই ও লোক ফিল্মের প্রদর্শনী ও
বিক্রির ব্যবস্থা থাকবে। এর সাথে বর্ষবরণ অনুষ্ঠানেরও আয়োজন চলছে। অনুষ্ঠানমালায়
থাকবে নাচ, গান আবৃত্তি ও রম্যবিতর্ক। আমাদের এ বাংলার ঐতিহ্যকে ধরে রাখা আমাদের
সকলেরই দায়িত্ব। এবার নববর্ষে তোমার কথা খুব মনে পড়বে। কারণ এর আগের নববর্ষগুলো
তোমার সাথে কাটিয়েছি। দুজনে মিলে কত মজা করেছি। তোমার ওখানে নববর্ষ উপলক্ষ্যে
কেমন আয়োজন চলছে তা চিঠি লিখে জানিও।
ইতি-
সুমন