যে ভুল করলে অ্যাসাইনমেন্টে নাম্বার কম পাবে

ভালো অ্যাসাইনমেন্ট লিখার উপায়
How to write a good assignment

অ্যাসাইনমেন্টে নাম্বার কম পাওয়ার অনেক কারণ আছে, যার মধ্যে সৃজনশীলতার অভাব, ধারাবাহিকতার অভাব, গুছিয়ে না লিখা, হাতের লিখা পড়ার যোগ্য না হওয়া। এই ভুল গুলো করলে অ্যাসাইনমেন্টে নাম্বার কম পেতে পারো।

সৃজনশীলতা
  • যে অ্যাসাইনমেন্ট তৈরি করা হচ্ছে সেখানে যাতে শিক্ষার্থীদের মৌলিক চিন্তা এবং সৃজনশীরতার ছাপ থাকে। অন্যের লেখা থেকে কপি করলে সেখানে কাঙ্ক্ষিত মূল্যায়ন পাওয়া সম্ভব নয়।
  • লেখায় তথ্য ও সূত্র উল্লেখ করা
  • যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করা হবে সে সংক্রান্ত তথ্য এবং সূত্র যাতে সঠিক হয় সে বিষয়ে নজর রাখতে হবে।
  • এক্ষেত্রে পাঠ্যবই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে নির্ভুল তথ্য এবং যুক্তিসংগত ব্যাখ্যা একটি ভালো অ্যাসাইনমেন্টের জন্য গুরুত্বপূর্ণ।

ধারাবাহিকতা
  • নম্বরের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে।
  • কিছু প্রশ্নের উত্তর আছে ছোট। সেগুলো সুনির্দিষ্টভাবে ছোট ছোট করে উত্তর দিতে হবে।
  • কিছু প্রশ্ন আছে বিশ্লেষণধর্মী সেগুলো ধারাবাহিক ভাবে ধাপে ধাপে বর্ণনা করে দিতে হবে। যেমন, ভূমিকা, পটভূমি উল্লেখ করে তারপর মূল বক্তব্য এবং বিশ্লেষণ আকারে লিখতে হবে। সবার শেষে উপসংহার দিতে হবে। যেখানে শিক্ষার্থীর পর্যবেক্ষণ উঠে আসতে পারে।

গুছিয়ে লেখা
  • বাক্যগুলো এমনভাবে লিখতে হবে যাতে একটি বাক্যে একটি ভাব প্রকাশিত হয়। বাক্য গঠন এবং বানান যাতে শুদ্ধ হয় সে বিষয়গুলো মনে রাখতে হবে।

সুন্দর হাতের লেখা
  • অ্যাসাইনমেন্টে ভালো নম্বর পেতে হলে হাতের লেখা সুন্দর হবার কোন বিকল্প নেই।
  • হাতে লিখে অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর হাতের লেখা যদি ভালো না হয় তাহলে সেটি শিক্ষকের মনে বিরক্তির উদ্রেগ করতে পারে।
  • সেজন্য হাতের লেখা ভালো হলে শিক্ষকদের সুনজর থাকে।
  • যেহেতু অ্যাসাইনমেন্ট বাড়িতে বসে তৈরি করা হচ্ছে, এবং পরীক্ষার হলের মতো এখানে সময়ের কোন বাধ্যবাধকতা নেই, সেজন্য শিক্ষার্থীরা চাইলে সহজে তাদের হাতের লেখা সুন্দর করে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতে পারবে।

উপস্থাপনায় বৈচিত্র্য
  • যে অ্যাসাইমেন্ট উপস্থাপন করা হচ্ছে সেখানে বৈচিত্র্য থাকা জরুরি।
  • সাদামাটা-ভাবে উপস্থাপন করার চেয়ে উদাহরণ দিয়ে উপস্থাপন করতে পারলে উপস্থাপনায় বৈচিত্র্য আসে।

1 Comments

Post a Comment
Previous Post Next Post