বিস্ময়বাচক শব্দ বা বাক্য - Exclamation

ইংরেজি ভাবপূর্ণ ভাষা। এতে ছোট ছোট বাক্যকেও ভাববহুল করে উপস্থিত করা হয়। এখনকার মানুষ এসব বিস্ময়সূচক (!) ভাবসহ কথাবার্তা বলতে অভ্যস্ত। এ ধরনের বাক্য বলা যেমন সহজ, তেমনি শুনতেও বেশ ভালো লাগে। এসব ছোট ছোট বাক্যগুলোও রপ্ত করা খুব সহজ। ভালোভাবে শিখে নিয়ে উচিত স্থানে প্রয়োগ করলে সহজে, স্বাভাবিক ইংরেজি বলতে সুবিধা হবে। সুতরাং যারা স্মার্টলি ইংরেজি বলতে চান কিংবা একজন ভালো স্পীকার হতে চান তাদের এগুলো জানা উচিত —

বাঃ বেশ!
Marvelous!

সাবাস!
Well done!

বাঃ সুন্দর!
Beautiful!

আরে [তাই নাকি]
oh!

হায়!
My God!

হায়, ভগবান!
Oh God!

সুন্দর হয়েছে তো!
Done beautifully!

নিশ্চয়ই!
Of course!

ঈশ্বরকে ধন্যবাদ!
Thank God!

ঈশ্বরের কৃপায়/কৃপাতে!
By God's grace!

ঈশ্বর তোমার মঙ্গল করুন!
May God bless you!

আপনাকে/তোমাকেও!
Same to you!

খুবই সুন্দর!
Excellent!

অত্যন্ত দুঃখের ব্যাপার!
How sad!

অত্যন্ত খুশীর খবর!
How joyful!

অভূতপূর্ব বিজয়!
What a great victory!

হে ভগবান! [আশ্চর্য ভাবার্থে]
Good heavens!

এই যে! / শুনুন!
Hello!

একটু তাড়াতাড়ি!
Hurry up, please!

কি ভীষণ! / ভয়ানক!
How terrible!

ছিঃ অত্যন্ত পরিতাপের বিষয়!
How disgraceful!

[এটা] প্রলাপমাত্র/অসম্ভব!
How absurd!

কি আস্পর্ধা!
How dare he!

কি মিষ্টি!
How sweet!

কি সুন্দর!
How lovely!

তুমি একথা বলার সাহস কি করে পাও!
How dare you say that!

ওরে বাবা!
Oh dear!

তাড়াতাড়ি চল! [কর]!
Hurry up! / Walk fast!

চুপ করুন!
Quiet please! / please keep quiet!

ঠিকই তো!/ঠিকই!
Yes, it is!

তাই নাকি!
Really!

সত্যি!
Is it!

ধন্যবাদ!
Thanks!

ধন্যবাদ আপনাকে!
Thank you!

ঈশ্বরের অসীম কৃপা!
Thank God!

এইদিন বার বার ফিরে আসুক!
Many many returns of the day!

আমি জিতে গেছি!
Hurrah! I have won!

আপনার সুস্বাস্থ্য কামনা করি!
For your good health!

অভিনন্দন!
Congratulations!

কি বাজে বকো!
What nonsense!

কি লজ্জার কথা!
What a Shame!

সর্বনাশ!
How tragic!

হঠাৎ যে!
What a surprise!

অদ্ভুত!
Wonderful!

ছিঃ!
How disgusting!

সাবধান!
Beware!

দুঃখের বিষয়!
What a pity!

কি বুদ্ধি!
What an idea!

আসুন আসুন!
Welcome Sir!

[To Remember ]
1 - সাধারণ বাক্যের শেষে যেমন দাঁড়ি দেওয়ার নিয়ম, তেমনি বিস্ময়বাচক শব্দের শেষে বিস্ময়সূচক চিহ্ন Sign of exclamation (!) দেওয়া হয়। যেমন– Thanks!

2 - লজ্জা, দুঃখ, আশ্চর্য, হর্ষ, ক্রোধ, ইত্যাদি জানাবার জন্য ইংরেজিতে What, how ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন – What a shame! How excellent!

3 - বিস্ময়বাচক বাক্য [Exclamatory of sign] বলবার সময় সেইরকম ভাবের স্বর ফুটিয়ে তুলতে হবে।

ইংরেজি ভাষার সাথে আমাদের সম্পর্ক প্রায় ৩০০ বছরের হলেও আমরা আজো ইংরেজি কে ঠিকমত আয়ত্তে আনতে পারিনি। প্রত্যেক দেশেরই আচার-ব্যবহার আলাদা ধরনের হয়। যদি আমরা কোনো একটা ভাষা প্রকৃতপক্ষে শিখতে চাই, তবে আমাদের উচিত সেই দেশের লোকদের রীতিনীতি, কথা বলার ধরন ও আদবকায়দা ভালোভাবে জেনে নেওয়া। যদি আপনি সুন্দর ইংরেজি বলতে ও শুনতে চান, তবে ইংরেজদের ধরন-ধারাগুলো আয়ত্তে হবে। মনে রাখবেন – বাংলা যেমন বাঙালিদের মতো বলা উচিত, ইংরেজি ও সেইরকম ইংরেজিদের মতন করে বলতে হবে। মাথায় রাখুন- ইংরেজি শিখতে হলে ইংরেজদের হুবহু নকল করলেই ভালো হয়।

(© from Indian Famous writer R. K. Gupta's book)

আজিবুল হাসান
২৭ মার্চ, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post