বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার লক্ষ্যে জীবনের বেশীর ভাগ সময় কারাভোগ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে সীমাহীন ত্যাগ একটি স্বাধীন দেশের জন্য বড় বেদনাদায়ক। ৪৩৯৭ দিন তথা ১২ বছর প্রায় দুই মাস মতান্তরে ১৪ বছর ৩ মাস ২৭ দিন তথা ৫ হাজার দুইশত ৩৪ দিন কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। ইতিহাস ঘেঁটে জানা যায়, ফের ১৯ বার বঙ্গবন্ধুকে পাক সামরিক জান্তা কারাগারে পাঠিয়েছেন।
সাল |
মাস/বছর |
দিন |
১৯৩৮ |
|
৭ দিন |
১৯৪৮ |
৪ মাস |
১২০ দিন |
১৯৪৯ |
৯ মাস |
২৭০ দিন |
১৯৫০ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৫২ |
২ মাস |
৬০ দিন |
১৯৫৪ |
৮ মাস |
২৪০ দিন |
১৯৫৮ |
৮ মাস |
২৪০ দিন |
১৯৫৯ |
৩ মাস |
৯০ দিন |
১৯৬০ |
১ বছর (কার্যত
গৃহবন্ধি, রজনীতি নিষিদ্ধ) |
৩৬৫ দিন |
১৯৬১ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬২ |
৬ মাস |
১৮২ দিন |
১৯৬৪ |
১০ মাস |
৩০০ দিন |
১৯৬৫ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৬ |
১১ মাস |
৩৩০ দিন |
১৯৬৭ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৮ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৯ |
২ মাস |
৬০ দিন |
১৯৭১ |
১০ মাস |
৩০০ দিন |
১৯৭২ |
|
৮ দিন |
কার জন্য ছিল এই ত্যাগ? বিনিময়ে কিছু পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল বাঙালি তাঁকে ১৯৭৫ এর ১৫ই আগস্টে উপহার দিয়েছে ১৮টি বুলেট। সত্যিকারেই অকৃতজ্ঞ জাতি আমরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য আনেক কষ্ট
ReplyDeleteকরেছেন🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩