ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 


১৭ই ফেব্রুয়ারি, ২০২১

বরাবর
প্রধান শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল
ময়মনসিংহ

বিষয় : স্কুলের ভেতর ক্যান্টিন স্থাপনের আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের অনাবাসিক ছাত্রছাত্রী। আমাদের স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপন করা প্রয়োজন। আমরা অনেকেই দূর-দূরান্ত থেকে স্কুলে আসি। অনেকের পক্ষেই নানা কারণে বাসা থেকে টিফিন আনা সম্ভব হয় না। স্কুল থেকে যে টিফিন দেওয়া হয় তা দীর্ঘ সময় স্কুলে থাকা ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। তাই স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে। 

অতএব, মহোদয়ের কাছে আবেদন, স্কুলের ভেতর একটা ক্যান্টিন স্থাপন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমাদেরকে বাধিত করবেন। 

নিবেদক

অনাবাসিক ছাত্রছাত্রীবৃন্দ
ময়মনসিংহ জিলা স্কুল

5 Comments

Post a Comment
Previous Post Next Post